53,000 শূন্যপদে ICDS অঙ্গনওয়ারী কর্মী ও সহায়িকা নিয়োগ, মাধ্যমিক ও অষ্টম পাশে চাকরি | ICDS Anganwari Recruitment

পশ্চিমবঙ্গের সকল জেলার বেকার চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত নিয়োগের সুখবর। সারা রাজ্য জুড়ে ন্যুনতম অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে মাধ্যমিক পাস পর্যন্ত যোগ্যতায় মোট ৫৩,০০০ শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে কেন্দ্রীয় সরকার।  জাতীয় গ্ৰাম উন্নয়ন কর্মসূচির অধীনে সারা রাজ্যের প্রতিটি জেলার অন্তর্গত প্রতিটি ব্লকে ব্লকে ICDS বা অঙ্গনওয়াড়ী প্রকল্পের আওতায় এই ৫৩,০০০ কর্মী নিয়োগ করা হবে। সুতরাং উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলেই সারা রাজ্যের যে কোন জেলা থেকে নারী পুরুষ নির্বিশেষে সকল বেকার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। বর্তমান যুগে সরকারি চাকরির যা বাজার তাতে করে একসাথে এই বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ যে সারা দেশের প্রতিটি বেকার চাকরিপ্রার্থীর মনে বেশ কিছুটা আশার আলো দেখাবে তা বলাই বাহুল্য। তাহলে আর বিলম্ব না করে এই নিয়োগের বিষয়ে খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক।

নিয়োগকারী দপ্তর ও নিয়োগের স্থান:-

 নারী ও শিশু বিকাশ মন্ত্রণালয়ের তরফ থেকে দেশের প্রতিটি রাজ্যের প্রতিটি জেলার সকল ICDS বা অঙ্গনওয়াড়ী সেন্টার গুলিতে সব মিলিয়ে মোট ৫৩,০০০ শূন্যপদে এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে বলে সরকার সূত্রে জানা গিয়েছে।

শূন্যপদ গুলির নাম:-

কেন্দ্রীয় সরকারের মহিলা ও শিশু বিকাশ মন্ত্রণালয়ের তরফ থেকে সারা দেশে জুড়ে যেসব শূন্যপদ গুলিতে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে সেগুলি হল-

• ICDS বা অঙ্গনওয়াড়ী কর্মী

• ICDS বা অঙ্গনওয়াড়ী সহায়িকা

• ICDS বা অঙ্গনওয়াড়ী সুপারভাইজার

পদ বিশেষে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা:-

উপরিউক্ত শূন্যপদ গুলির মধ্যে অঙ্গনওয়াড়ী কর্মী পদে চাকরির জন্য আবেদন করার ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস করে থাকতে হবে। 

       অঙ্গনওয়াড়ী সহায়িকা পদের ক্ষেত্রে আবেদনকারীকে যে কোনো সরকার স্বীকৃত স্কুল থেকে অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে।

       এবং অঙ্গনওয়াড়ী সুপারভাইজার পদের ক্ষেত্রে আবেদনকারীকে যে কোনো সরকার স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি পাস করে থাকতে হবে।

নির্ধারিত বয়সসীমা:-

এখানে প্রতিটি পদের ক্ষেত্রেই চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স হতে হবে ১৮-৪৫ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম মাফিক সংরক্ষিত শ্রেনীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

বেতন কাঠামো:-

আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদে চাকরি করলে চাকরিপ্রার্থীদের বেতন দেওয়া হবে 9,500/- টাকা করে। আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে চাকরি করলে চাকরিপ্রার্থীদের বেতন দেওয়া হবে 4,500/- টাকা করে।

এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিযুক্ত কর্মীদের কেন্দ্রীয় সরকারের বেতন কাঠামো অনুযায়ী প্রতি মাসে ২৫,০০০-৩৫,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি:-

এক্ষেত্রে উল্লেখিত প্রতিটি পদের জন্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সেক্ষেত্রে যা যা পদক্ষেপ অনুসরণ করতে হবে সেগুলি হল-

১) প্রথমে এই প্রতিবেদনের একেবারে শেষে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কে সরাসরি ক্লিক করে অথবা google search box এ সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.wcd.nic.in লিখে search করুন।

২) এরপর ওয়েবসাইটে প্রবেশ করে যাবতীয় প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম টিকে ফিলাপ করে ফেলুন।

৩) এরপর যাবতীয় প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করে দিলেই অ্যাপ্লিকেশান হয়ে যাবে।

নির্বাচন পদ্ধতি:-

এখানে প্রতিটি পদের জন্যই চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদেরকে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রথমে একটি লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের নামের মেধাতালিকা তৈরি করে ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশন এর জন্য ডাকা হবে। সবশেষে এই সবকিছুতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি চূড়ান্ত মেধাতালিকা তৈরি করে সেই অনুযায়ী যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকে চাকরিতে নিয়োগ করা হবে। 

প্রয়োজনীয় ডকুমেন্টস:-

অনলাইনের মাধ্যমে আবেদন করার সময় যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলি হল-

১) বয়সের প্রমানপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।

২) ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ড।

৩) অষ্টম শ্রেণী, মাধ্যমিক পাস, উচ্চমাধ্যমিক পাস ও স্নাতক ডিগ্রি পাসের মার্কসীট ও সার্টিফিকেট।

৪) স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট।

৫) কাস্ট সার্টিফিকেট যদি থাকে।

৬) ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট।

৭) রঙিন পাসপোর্ট সাইজের ফটো।

এই চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।

OFFICIAL WEBSITE: CLICK HERE

MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL:  CLICK HERE

Leave a Comment