58,000 টাকা বেতনে রাজ্যে জেলা ভিত্তিক গ্ৰুপ সি লাইব্রেরিয়ান পদে কর্মী নিয়োগ | WB Librain Recruitment

 

রাজ্যের বেকার চাকরিপ্রার্থীদের জন্য একটি নতুন নিয়োগের ঘোষণা। রাজ্য সরকারের তরফ থেকে আবারও নতুন করে রাজ্যের পাবলিক লাইব্রেরী গুলিতে গ্ৰুপ ‘সি’ লেভেলের কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, পশ্চিমবঙ্গের অন্তর্গত যে কোনো জেলা থেকেই নারী পুরুষ নির্বিশেষে সকল বেকার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নির্বাচিত কর্মীদের রাজ্য সরকারের অধীনে স্থায়ী পদে নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট পদে আবেদন করতে আগ্রহী চাকরিপ্রার্থীরা শেষ পর্যন্ত এই প্রতিবেদনটি পড়ুন। নীচে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল। 

নিয়োগকারী প্রতিষ্ঠান ও শূন্যপদের নাম:-

রাজ্য সরকারের নিয়ন্ত্রনাধীন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ও কালেক্টরের অফিসের তরফ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। সেক্ষেত্রে নির্বাচিত কর্মীদের রাজ্যের পাবলিক লাইব্রেরী গুলিতে “লাইব্রেরিয়ান” পদে নিয়োগ করা হবে।

আবেদন পত্র জমা করার পদ্ধতি:-

রাজ্য সরকারের অধীনস্থ পাবলিক লাইব্রেরী গুলিতে লাইব্রেরিয়ান পদে চাকরি করতে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য সবার আগে এই প্রতিবেদনের একেবারে শেষে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কে সরাসরি ক্লিক করতে হবে অথবা অফিসিয়াল নোটিফিকেশনে উল্লেখিত অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপর সেখান থেকে এই নিয়োগের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করে এবং সকল প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট সহ বাকি সব গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 

গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সমূহ:- 

অনলাইনের মাধ্যমে আবেদন করার সময় যে সকল গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সমূহ আপলোড করতে হবে সেগুলি হল-

• বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট স্ক্যান করা।

• সচিত্র পরিচয় পত্র হিসেবে আধার কার্ড/ভোটার কার্ড/ প্যান কার্ড/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স স্ক্যান করা।

• প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট স্ক্যান করা।

• কাস্ট সার্টিফিকেট স্ক্যান করা (যাদের থাকবে)।

• ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট স্ক্যান করা (যাদের থাকবে)।

• আবেদনকারীর নিজের সিগনেচার স্ক্যান করা।

• কালার পাসপোর্ট সাইজ ফটো স্ক্যান করা।

নির্বাচন প্রক্রিয়া:-

লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য কর্মীদের বেছে নিয়ে লাইব্রেরিয়ান পদে নিয়োগ করা হবে। সেক্ষেত্রে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর সকল আবেদনকারী প্রার্থীদের প্রথমে একটি লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। এই পরীক্ষায় যারা সফল হবেন তাদেরকে শর্টলিস্ট করে অন্তিম ধাপের পরীক্ষা অর্থাৎ ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। শেষ পর্যন্ত এই দুটি ধাপ মিলিয়ে পাওয়া মোট নম্বর অনুযায়ী একটি ফাইনাল মেরিট লিস্ট তৈরী করে সেই অনুযায়ী যাদেরকে যোগ্য বলে মনে করা হবে তাদের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে।

লিখিত পরীক্ষার তারিখ:-

সংশ্লিষ্ট পদের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়ার প্রক্রিয়া শেষ হওয়ার পর আগামী ৩০/০৭/২০২৩ তারিখে লিখিত পরীক্ষা নেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা:-

লাইব্রেরিয়ান পদে চাকরির জন্য আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। সেইসঙ্গে যে কোনো সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Library and Information Science এর কোর্স পাস করার সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও আবেদনকারীর বেসিক কম্পিউটার নলেজ থাকাটা আবশ্যিক। কোনো আবেদনকারী যদি Library and Information Science এ ব্যাচেলর ডিগ্ৰি Complete করে থাকেন তাহলে তিনিও এক্ষেত্রে সমান ভাবে চাকরির জন্য আবেদনের যোগ্য।

বয়সসীমা ও বেতনের পরিমাণ:-

সংশ্লিষ্ট পদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স হতে হবে ১/০১/২০২৩ অনুযায়ী সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেনীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

        “লাইব্রেরিয়ান” পদে নিযুক্ত কর্মীদের রাজ্য সরকারের গ্ৰুপ ‘সি’ লেভেলের বেতন স্কেল অনুযায়ী প্রতি মাসে ২২,৭০০-৫৮,৫০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদনের সময়সীমা:-

এক্ষেত্রে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গতকাল অর্থাৎ ৩০/০৫/২০২৩ থেকে এবং তা শেষ হবে আগামী ১৫/০৬/২০২৩ তারিখে।

OFFICIAL NOTICE: CLICK HERE

APPLY NOW: CLICK HERE

Leave a Comment