এইমাত্র দু’দিন হল আলোর উৎসব দীপাবলি গেছে এবং আগামীকাল ভাইফোঁটা। এই উৎসবের মরশুমে আমাদের রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তে বসবাসকারী প্রতিটি মানুষ নিজেদের সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে আলোর উৎসবের আনন্দে মেতে ওঠেন। আর তাদের এই আনন্দকে দ্বিগুণ বাড়িয়ে তুলতে আজ আমরা রাজ্য সরকারের তরফ থেকে আরও একটি বিপুল সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। যেটি শোনা মাত্রই প্রতিটি বেকার চাকরিপ্রার্থীর মন আনন্দে ভরে উঠবে।
এতক্ষন আমরা যে দপ্তরে নিয়োগের ব্যাপারে কথা বলছিলাম সেটি হল আমাদের রাজ্য সরকারের তরফ থেকে আমাদের রাজ্যের বিভিন্ন জেলায় অবস্থিত প্রতিটি কো-অপারেটিভ ব্যাঙ্কের বিভিন্ন শূন্যপদে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার নারী পুরুষ নির্বিশেষে সকল চাকরিপ্রার্থীরাই এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। নীচে এই নিয়োগের বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।
শূন্যপদ গুলির নাম, শিক্ষাগত যোগ্যতা ও বয়স সীমা:-
আমাদের রাজ্যের প্রতিটি জেলার কো-অপারেটিভ ব্যাঙ্ক গুলিতে কোনো একটি নির্দিষ্ট পদে নয় একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। যে সমস্ত পদ গুলিতে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-
লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট- এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে আপনাকে অবশ্যই যে কোনো সরকার স্বীকৃত ইউনিভার্সিটি থেকে কমার্স বিভাগে স্নাতক ডিগ্রি পাস করে থাকতে হবে এবং সেই সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ থাকাটা আবশ্যিক। এই পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেনীর প্রার্থীরা নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ২৬,৬০৫ টাকা করে বেতন দেওয়া হবে।
অ্যাসিস্ট্যান্ট গ্ৰেড 3 – এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে আপনাকে অবশ্যই যে কোনো সরকার স্বীকৃত ইউনিভার্সিটি থেকে যে কোনো বিভাগে স্নাতক ডিগ্রি পাস করে থাকতে হবে এবং সেই সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ থাকাটা আবশ্যিক। এই পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেনীর প্রার্থীরা নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ২৯,৫৪৪ টাকা করে বেতন দেওয়া হবে।
ফিল্ড সুপারভাইজার বা অফিস অ্যাসিস্ট্যান্ট- এই পদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে অবশ্যই যে কোনো সরকার স্বীকৃত ইউনিভার্সিটি থেকে যে কোনো বিভাগে স্নাতক ডিগ্রি পাস করে থাকতে হবে এবং সেই সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ থাকাটা আবশ্যিক। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেনীর প্রার্থীরা নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ২৬,৯৭১ টাকা করে বেতন দেওয়া হবে।
অফিস অ্যাসিস্ট্যান্ট, মার্কেটিং প্রকিউর্মেন্ট অ্যাসিস্ট্যান্ট ও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট- এই পদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে আপনাকে অবশ্যই যে কোনো সরকার স্বীকৃত ইউনিভার্সিটি থেকে যে কোনো বিভাগে স্নাতক ডিগ্রি পাস করে থাকতে হবে এবং সেই সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ থাকাটা আবশ্যিক। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেনীর প্রার্থীরা নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ২৬,৬০৫ টাকা করে বেতন দেওয়া হবে।
কম্পিউটার বা ক্যাশ কাউন্টার ক্লার্ক- এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে অবশ্যই যে কোনো সরকার স্বীকৃত ইউনিভার্সিটি থেকে যে কোনো বিভাগে স্নাতক ডিগ্রি পাস করে থাকতে হবে এবং সেই সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ থাকাটা আবশ্যিক। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেনীর প্রার্থীরা নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ২৫,৭৬০ টাকা করে বেতন দেওয়া হবে।
জেনারেল সুপারভাইজার- এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে আপনাকে অবশ্যই যে কোনো সরকার স্বীকৃত ইউনিভার্সিটি থেকে যে কোনো বিভাগে স্নাতক ডিগ্রি পাস করে থাকতে হবে এবং সেই সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ থাকাটা আবশ্যিক। এবং সেই সঙ্গে আবেদনকারীকে দুই চাকার গাড়ি বা বাইক চালাতে জানতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেনীর প্রার্থীরা নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ১৬,৪০০ টাকা করে বেতন দেওয়া হবে।
বিশেষ যোগ্যতা:- উপরিউক্ত এই প্রতিটি পদে আবেদন করার জন্য ই চাকরি প্রার্থীর 1st / 2nd ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলা থাকাটা আবশ্যিক। আর যাদের নেই তাদের ইন্টারভিউ এর সময় বাংলা ভাষায় দক্ষতার পরীক্ষা নেওয়া হবে।
আবেদন পদ্ধতি:- উপরিউক্ত এই সমস্ত পদে চাকরির জন্য আবেদন করতে হলে আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য যা যা করতে হবে সেগুলি হল-
১) প্রথমে এই বিজ্ঞপ্তির নীচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন টিকে ডাউনলোড করতে হবে।
২) এরপর সেখানে উল্লেখিত অফিসিয়াল ওয়েবসাইট টিতে ক্লিক করে Apply now Option এ ক্লিক করতে হবে।
৩) তারপর একটি Window Open হবে সেখানে আপনার যাবতীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
৪) রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনাকে একটি User Id ও Password দেওয়া হবে সেটি দিয়ে Login করতে হবে।
৫) এরপর সেখানে একটি অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্ম আসবে সেখানে আপনার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, বয়স, ঠিকানা, আধার নম্বর, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি লিখে ফর্ম টিকে ফিলাপ করে ফেলুন।
৬) এরপর আপনার নিজের একটি পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করে ফর্মের নির্দিষ্ট স্থানে আপলোড করে দিন এবং সিগনেচারের জায়গায় একটি সিগনেচার স্ক্যান করে আপলোড করে দিন।
৭) সবশেষে আপনার নিজের যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে ফর্মের সঙ্গে যুক্ত করে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশন হয়ে যাবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস:- আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে আপলোড করে দিতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড স্ক্যান করা।
২) ভোটার কার্ড এবং আধার কার্ড স্ক্যান করা।
৩) সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস স্ক্যান করা।
৪) কম্পিউটার কোর্সের সার্টিফিকেট স্ক্যান করা
৫) কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে স্ক্যান করা।
৬) এক কপি পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা।
নিয়োগ পদ্ধতি:- এই দপ্তরে চাকরির জন্য আবেদন প্রক্রিয়া শেষ হয়ে গেলে প্রথমে আবেদনকারীদের একটি লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের ই-মেইল করে বা স্পীড পোস্টের মাধ্যমে ইন্টারভিউ লেটার পাঠিয়ে একটি একটি সাধারণ কম্পিউটার টেস্ট, ডকুমেন্টস ভেরিফিকেশন ও ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। শেষ পর্যন্ত এই সব কিছুতে যারা উত্তীর্ণ হবেন তাদের সরাসরি চাকরিতে নিয়োগ করা হবে।
আবেদন করার শেষ তারিখ:- এই দপ্তরে আবেদনের সময় সীমা বাড়িয়ে আগামী ১১/১১/২০২২ তারিখ পর্যন্ত করা হয়েছে। তাই যারা এখনও আবেদন করতে পারেননি ভেবে ছিলেন আর আবেদন করতে পারবেন না তারা একেবারে দুশ্চিন্তা দূর করে দ্রুত আবেদন করে ফেলুন।