ক্রমবর্ধমান বেকারত্বের হার অতি দ্রুত কমাতে আমাদের রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার উভয়েই তৎপর হয়ে উঠেছে। আর সেই কারণেই বিগত কয়েক মাস ধরেই রাজ্য ও কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিভিন্ন ধরনের দপ্তরের পক্ষ থেকে মাঝে মাঝেই বিভিন্ন যোগ্যতায় কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। আর সেই প্রত্যেকটি নিয়োগ সম্পর্কিত আপডেট আমরা আপনাদেরকে জানিয়ে থাকি। আজ ফের এমনই এক নতুন নিয়োগের আপডেট নিয়ে আমরা হাজির হয়েছি। আর তা হল রাজ্যের প্রানী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সারা রাজ্যের যে কোনো জেলা থেকে সকল উপযুক্ত শিক্ষাগত যোগ্যতার বেকার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদনের যোগ্য। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে উচ্চ হারে বেতন দেওয়া হবে। নীচে এই নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।
আবেদন করার নিয়মাবলী:-
পশ্চিমবঙ্গ প্রানী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধীনে সংশ্লিষ্ট শূন্যপদে চাকরির জন্য অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে। তার জন্য নিম্নলিখিত পদক্ষেপ গুলি অনুসরণ করতে হবে-
১) প্রথমেই একেবারে নীচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্কে ক্লিক করে নোটিফিকেশন টিকে ডাউনলোড করে নিতে হবে।
২) তারপর সেই নোটিফিকেশানের ৩ নং পৃষ্ঠা থেকে শুরু করে ৭ নং পৃষ্ঠা পর্যন্ত এই নিয়োগের অ্যাপ্লিকেশন ফরম্যাটটি দেখতে পাবেন।
৩) সাদা A4 সাইজ কাগজে তার প্রিন্ট আউট বের করে সেখানে যথাযথ স্থানে সঠিক তথ্য বসিয়ে ফর্মটিকে ফিলাপ করে ফেলতে হবে।
৪) এবং ফর্মের একেবারে উপরে ডানদিকে ফটো লাগানোর জন্য যে জায়গা দেওয়া হয়েছে সেখানে এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো লাগিয়ে দিতে হবে।
৫) এরপর শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস এর এক কপি করে জেরক্স বের করে সেগুলিকে সেলফ অ্যাটেস্টেড করে ফেলতে হবে।
৬) সবশেষে এই পূরণ করা আবেদন পত্র, সকল সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি ও আবেদন মূল্য হিসেবে জেনারেল ক্যাটাগরির প্রার্থীরা ৭৫০ টাকা ও SC, ST ক্যাটাগরির প্রার্থীরা ২০০ টাকার একটি ডিমান্ড ড্রাফ্ট একসঙ্গে খামে ভরে খামের উপর আপনার নিজের ঠিকানা ও আবেদন পত্র পাঠানোর স্থানের ঠিকানা লিখে একটা ৫ টাকার পোস্টাল স্ট্যাম্প সহ নির্ধারিত সময়ের মধ্যে স্পীড পোস্ট বা রেজিস্ট্রার্ড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে পারলেই আবেদন হয়ে যাবে।
নির্বাচন প্রক্রিয়া:-
এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট পদের জন্য যোগ্য প্রার্থীকে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করে চাকরিতে নিয়োগ করা হবে।
শূন্যপদের নাম:-
রাজ্য প্রানী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে রাজ্যের তিনটি জেলা যেমন উত্তর ২৪ পরগনা, জলপাইগুড়ি ও মুর্শিদাবাদ জেলার ক্যাম্পাসে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে যে পদে কর্মী নিয়োগ করা হবে সেটি হল- Subject Matter Specialist।
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা:-
উপরিউক্ত শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে Veterinary/Agriculture অথবা যে কোনো সায়েন্স বিভাগে/Social Science এর যে কোনো শাখায় মাস্টার ডিগ্ৰি Complete করে থাকতে হবে। সেইসঙ্গে সংশ্লিষ্ট পদে কমকরে ২ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
নির্ধারিত বয়সসীমা:-
উক্ত পদের জন্য আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম মাফিক SC, ST প্রার্থীরা ৫ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন।
বেতনের পরিমাণ:-
Subject Matter Specialist পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে মূল বেতন হিসেবে ১৫,৬০০-৩৯,১০০ টাকা এবং তার সঙ্গে গ্ৰেড পে হিসেবে ৫,৪০০ টাকা করে দেওয়া হবে।
প্রয়োজনীয় নথীপত্র:-
আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় নথীপত্র জমা দিতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা আধার কার্ড এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
২) সচিত্র পরিচয় পত্র হিসেবে আধার কার্ড/ভোটার কার্ড/পাসপোর্ট/প্যান কার্ড এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৩) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি পাসের মার্কসীট ও সার্টিফিকেট এর এক কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৪) কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তার এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৫) ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
৬) দুই কপি কালার পাসপোর্ট সাইজ ফটো সেলফ অ্যাটেস্টেড করা।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা ও আবেদনের সময়সীমা:-
সংশ্লিষ্ট শূন্যপদের জন্য অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং তা শেষ হবে আগামী ২২ শে মে ২০২৩ এ। তাই যারা আবেদন করতে চান তারা এই নির্ধারিত সময়ের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় আবেদন পত্র জমা দিন 👇
To,
The Diarector, Diarectorate of
Research, Extension and Farms,
West Bengal University of Animal
and Fishery Sciences, 68,
Kshudiram Bose Sarani, Belgachia,
Kolkata-700037.