ভারতের বিভিন্ন প্রান্তের বেকার যুবক-যুবতীরা যারা মাধ্যমিক পাস যোগ্যতায় একটা ভালো ও মোটা বেতনের চাকরি খুঁজছেন তাদের জন্য এই বিজ্ঞপ্তি একটা খুব বড়ো খুশির বার্তা নিয়ে আসবে। ভারতীয় বিমান বন্দরের তরফ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতের যে কোনো রাজ্যের চাকরিপ্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন। নুন্যতম মাধ্যমিক পাস হলেই তারা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। তবে এখানে এমন অনেক উচ্চ পদ আছে যেগুলোর জন্য যারা আরও উচ্চশিক্ষার অধিকারী তারা আবেদন জানাতে পারবেন। তাহলে এবারে দেখে নিই যে এখানে আবেদন করতে হলে কি ভাবে করতে হবে, বয়স সীমা কত, আবেদনের শেষ তারিখ ইত্যাদি ইত্যাদি।
শূন্যপদ গুলির নাম ও শিক্ষাগত যোগ্যতা:-
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট- জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করার জন্য আবেদনকারীকে কোন সরকারী বোর্ড থেকে কমপক্ষে মাধ্যমিক পাস করতে হবে। এবং সেই সঙ্গে কোন সরকারী প্রতিষ্ঠান থেকে ৩ বছরের জন্য Automobile/Mechanical এ কমপক্ষে ৫০% নম্বর পেয়ে ডিপ্লোমা কোর্স Complete করে থাকতে হবে। অথবা উচ্চমাধ্যমিকে অন্তত ৫০% নম্বর থাকতে হবে তবেই সে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবে।
সিনিয়র অ্যাসিস্ট্যান্ট(Accounts)- এই পদের জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে B.com পাস করে থাকতে হবে এবং সেই সঙ্গে কমপক্ষে ৬ মাসের কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থাকতে হবে।আর সেই সঙ্গে এই পদে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
সিনিয়র অ্যাসিস্ট্যান্ট(Electronics)- এই পদে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে Telecommunication/Electronics/RadiobEnginieering পাস করে থাকতে হবে। সেই সঙ্গে এই পদে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনকারীর বয়স সীমা:-
এই সকল পদের জন্য আবেদন জানাতে হলে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ৩০/০৯/২০২২ অনুযায়ী ১৮-৩০ বছরের মধ্যে। এর থেকে কম বা বেশি কোনটাই গ্ৰাহ্য হবে না।
আবেদন পদ্ধতি:-
এই বিভাগে আবেদন করতে হলে আবেদনকারীকে যে যে পদক্ষেপ গুলি অনুসরণ করতে হবে সেগুলি হল-
১) প্রথমে এই বিজ্ঞপ্তির নীচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন টিকে ডাউনলোড করতে হবে।
২) তারপর সেখানে উল্লেখিত অফিসিয়াল ওয়েবসাইট টিতে ক্লিক করলে একটি অনলাইন আবেদন পত্র আসবে।
৩) তারপর সেখানে আপনার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, বয়স, ঠিকানা, আধার নম্বর, একটি বৈধ ইমেল আইডি, ও ফোন নম্বর ইত্যাদি লিখে ফর্ম টিকে ফিলাপ করে ফেলুন।
৪) তারপর আপনার নিজের একটি স্ক্যান করা পাসপোর্ট সাইজের ফটো এবং আপনার স্ক্যান করা সিগনেচার ফর্মের নির্দিষ্ট স্থানে আপলোড করে দিতে হবে।
৫) তারপর কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে ফর্মের সঙ্গে যুক্ত করে নির্ধারিত সময়ের মধ্যে পাঠিয়ে দিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস:-
আবেদন পত্রের সাথে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস যুক্ত করতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।
২) দেশের নাগরিক হিসেবে আধার কার্ড/ভোটার কার্ড।
৩) সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস।
৪) এক কপি পাসপোর্ট সাইজের ফটো।
৫)কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।
৬) কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে।
৭) কম্পিউটার কোর্সের সার্টিফিকেট।
নিয়োগ পদ্ধতি:-
এখানে আবেদন পত্র জমা পড়ার পর প্রথমে আবেদনকারীদের একটি লিখিত পরীক্ষার জন্য ডেকে নেওয়া হবে। তারপর সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে চাকরিপ্রার্থীদের কম্পিউটার টেস্টে ও অন্যান্য সব স্কিল টেস্ট এর জন্য ডাকা হবে। তারপর সেখানে উত্তীর্ণ হলে চাকরিপ্রার্থীদের মেডিক্যাল টেস্ট ও ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এই সব কিছুতে যারা উত্তীর্ণ হবেন তাদের সরাসরি চাকরিতে নিয়োগ করা হবে।
আবেদনের শেষ তারিখ:-
এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত ৩০/০৯/২০২২ তারিখ থেকে আর এই আবেদন চলবে আগামী ১০/১১/২০২২ তারিখ পর্যন্ত। তাই যারা আবেদন করতে চান তারা আর দেরি না করে চটপট এই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে ফেলুন। তানাহলে নির্ধারিত সময় পেরিয়ে গেলে আর আবেদন পত্র গ্ৰাহ্য হবে না।
এই চাকরি সম্বন্ধে আরো বিস্তারিত তথ্য জানতে অবশ্যই অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে পড়বেন।