আপনি যদি আপনার ওএমআর শিট দেখতে চান তাহলে আপনাকে নিম্নলিখিত শর্তগুলো মানতে হবে এবং নিম্নলিখিত পদ্ধতি অবলম্বন করতে হবে।
আপনি OMR শিট দেখার জন্য কিভাবে আবেদন করবেন ও কি কি ডকুমেন্টস লাগবে
1. প্রথমত আপনাকে আপনার TET-2017-অ্যাডমিট কার্ডের এক কপি জেরক্স করতে হবে।
ii এরপর আপনাকে আর টি আই করার প্রথমেই 500 টাকার একটি ডিমান্ড ড্রাফ কাটতে হবে। সেটি কাঁদতে হবে কোন সরকারি ব্যাংকে গিয়ে ইন ফেভার অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এর নামে।
iii. এরপর আপনাকে দরখাস্ত, ডিমান্ড ড্রাফ্ট ও টেট এডমিট কার্ড সংযুক্ত করে আবেদন পত্র পাঠাতে হবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিবের কাছে ।
iv আপনাকে আগামী 90 দিনের মধ্যে এই প্রক্রিয়া করতে হবে ইতিমধ্যে কুড়ি জানুয়ারি 2022 তারিখে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং এই আবেদন প্রক্রিয়া চলবে 19 এপ্রিল 2022 তারিখ পর্যন্ত।
2017 সালের প্রাইমারি টেটের আবেদনের নোটিশ বেরিয়েছিল এবং যার পরীক্ষা হয়েছিল 2021 সালের 31 জানুয়ারি। এবং আরো এক বছর পরে অবশেষে ফল ঘোষণা হয় 10 জানুয়ারি 2022 তারিখে, যেখানে 9896 জন চাকরিপ্রার্থী পাস করে। এখানে পাশের হার খুবই সামান্য তাই অনেকের মনে প্রশ্ন থাকতে পারে কেন তারা পাস করতে পারল না সেইজন্যই পর্ষদ বিরাট বড় উদ্যোগ নিয়েছে যাদের মনে সন্দেহ রয়েছে তাদের সন্দেহের অবকাশ ঘটানোর জন্য। আপনি RTI করার মাধ্যমে আপনার ওই মার্সিটি দেখতে পাবেন এবং কোথায় কোথায় ভুল হয়েছে সে ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে পারবেন।