সাধারণত যে কোনো সরকারি দপ্তরের উচ্চপদ গুলিতে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও তাতে খুব বেশি পরিমাণ শূন্যপদ থাকে না। তাছাড়া এই সব পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ও পরীক্ষার মান এতটাই উচ্চ থাকে যে সবার পক্ষে সেই সব পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব হয়ে ওঠে না। তাই সরকারি চাকরির ক্ষেত্রে মানুষ গ্ৰুপ সি ও ডি লেভেলের চাকরির উপরই বেশি ভরসা করে। কিন্তু বেশ কিছু বছর যাবৎ সরকারি দপ্তর গুলির তরফ থেকে গ্ৰুপ সি ও ডি পদে কর্মী নিয়োগের জন্য কোনো রুপ বিজ্ঞপ্তি প্রকাশিত না হওয়ায় দেশে বেকারত্বের হার দিনে দিনে ক্রমশ বেড়েই যাচ্ছিল। তবে কিছুদিন হল আবার বেশ কিছু রাজ্য ও কেন্দ্রীয় সরকারের অধীনস্থ দপ্তরের পক্ষ থেকে গ্ৰুপ সি ও ডি লেভেলে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ায় দেশের বেকার সমস্যার কিছুটা হলেও সমাধানের পথ প্রশস্ত হবে বলে আশা করা হচ্ছে। আর আজ আমরা এমনই এক কেন্দ্রীয় সরকারের অধীনস্থ দপ্তরে অসংখ্য গ্ৰুপ সি ও ডি লেভেলে করলাম নিয়োগের ব্যাপারে কথা বলব। যেখানে নুন্যতম মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আপনি চাকরির জন্য আবেদন করতে পারবেন। এমনকি চাকরি পাওয়ার জন্য আপনাকে কষ্ট করে লেখাপড়া করে কোনো লিখিত পরীক্ষাও দিতে হবে না। শুধুমাত্র একটি সাধারণ ইন্টারভিউ এর মাধ্যমে ই আপনি এখানে চাকরি পেয়ে যাবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে এই নিয়োগের বিষয়ে বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক।
নিয়োগকারী প্রতিষ্ঠানের নাম:-
কেন্দ্রীয় সরকারের অধীনস্থ Boardcast Engineering Consultants India Limited(BECIL) এর পক্ষ থেকে অসংখ্য গ্ৰুপ সি ও ডি সহ বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
শূন্যপদ গুলির নাম, শিক্ষাগত যোগ্যতা ও বয়স:-
এই দপ্তরে যেসব শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-
Projectionist Gr II- এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। এছাড়াও যে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে Cenematography এর কোর্স Complete করে থাকতে হবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট পদে কমকরে ৪ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এই পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ২৬,১০০ টাকা করে বেতন দেওয়া হবে।
Data Entry Operator- এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে আপনাকে অবশ্যই যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে 10+2 অর্থাৎ উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে। এছাড়াও কম্পিউটারে প্রতি ঘণ্টায় কমপক্ষে ৮০০০ টা শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। এই পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৭-২৭ বছরের মধ্যে। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ২৪,৮০০ টাকা করে বেতন দেওয়া হবে।
Social Worker- এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট পদে কমকরে ৮ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এই পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮-৩৫ বছরের মধ্যে। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ২৪,৮০০ টাকা করে বেতন দেওয়া হবে।
Junior Warden- এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই যে কোনো সরকার স্বীকৃত কলেজ থেকে পাস বা অনার্স কোর্সে গ্ৰাজুয়েশান Complete করে থাকতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট পদে কমকরে ২ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এই পদের জন্য আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হওয়া দরকার ৩০-৪৫ বছরের মধ্যে । এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ২৩,১০০ টাকা করে বেতন দেওয়া হবে।
IT Technician- এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই যে কোনো সরকারি কলেজ থেকে IT বিভাগে B.Sc পাস করে থাকতে হবে। অথবা যে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে B.E/ B Tech/ BCA কোর্স Complete করে থাকতে হবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট পদে ৬ মাস কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এই পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ২৬,১০০ টাকা করে বেতন দেওয়া হবে।
আবেদন পত্র পাঠানোর পদ্ধতি:-
কেন্দ্রীয় সরকার অধীনস্থ BECIL এ যে কোনো শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে হলে আপনাকে সম্পূর্ণ ভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য যা যা করতে হবে সেগুলি হল-
১) প্রথমে আপনাকে আমাদের বিজ্ঞপ্তির নীচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট লেখাটিতে ক্লিক করে অথবা আপনার মোবাইল বা কম্পিউটারের browser open করে search box এ BECIL এর অফিসিয়াল ওয়েবসাইট www.becil.com/ becilregistration.in লিখে এন্টার করতে হবে।
২) এরপর এই দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট খুললে সেখানে এই দপ্তরের বিভিন্ন নিয়োগের একটি Advertisement List আসবে সেখান থেকে ২২৩ নং এ ক্লিক করতে হবে।
৩) এরপর একটি নতুন window open হবে সেখানে নীচের দিকে রেজিস্ট্রেশন বলে option থাকবে সেখান ক্লিক করে আপনার নিজের যাবতীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলুন।
৪) রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনাকে একটি User Id ও Password দেওয়া হবে সেটি দিয়ে Login করতে হবে।
৫) এরপর এই দপ্তরে নিয়োগের আবেদন পত্রটি দেখতে পাবেন সেখানে আপনার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, বয়স, ঠিকানা, আধার নম্বর, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি লিখে এবং আপনি যে পদের জন্য আবেদন করতে চান সেই পদের মাথায় টিক চিহ্ন দিয়ে ফর্ম টিকে ফিলাপ করে ফেলুন।
৬) এরপর আপনার নিজের একটি পাসপোর্ট সাইজের ফটোর ছবি তুলে স্ক্যান করে ফর্মের নির্দিষ্ট স্থানে আপলোড করে দিন এবং সিগনেচারের জায়গায় একটি সিগনেচার স্ক্যান করে আপলোড করে দিন।
৭) সবশেষে আপনার যাবতীয় শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলির ছবি তুলে স্ক্যান করে আপলোড করে ফর্মের সঙ্গে যুক্ত করে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশন হয়ে যাবে ।
৮) এবার এই অ্যাপ্লিকেশান ফর্মের একটি সাদা A4 সাইজ পেপারে একটি প্রিন্ট আউট বের করে নিজেদের কাছে রেখে দিন কারন ইন্টারভিউ এর দিন এটি সাথে করে নিয়ে যেতে হবে ।
প্রয়োজনীয় নথীপত্র:-
আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি যুক্ত করে সাবমিট করতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট স্ক্যান করা।
২) দেশের নাগরিকত্বের প্রমান হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ড স্ক্যান করা।
৩) সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট স্ক্যান করা ।
৪)কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে স্ক্যান করা।
৫) এক কপি পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা।
৬) সাধারণ ক্যাটাগরির ও OBC প্রার্থীদের ক্ষেত্রে ৮৮৫ টাকা এবং SC, ST দের ক্ষেত্রে ৫৩১ টাকা আবেদন মূল্য।
নির্বাচন পদ্ধতি:-
এই দপ্তরে চাকরির জন্য আবেদন করা প্রার্থীদের আবেদন পত্র জমা পড়া শেষ হলে সেগুলো বিচার করে আবেদনকারীদের অ্যাকাডেমিক এক্সামিনেশনে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি মেরিট লিস্ট তৈরী করা হবে। যেটি আপনারা এই দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন। এই লিস্টে যাদের নাম থাকবে তাদের ই-মেইল করে বা পোস্টের মাধ্যমে ইন্টারভিউ লেটার পাঠিয়ে ইন্টারভিউ, ডকুমেন্টস ভেরিফিকেশন ও স্কিল টেস্টের জন্য ডাকা হবে। এই সব কিছুতে যারা উত্তীর্ণ হবেন তাদের বাছাই করে জয়েনিং লেটার পাঠিয়ে চাকরিতে নিয়োগ করা হবে।
আবেদনের সময় সীমা:-
এখানে প্রতিটি পদের জন্যই আবেদন পত্র জমা নেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আর এই প্রক্রিয়া চলবে আগামী ৩০/১১/২০২২ পর্যন্ত । তাই আর দেরি না করে দ্রুত আবেদন করে ফেলুন কারন সময় সীমা পেরিয়ে গেলে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল বন্ধ হয়ে যাবে।