40 হাজার শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি ! করোনা আবহে বিরাট বড় সুখবর

 

প্রচুর পরিমাণে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে চলেছে স্টাফ সিলেকশন কমিশন।

জিডি কনস্টেবল পদে নিয়োগ করা হবে প্রায় ৪০ হাজার কর্মী । এসএসসি (SSC) তরফ থেকে পাওয়া খবরে জানা গিয়েছে আগামী ১০ থেকে ১৫ জুনের মধ্যে বিজ্ঞপ্তি জারি করা হবে ৷

বিস্তারিত জানতে চাকরি প্রার্থীরা এই ওয়েবসাইটে ভিজিট করুন https://ssc.nic.in/, এই খবরটি এসএসসির মাধ্যমে টুইট করে জানানো হয়েছে

যে সব পদে আবেদন করা হবে সেগুলি হলো
1.দিল্লি পুলিশ (Delhi Police),
2.কেন্দ্রীয় সশস্ত্রবাহিনী (CAPF),
3.কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ (NIA),
4.এসএসএফ (SSF) ও
5.অসম রাইফেল ।

যোগ্যতা :মাধ্যমিক পাস ৷

বয়স : চাকরি প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছর ৷

পরীক্ষার ধাঁচ: মোট পরীক্ষা ১০০ নম্বরের মধ্যে GI ও GK , MATH , ENGLISH অথবা HINDI, সব ২৫ নম্বর করে থাকবে ।

পরীক্ষাটি হবে কম্পিউটারের মাধ্যমে মোট দেড় ঘন্টা সময়ের মধ্যে

Leave a Comment