রাজ্যের বেকার চাকরিপ্রার্থীদের জন্য আবারও নতুন করে একটি নিয়োগের সুখবর। এবারে রাজ্যের বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু সংখ্যক শূন্যপদে একাধিক নন টিচিং স্টাফ নিয়োগ হতে চলেছে। সারা রাজ্যের ২৫ টি জেলা থেকেই নারী পুরুষ নির্বিশেষে সকল বেকার চাকরিপ্রার্থীরা উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলেই সেইসব শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিযুক্ত কর্মীদের UGC এর বেতন কাঠামো অনুযায়ী প্রতি মাসে উচ্চহারে বেতন দেওয়া হবে। নীচে এই নিয়োগ প্রক্রিয়ার আবেদন পদ্ধতি, শূন্যপদ গুলির নাম, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের সময়সীমা ইত্যাদির বিষয়ে বিশদে বুঝিয়ে বলা হল।
আবেদন পদ্ধতি:-
এখানে সংশ্লিষ্ট শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এবং তার জন্য নিম্নলিখিত ধাপ গুলি অনুসরণ করতে হবে-
১) সবার আগে এই প্রতিবেদনের একেবারে নীচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কে সরাসরি ক্লিক করতে হবে অথবা google search box এ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট www.nbu.ac.in লিখে search করতে হবে।
২) এরপর ওয়েবসাইট খুললে সেখানে বিজ্ঞাপন নম্বর জমা দিন বলে একটি অপশন আসবে সেখান থেকে এই নিয়োগের বিজ্ঞাপন নম্বর নির্বাচন করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
৩) এরপর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে সেখানে নির্দিষ্ট স্থান অনুযায়ী প্রয়োজন মতো তথ্য দিয়ে ফর্মটিকে ফিলাপ করে ফেলতে হবে।
৪) এরপর শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস এর এক কপি করে জেরক্স বের করে সেগুলিকে সেলফ অ্যাটেস্টেড করে ফেলতে হবে।
৫) এরপর অ্যাপ্লিকেশন ফর্মের নীচে প্রয়োজনীয় নথী জমা দিন বলে একটি লেখা দেখতে পাবেন। সেখানে নির্দিষ্ট স্থান অনুযায়ী ক্লিক করে যাবতীয় প্রয়োজনীয় নথীপত্রের সেলফ অ্যাটেস্টেড করা জেরক্স কপি গুলি স্ক্যান করে আপলোড করে দিতে হবে।
৫) এরপর নির্ধারিত আবেদন মূল্য অনলাইনের মাধ্যমে জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই আবেদন হয়ে যাবে।
৬) সবশেষে এই পূরণ করা আবেদন পত্রের একটি প্রিন্ট আউট বের করে নিজেদের কাছে রেখে দেবেন।
প্রার্থী বাছাই পদ্ধতি:-
এখানে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদেরকে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে নাকি শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে সেই বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। তবে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর আবেদনকারী প্রার্থীদের মোবাইলে ম্যাসেজ করে বা ই-মেইল করে জানিয়ে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
নিয়োগকারী প্রতিষ্ঠান:-
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে ওই বিশ্ববিদ্যালয়ের ই কিছু সংখ্যক শূন্যপদে নন টিচিং স্টাফ নিয়োগ করার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
শূন্যপদ গুলির নাম:-
এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যে সব শূন্যপদ গুলিতে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল নোটিফিকেশনে জানানো হয়েছে সেগুলি হল-
* Inspector of Colleges
* Audit and Accounts Officer
* Senior Research Physicist
* Officer-in-charge
শিক্ষাগত যোগ্যতা:-
এখানে সংশ্লিষ্ট শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে কোন পদের জন্য কি ধরনের শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য যোগ্যতা থাকতে হবে তা আপনারা অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে সেখান থেকে পড়ে জেনে নেবেন।
বয়সসীমা:-
এখানে উল্লেখিত প্রতিটি পদের জন্য আবেদনের ক্ষেত্রেই আবেদনকারীর বয়স হতে হবে ১৬/০৪/২০২৩ অনুযায়ী সর্বনিম্ন ৩৫ বছর থেকে সর্বোচ্চ ৫০ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেনীর প্রার্থীরা বয়সের কিছুটা ছাড় পাবেন।
বেতনের পরিমাণ:-
এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের পদ বিশেষে প্রতি মাসে ৫৭,৭০০-২,১৮,২০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
প্রয়োজনীয় নথীপত্র:-
অনলাইনের মাধ্যমে আবেদন করার সময় যে সব প্রয়োজনীয় নথী গুলি স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলি হল-
১) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
২) আধার কার্ড বা ভোটার কার্ড এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৩) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক ডিগ্রি ও স্নাতকোত্তর ডিগ্রি পাসের মার্কসীট ও সার্টিফিকেটের এক কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৪) কোনো কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তার এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৫) ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৬) এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো সেলফ অ্যাটেস্টেড করা।
৭) আবেদনকারীর নিজের সিগনেচার।
আবেদন করার শেষ তারিখ:-
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে প্রকাশিত উপরিউক্ত শূন্যপদ গুলির জন্য আবেদন করার অনলাইন পোর্টাল ইতিমধ্যেই খুলে গিয়েছে এবং তা আগামী ৩০/০৪/২০২৩ পর্যন্ত খোলা থাকবে। তাই যারা আবেদন করতে ইচ্ছুক ও যোগ্য তারা এই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে ফেলুন কারন সময় সীমা পেরিয়ে গেলে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে।
OFFICIAL NOTICE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE