ভারতের একটি বিখ্যাত ও জনপ্রিয় প্রাইভেট ব্যাঙ্ক হল বন্ধন ব্যাঙ্ক। এই ব্যাঙ্ক এর তরফ থেকে মাঝে মধ্যেই বেশ কিছু সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং সেই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে আমরা এর আগে বহুবার আপনাদের সঙ্গে আলোচনা করেছি। আর আজ আবারও এমনই এক নিয়োগের খবর নিয়ে হাজির হয়েছি আমরা। এবং তা হল বন্ধন ব্যাঙ্কের তরফ থেকে সারা রাজ্য জুড়ে গড়ে ওঠা প্রতিটি শাখায় বিভিন্ন শূন্যপদে ন্যুনতম উচ্চমাধ্যমিক পাস যোগ্যতায় মোট ৫,২০০ জন কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। সুতরাং পশ্চিমবঙ্গের সেই সকল বেকার চাকরিপ্রার্থীরা যাদের ব্যাঙ্কে চাকরি করার স্বপ্ন থাকা সত্ত্বেও ব্যাঙ্কে চাকরি করার জন্য প্রয়োজনীয় ন্যুনতম শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ গ্ৰ্যাজুয়েশান ডিগ্ৰি না থাকার কারণে এগোতে পারেন না তারা সকলে এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পাশ হলেই চাকরি-প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন এক্ষেত্রে সবচেয়ে বড় বিশেষত্ব হল এইটাই যে এখানে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যারা শেষ পর্যন্ত সফল হয়ে চাকরিতে নিযুক্ত হবেন তাদেরকে তাদের নিজ নিজ এলাকার কাছাকাছিই বন্ধন ব্যাঙ্কের কোনো শাখায় পোস্টিং দেওয়া হবে। তাই নিজ এলাকার মধ্যে থেকে এতো কম যোগ্যতায় ব্যাঙ্কে চাকরি পাওয়ারএই সুযোগ হাতছাড়া না করে আজই আবেদন করে ফেলুন। আর আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে বিস্তারিত ভাবে জানতে প্রতিবেদনটি মন দিয়ে শেষ পর্যন্ত পড়ুন।
শূন্যপদ গুলির নাম:-
ভারতের বিখ্যাত প্রাইভেট ব্যাঙ্ক বন্ধন ব্যাঙ্কের তরফ থেকে সারা রাজ্য জুড়ে মোট ৫,২০০ টি শূন্যপদে যে যে ধরনের কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল নোটিফিকেশনে জানানো হয়েছে সেগুলি হল-
• Cleark
• Assistant
• General Administrative
• Branch Head সহ আরও অনেক। বাকি পদ গুলির নাম জানতে আমাদের বিজ্ঞপ্তির নীচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট লেখাটিতে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করে সেখান থেকে জেনে নিন।
শিক্ষাগত যোগ্যতা ও বয়স সীমা:-
বন্ধন ব্যাঙ্কের তরফ থেকে প্রকাশিত উপরিউক্ত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে একজন আবেদনকারীকে অবশ্যই যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে নুন্যতম উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে। সেই সঙ্গে কম্পিউটার নলেজ থাকাটা অত্যন্ত জরুরি। এছাড়াও আবেদনকারী যে পদের জন্য আবেদন করবেন সেই পদের বিষয়ে যদি কাজের পূর্ব অভিজ্ঞতা থাকে তাহলে অগ্ৰাধিকার পাওয়া যাবে। তবে ফ্রেসার রাও এখানে নির্দ্বিধায় চাকরির জন্য আবেদন করতে পারবেন। এখানে ন্যুনতম উচ্চমাধ্যমিক পাস যোগ্যতায় কর্মী নিয়োগ করা হলেও এমন কিছু শূন্যপদ রয়েছে যেগুলির জন্য স্নাতক পাস প্রার্থী দরকার। তাই যারা স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি পাস করেছেন তাঁরাও এখানে সমান ভাবে আবেদনের যোগ্য। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১/০১/২০২২ অনুযায়ী ১৮-৪০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেনীর প্রার্থীরা নিয়মানুযায়ী বয়সের কিছুটা ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি:-
বন্ধন ব্যাঙ্কের তরফ থেকে কর্মী নিয়োগের জন্য প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তির নির্দেশ অনুযায়ী যারা যারা এখানে চাকরির জন্য আবেদন করবেন তাদের সকলকেই সম্পূর্ণ ভাবে অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে। এবং তার জন্য যা যা করতে হবে সেগুলি হল-
১) সর্ব প্রথম আপনাকে আমাদের বিজ্ঞপ্তির নীচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট www.bandhanbank.com এ ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
২) এরপর একটি window open হবে সেখান থেকে Caree option এ ক্লিক করতে হবে।
৩) এরপর আপনার নিজের যাবতীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
৪) রেজিস্ট্রেশন হয়ে গেলে একটি অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্ম আসবে সেখানে আপনার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, বয়স, ঠিকানা, আধার নম্বর, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার লিখে এবং আপনি যে পদের জন্য আবেদন করতে চান সেই পদের নামের মাথায় টিক চিহ্ন দিয়ে ফর্ম টিকে ফিলাপ করে ফেলুন।
৫) এরপর আপনার নিজের একটি পাসপোর্ট সাইজের ফটো, আগে থেকে একটি সাদা কাগজে করে রাখা আপনার নিজের একটি সিগনেচার, আপনার যাবতীয় শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট সহ অন্যান্য সব ডকুমেন্টস যেমন আধার কার্ড, ভোটার কার্ড,ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইত্যাদির ফটো তুলে স্ক্যান করে ফর্মের নির্দিষ্ট জায়গায় আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করে দিলেই আপনার অ্যাপ্লিকেশন হয়ে যাবে।
৬) সবশেষে এই অ্যাপ্লিকেশান ফর্মের একটি প্রিন্ট আউট বের করে নিজেদের কাছে রেখে দেবেন কারন ইন্টারভিউ এর দিন এটি কাজে লাগবে।
এছাড়াও বন্ধন ব্যাংকের অফলাইনের মাধ্যমে ও আবেদন করা যায়। যারা অফলাইনে আবেদন করতে চান তারা তাদের সমস্ত ধরনের বায়োডাটা সংগ্রহ করে এর সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করে সমস্ত কিছু একটি খামে ভরের নিকটবর্তী বন্ধন ব্যাংকের ব্যাংকিং ডিভিশন অফিসে গিয়ে বায়োডাটা জমা দিবেন। আপনার ব্যাংকিং ডিভিশন কোথায় সেটা যদি জানা না থাকে তাহলে নিকটবর্তী বন্ধন ব্যাংকে গিয়ে খোঁজ নিয়ে সেই অনুযায়ী ডিভিশন অফিসে গিয়ে বায়োডাটা জমা দিয়ে আসতে পারেন।
প্রয়োজনীয় ডকুমেন্টস:-
আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি যুক্ত করে সাবমিট করতে হবে সেগুলি হল-
১) আবেদনকারীর বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট স্ক্যান করে।
২) রাজ্য তথা দেশের স্থায়ী নাগরিকত্বের প্রমান হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ড স্ক্যান করা।
৩) মাধ্যমিক থেকে শুরু করে উচ্চমাধ্যমিক পর্যন্ত বা তার চেয়েও বেশি শিক্ষাগত যোগ্যতা থাকলে সেই সমস্ত মার্কসীট ও সার্টিফিকেট স্ক্যান করা।
৪) কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তাহলে স্ক্যান করা।
৫) আবেদনকারীর নিজের এক কপি পাসপোর্ট সাইজের ফটো।
নিয়োগ পদ্ধতি:-
এখানে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের প্রথমে একটি লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। তাতে যারা যারা উত্তীর্ণ হবেন তাদের ই-মেইল করে ইন্টারভিউ লেটার পাঠিয়ে ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশন এর জন্য ডাকা হবে। এই সবকিছুতে যারা পাস করবেন তাদেরকে বাছাই করে জয়েনিং লেটার পাঠিয়ে চাকরিতে নিয়োগ করা হবে।
আবেদনের সময় সীমা:-
অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়ার পোর্টাল ইতিমধ্যেই খুলে গেছে। তবে তা কবে বন্ধ হবে সেই সন্বন্ধে কিছু জানা যায়নি। তাই অযথা সময় নষ্ট করে এই সুযোগকে হাতছাড়া না করে আজই আবেদন করে ফেলুন। এবং এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে আরও কিছু বিশদে জানতে চাইলে অবশ্যই আপনারা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অথবা নিকটবর্তী বন্ধন ব্যাংক এ ব্যাংকিং ডিভিশনে গিয়ে এই নিয়োগ সম্বন্ধে খোঁজ নিতে পারেন।