বেকার কর্মপ্রার্থীদের জন্য একটি নতুন নিয়োগের আপডেট। এবারে রাজ্যের মিউনিসিপ্যাল কর্পোরেশন অর্থাৎ পৌরসভার তরফে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে এখানে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে এবং নিয়োগের পর প্রথম মাস থেকেই তাদেরকে উচ্চ হারে বেতন দেওয়া হবে। সুতরাং এই সুযোগ হাতছাড়া না করে দ্রুত আবেদন করে ফেলুন। আর আবেদনের পূর্বে এই প্রতিবেদনটি একটু মন দিয়ে শেষ পর্যন্ত পড়ে এই নিয়োগের বিষয়ে বিস্তারিত ভাবে জেনে নিন।
শূন্যপদ গুলির নাম:-
পৌরসভার তরফে প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী এই নিয়োগের মাধ্যমে পৌরসভার অধীনে মূলত দুই ধরনের শূন্যপদে কর্মী নেওয়া হবে। সেক্ষেত্রে নির্বাচিত কর্মীদের PTMO ও RMO এই দুটি পদে নিয়োগ করা হবে।
আবেদন করার নিয়মাবলী:-
উপরিউক্ত শূন্যপদ দুটিতে খুব সহজ পদ্ধতিতে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সেক্ষেত্রে আবেদন পদ্ধতি হবে নিম্নরূপ-
১. আবেদনের শুরুতেই আবেদনকারী যে পদের জন্য আবেদন করতে চান সেই পদে চাকরি করার ইচ্ছা প্রকাশ করে একটি সাদা প্লেন কাগজে একটি আবেদন পত্র লিখতে হবে।
২.তারপর নিজের সম্পর্কে যাবতীয় কারেন্ট তথ্য পরপর সাজিয়ে টাইপ করে একটি বায়োডাটা তৈরি করতে হবে এবং একটি সাদা A4 সাইজ কাগজে তার প্রিন্ট বের করে নিতে হবে।
৩. এরপর সকল প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস ও বায়োডাটার এক কপি করে জেরক্স বের করে সেগুলিও সেলফ অ্যাটেস্টেড করতে হবে।
৪. সবশেষে আবেদন পত্র ও প্রতিটি সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি একসাথে যুক্ত করে একটি খামে ভরে খামের উপর ঠিকানা লিখে নির্দিষ্ট সময়ের মধ্যে পোস্টের মাধ্যমে বা নিজ হাতে গিয়ে জমা দিয়ে আসতে হবে। তাহলেই আবেদন হয়ে যাবে।
নিয়োগ পদ্ধতি:-
এক্ষেত্রে উল্লেখিত শূন্যপদ দুটিতে কর্মী নিয়োগের জন্য কোনো লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে না। আবেদন প্রক্রিয়া শেষ হলে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য ব্যাক্তিদের বাছাই করে চাকরিতে নিয়োগ করা হবে।
প্রয়োজনীয় তথ্য সমূহ:-
আবেদন পত্রের সঙ্গে যেসব প্রয়োজনীয় তথ্য সমূহের সেলফ অ্যাটেস্টেড করা জেরক্স কপি জমা দিতে হবে সেগুলি হল-
১. বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট।
২. ফটো আইডি প্রুফ হিসেবে আধার কিংবা ভোটার কার্ড।
৩. সকল প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট।
৪. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।
৫. ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট (যদি থাকে)।
৬. কালার পাসপোর্ট সাইজ ফটো( দুই বা তিন কপি)।
উক্ত এই সকল ডকুমেন্টস এর অরিজিনাল কপি এবং এক কপি করে সেলফ অ্যাটেস্টেড করা জেরক্স ইন্টারভিউয়ের দিন আবেদনকারীদের সঙ্গে করে নিয়ে যেতে হবে।
আবেদনের সময়সীমা:-
সংশ্লিষ্ট শূন্যপদ দুটিতে অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এবং এই আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ হল ১৫/০৬/২০২৩ বিকেল ৪.৩০ মিনিট পর্যন্ত।
মাসিক বেতনের পরিমাণ:-
এক্ষেত্রে PTMO পদে নিয়োজিত কর্মীদের প্রতি মাসে ২৪,০০০ টাকা করে বেতন ও তার সঙ্গে ৫,০০০ টাকা করে Incentive দেওয়া হবে। এবং RMO পদে নিয়োজিত কর্মীদের প্রতি মাসে ৪০,০০০ টাকা করে বেতন ও তার সঙ্গে ১০,০০০ টাকা করে Incentive দেওয়া হবে।
বয়সসীমা:-
PTMO পদে আবেদন জানানোর ক্ষেত্রে নির্ধারিত বয়সসীমা হল সর্বোচ্চ ৬৫ বছর পর্যন্ত এবং RMO পদে আবেদন জানানোর ক্ষেত্রে নির্ধারিত বয়সসীমা হল সর্বোচ্চ ৬০ বছরের মধ্যে।
পদ বিশেষে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা:-
PTMO পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীর WBMC/MCI অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্ৰি পাসের সার্টিফিকেট থাকতে হবে।
অন্যদিকে, RMO পদে আবেদনের ক্ষেত্রে ও চাকরিপ্রার্থীর WBMC/MCI অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্ৰি পাসের সার্টিফিকেট থাকতে হবে। তার সঙ্গে ৬ মাসের House Staff Ship এর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা:-
উল্লেখিত শূন্যপদ দুটিতে চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের নিম্নলিখিত ঠিকানায় আবেদন পত্র জমা দিতে হবে-
To,
The Commissioner,
Siliguri Municipal Corporation,
Baghajatin Road, Siliguri,
Pin- 734001.
OFFICIAL NOTICE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE