রাজ্যের বেকার চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে আরও একটি নতুন নিয়োগের সুসংবাদ। সম্প্রতি আমাদের রাজ্যের কলকাতার মেট্রো রেলে কর্মী নিয়োগের জন্য এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবং সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে এখানে মাসিক উচ্চ বেতনে গ্ৰুপ ‘সি’ কর্মী নিয়োগ করা হবে। তাই আমাদের রাজ্যের সেই সকল বেকার চাকরিপ্রার্থীরা যারা অনেকদিন ধরে লেখাপড়া শিখে একটি ভালো উচ্চ বেতনের সরকারি চাকরির সন্ধান করছেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। পশ্চিমবঙ্গের ২৫ টি জেলা থেকেই উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন সকল বেকার যুবক যুবতীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। সুতরাং আবেদন করতে আগ্রহী চাকরিপ্রার্থীরা শেষ পর্যন্ত এই খবরটি পড়ে এই নিয়োগ সম্পর্কিত যাবতীয় বিষয়ে যেমন শূন্যপদের নাম, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি ইত্যাদি জেনে নিন এবং তারপর আবেদন করুন।
নিয়োগকারী সংস্থার নাম:-
পশ্চিমবঙ্গের Kolkata Metro Rail Corporation Limited এর তরফ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেক্ষেত্রে কলকাতা মেট্রো রেলের অধীনে গ্ৰুপ ‘সি’ লেভেলের কর্মী নেওয়া হবে বলে সেই নোটিফিকেশনে জানানো হয়েছে।
আবেদন করার নিয়মাবলী:-
মেট্রো রেলের অধীনে সংশ্লিষ্ট শূন্যপদটিতে চাকরি পাওয়ার জন্য আবেদন করতে হলে অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা দিতে হবে। এবং তা নিম্নলিখিত নিয়ম গুলি মেনে করতে হবে। যেমন-
• এক্ষেত্রে একটি সাদা A4 সাইজ পেপারে নিজের সম্পর্কে যাবতীয় কারেন্ট তথ্য যেমন নিজের নাম, বাবার নাম, জন্ম তারিখ, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি টাইপ করে একটি বায়োডাটা বানিয়ে নিতে হবে।
• এরপর সেই বায়োডাটার মধ্যে ফটো লাগানোর জন্য যে জায়গা থাকবে সেখানে এক কপি রিসেন্ট তোলা রঙিন পাসপোর্ট সাইজ ফটো লাগিয়ে দিতে হবে এবং সিগনেচারের জায়গায় সিগনেচার করে দিতে হবে।
• তারপর একে একে সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলির এক কপি করে জেরক্স বের করতে হবে। এবং সেগুলিকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে।
• সবশেষে যা করতে হবে তা হল এই সবকিছু একসাথে একটি খামে ভরে খামের উপর “Application for appointment to the post of ……………on deputation” এটি লিখে এবং তার উপরে নির্দিষ্ট স্থানের ঠিকানা লিখে নির্ধারিত সময়ের মধ্যে পোস্টের মাধ্যমে বা নিজের হাতে গিয়ে জমা দিয়ে আসতে হবে।
নিয়োগ পদ্ধতি:-
সংশ্লিষ্ট পদে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীকে ঠিক কি পদ্ধতিতে বেছে নেওয়া হবে সেই সন্বন্ধে অফিসিয়াল নোটিফিকেশনে কিছু বলা হয়নি। তবে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর অফিসিয়াল ওয়েবসাইটে এই বিষয়ে বিস্তারিত ভাবে জানিয়ে দেওয়া হবে।
শূন্যপদের নাম:-
এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কলকাতা মেট্রো রেলের অধীনে যে শূন্যপদটিতে কর্মী নিয়োগ করা হবে সেটি হল- Assistant Personal Officer/Assistant Manager।
বয়সের মাপদন্ড:-
উক্ত পদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স হতে হবে ৩১/০৩/২০২৩ অনুযায়ী সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।
বেতনক্রম:-
সংশ্লিষ্ট পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে উচ্চ হারে বেতন প্রদান করা হবে। সেক্ষেত্রে নিয়োগ করার পর শুরুতেই প্রতি মাসে ৫৩,১০০ টাকা করে বেতন দেওয়া হবে। তারপর ধীরে ধীরে সেই বেতন বৃদ্ধি পেয়ে ১,৮০,০০০ টাকা পর্যন্ত হবে।
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা:-
সংশ্লিষ্ট পদে চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে Railways/Metro Projects/HR Wings বা সমমানের যে কোনো সংস্থায় Officer পদে কমকরে ১০ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
প্রয়োজনীয় নথীপত্র:-
আবেদন পত্র জমা দেওয়ার সময় আবেদনকারীদের গুরুত্বপূর্ণ প্রমান পত্র হিসেবে যেসব নথী গুলি সহ আবেদন পত্র জমা দিতে হবে সেগুলি হল-
• বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
• সচিত্র পরিচয় পত্র হিসেবে আধার কার্ড অথবা ভোটার কার্ড এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
• মাধ্যমিক থেকে শুরু করে আবেদনকারীর লাস্ট কোয়ালিফিকেশন পর্যন্ত সকল শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট এর এক কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
• জাতিগত সংশাপত্র যদি থাকে তাহলে তার এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
• কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
• রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজ ফটো সেলফ অ্যাটেস্টেড করা।
আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ও ঠিকানা:-
কলকাতা মেট্রো রেলের অধীনে সংশ্লিষ্ট শূন্যপদের জন্য আবেদন পত্র জমা নেওয়ার শেষ তারিখ হল আগামী ৩/০৬/২০২৩ সন্ধ্যা ৬ টা পর্যন্ত। তাই আবেদন করতে আগ্রহী ও যোগ্য চাকরিপ্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় আবেদন পত্র পৌঁছে দিন। ঠিকানাটি হল-
Managing Diarector,
Kolkata Metro Rail Corporation
Limited, KMRCL Bhaban, HRBC
Office Compound, Munshi
Premchand Sarani, Kolkata-
700021.