আমাদের রাজ্যে বসবাসকারী বেশিরভাগ মানুষই হল দিন আনা দিন খাওয়া প্রকৃতির অর্থাৎ দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী মানুষ। আর এই অর্থনৈতিক অসংগতির কারনে তাদের পরিবারের কেউ অসুস্থ হলে তারা বেসরকারি চিকিৎসালয়ে গিয়ে পয়সা খরচ করে চিকিৎসা করাতে পারেন না বলে সরকারি স্বাস্থ্য কেন্দ্র গুলির উপরেই তাদেরকে নির্ভর করতে হয়। কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্ৰামীন সরকারি স্বাস্থ্য কেন্দ্র গুলিতে পর্যাপ্ত পরিমাণ স্বাস্থ্য কর্মী না থাকার কারণে চিকিৎসার জন্যে আসা দরিদ্র শ্রেণীর মানুষদেরকে চরম সমস্যার সন্মুখীন হতে হচ্ছে। তাদের ঠিকঠাক মতো চিকিৎসা হচ্ছে না। যার ফলে অনেক দরিদ্র মানুষকে অকালে প্রান হারাতে হচ্ছে। কিন্তু এভাবে তো আর বেশিদিন চলতে পারে না। তাই অতি দ্রুত এই সমস্যার সমাধান করার জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে সকল উচ্চমাধ্যমিক পাস যোগ্যতার চাকরিপ্রার্থীরাই এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আর সবচেয়ে বড়ো কথা হল এইটাই যে এখানে চাকরি পাওয়ার জন্য আপনাকে কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না শুধুমাত্র একটি সাধারণ ইন্টারভিউ দিয়েই আপনি অতি সহজেই এখানে চাকরি পেয়ে যাবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এই নিয়োগের বিষয়ে বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক।
নিয়োগকারী দপ্তর ও শূন্যপদের বর্ননা:-
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তরফ থেকে রাজ্যের জেলায় জেলায় মোট ১১০০ টি শূন্যপদে কমিউনিটি হেলথ অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে বলে সংশ্লিষ্ট দপ্তর কর্তৃক প্রকাশিত অফিসিয়াল নোটিফিকেশনে জানানো হয়েছে। এই ১১০০ টি শূন্যপদের মধ্যে ৫৭২ টি রয়েছে জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের জন্য, ২৩১ টি রয়েছে SC দের জন্য, ৬৬ টি রয়েছে ST দের জন্য এবং ১৮৭ টি রয়েছে OBC দের জন্য এবং ৪৪ টি রয়েছে PwBD দের জন্য।
শিক্ষাগত যোগ্যতা:-
এখানে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে এবং সেই সঙ্গে সেই সঙ্গে উক্ত পদ বিষয়ক আরো বেশ কিছু যোগ্যতা থাকতে হবে। এছাড়াও MS Office এর অন্তর্গত প্রতিটি Application এর মাধ্যমে কাজ করার দক্ষতা থাকতে হবে। এবং সেই সঙ্গে বাংলা ভাষা লিখতে ও পড়তে পারদর্শী হতে হবে। সর্বপরি আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।
নির্ধারিত বয়সসীমা:-
এখানে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেনীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের কিছুটা ছাড় পাবেন।
বেতনের পরিমাণ:-
সংশ্লিষ্ট দপ্তরে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যারা নিজেদের যোগ্যতার জোরে শেষ পর্যন্ত চাকরিতে নিযুক্ত হবেন তাদেরকে প্রতি মাসে ২০,০০০ টাকা করে বেতন দেওয়া হবে। এছাড়াও যাদের পারফরম্যান্স ভালো হবে তাদেরকে মূল বেতনের উপর আরও ৫০০০ টাকা করে Incentive দেওয়া হবে।
আবেদন পত্র জমা দেওয়ার পদ্ধতি:-
রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তরফে প্রকাশিত কমিউনিটি হেলথ অফিসার পদে চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য যা যা পদক্ষেপ অনুসরণ করতে হবে সেগুলি হল-
১) সবার প্রথমে সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in এ প্রবেশ করতে হবে।
২) এরপর রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
৩) রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনাকে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে একটি User Id ও Password দেওয়া হবে সেটি দিয়ে Login করতে হবে।
৪) Login করা হয়ে গেলে অ্যাপ্লিকেশান ফরম্যাট এর আকারে একটি window open হবে। সেখানে আপনার নিজের নাম, অভিভাবকের নাম, ঠিকানা, জন্ম তারিখ, জেন্ডার, বয়স, ঠিকানা, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি টাইপ করে ফর্ম টিকে ফিলাপ করে Ok করতে হবে।
৫) এরপর আবেদনের জন্য নির্ধারিত যাবতীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে দিতে হবে।
৬) সবশেষে আবেদন মূল্য হিসেবে সাধারণ ক্যাটাগরির প্রার্থীরা ১০০ টাকা করে এবং সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা ৫০ টাকা করে অনলাইনের মাধ্যমে জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিলেই অ্যাপ্লিকেশান হয়ে যাবে।
৭) এরপর এই অ্যাপ্লিকেশান ফর্মের একটি প্রিন্ট আউট বের করে নিজেদের কাছে রেখে দেবেন।
প্রয়োজনীয় প্রমান পত্র:-
আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় তথ্য গুলি আপলোড করে সাবমিট করতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট স্ক্যান করা।
২) ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড/ভোটার কার্ড/ ড্রাইভিং লাইসেন্স/ পাসপোর্ট স্ক্যান করা।
৩) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সহ আবেদনকারীর যদি আরও বেশি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেই সব কিছুর মার্কসীট ও সার্টিফিকেট স্ক্যান করা।
৪) West Bengal Nursing Council প্রদত্ত নার্সিং ট্রেনিং এর সার্টিফিকেট স্ক্যান করা।
৫) কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে স্ক্যান করা।
৬) কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তাহলে স্ক্যান করা।
৭) এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা।
৮) আবেদনকারীর নিজের একটি সিগনেচার স্ক্যান করা।
প্রার্থী বাছাই পদ্ধতি:-
আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর আবেদনকারী প্রার্থীদের প্রথমে একটি ৪৫ নম্বরের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদেরকে একটি ১৫ নম্বরের ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশন এর জন্য ডাকা হবে। মোট এই ১০০ নম্বরের মধ্যে পাওয়া নম্বরের ভিত্তিতে একটি মেরিট লিস্ট তৈরী করে সেই অনুযায়ী যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকে বাছাই করে জয়েনিং লেটার পাঠিয়ে চাকরিতে নিয়োগ করবে রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
আবেদন করার শেষ তারিখ:-
রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তরফে প্রকাশিত কমিউনিটি হেলথ অফিসার পদের জন্য আবেদন পত্র জমা নেওয়া গত ৩ রা জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে। এবং এই প্রক্রিয়া চলবে আগামী ১৫ ই জানুয়ারি পর্যন্ত। তাই যারা আবেদন করতে চান তারা বেশি দেরি না করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে ফেলবেন। কারন সময় সীমা পেরিয়ে গেলে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে।