মাধ্যমিক পাশে সরাসরি প্রশিক্ষণ ও প্রচুর পরিমাণে চাকরি পশ্চিমবঙ্গে | WB Training Govt Job Recruitment 2022

 মাধ্যমিক পাস চাকরি প্রার্থীদের জন্য চলে এলো নতুন করে বিশাল বড় একটি চাকরির সুখবর। এবার পশ্চিমবঙ্গেই সরাসরি প্রশিক্ষণ দিয়ে মাধ্যমিক পাস চাকরি প্রার্থীদের চাকরির ব্যবস্থা করা হয়েছে। এখানে শুধুমাত্র এক মাসের কোর্স করানো হবে এবং কোর্স শেষে সরাসরি চাকরিতে যোগ দিতে পারবেন। যারা যারা মাধ্যমিক পাশ করে সরকারি চাকরির খোঁজ করছেন তাদের জন্য অবশ্যই এটি বিশাল বড় একটি চাকরির সুখবর। এখানে সকলেই আবেদন করতে পারবেন। যে সমস্ত চাকরি প্রার্থীরা মাধ্যমিক পাস করে এখানে সরাসরি এক মাসের কোর্স করে সরকারি চাকরি করতে চান তারা অবশ্যই বিস্তারিতভাবে এই সুখবরটি জেনে নেবেন। নিচে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ভালোভাবে আলোচনা করা হলো।

কারা কারা আবেদন করতে পারবেন: এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। চাকরি প্রার্থীরা যদি উচ্চশিক্ষিত হন তাহলেও এখানে আবেদন করতে পারবেন তবে মাধ্যমিক পাস যোগ্যতাই শুধুমাত্র গণ্য হবে।

বয়স: যারা এখানে আবেদন করতে চান তাদের সর্বনিম্ন বয়স হতে হবে অবশ্যই 18 বছরের বেশি। 18 বছরের বেশি হলে সমস্ত ধরনের চাকরি প্রার্থীরাই এখানে আবেদন জানাতে পারবেন।

পদের নাম: এখানে যে পদের জন্য কোর্স করানো হবে, সেই পদের নামটি হল – ট্যুরিস্ট গাইড সার্টিফিকেশন প্রকল্প

আবেদন পদ্ধতি: এখানে আবেদন জানাতে হলে চাকরিপ্রার্থীদের সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে ইচ্ছুক তাদের https://wbtourism.gov.in/ ওয়েবসাইটে গিয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে আবেদন জানাতে হবে। নিচে আবেদন পদ্ধতি ভালো হবে আলোচনা করা হলো-

1. প্রথমে চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে wbtourism.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে।

2. এরপর চাকরিপ্রার্থীরা এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে ‘E- service’ নামে একটি অপশন দেখতে পাবেন, এই অপশনে ক্লিক করতে হবে।

3. এরপর আপনাকে ক্লিক করতে হবে ‘tourist guide certification scheme’ অপশনে।

4. এরপর Apply অপশনে ক্লিক করে রেজিস্টার করতে হবে। এবং অবশেষে ফরমটি ফিলাপ করে সাবমিট করতে হবে।

5. অনলাইনে আবেদনের সময় যাবতীয় তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্টগুলো দিতে হবে।

কোর্সের সময়সীমা: এখানে চাকরি-প্রার্থীদের চার সপ্তাহের অর্থাৎ এক মাসের কোর্স করানো হবে। কোর্স শেষে চাকরিপ্রার্থীদের সার্টিফিকেট প্রদান করানো হবে। যার মাধ্যমে চাকরিপ্রার্থীরা সরাসরি কাজে নিযুক্ত হতে পারবেন।

কোর্সের মূল্য: এখানে যারা আবেদন করবেন এবং যারা নির্বাচন হবেন তাদের সম্পূর্ণ বিনামূল্যেই এই কোর্সটি করানো হবে। এখানে কোর্স করতে কোন রকম টাকা পয়সা দিতে হবে না।

কোথায় এই কোর্সটি করানো হবে: এই টুরিস্ট গাইড সার্টিফিকেশন প্রকল্প কোর্সটি করানো হবে বর্ধমান বিশ্ববিদ্যালয় পর্যটন বিভাগে। এখানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পর্যাপ্তন বিভাগের অধ্যাপকরায় এই কোর্সটির প্রশিক্ষণ দেবেন।

কোর্সটি করার পরে কিভাবে চাকরি পাবেন:
এই কোর্সটি করার পরে সরাসরি সরকারি টুরিস্ট গাইড হতে পারেন আপনি। এছাড়াও আপনি এই কোর্সটি করার পরে সেলফ এমপ্লয়ি হতে পারেন অর্থাৎ নিজে নিজেই ট্যুর গাইড হতে পারেন এবং আপনি যদি চান কোন সংস্থার বা এজেন্সির সঙ্গে যুক্ত হবেন তাহলে আপনি কোন সংস্থার সঙ্গে যুক্ত হয়ে ট্যুর গাইড এর কাজ করতে পারেন। এছাড়াও আপনি এই কোর্সেটি করলে পরিবহন দপ্তরের চাকরি করার সুযোগ পাবেন

ইতিমধ্যে এই জানানো হয়েছে পূর্ববর্তী কালে যারা এই কোর্সটি করেছিলেন তাদের মধ্যে বেশির ভাগই প্লেসমেন্ট হয়ে গিয়েছে অর্থাৎ চাকরি পেয়ে গিয়েছে এবং আবারো নতুন করে পুজোর পরে এই কোর্সটি প্রশিক্ষণ প্রক্রিয়া চালু করা হবে এবং যারা এখান থেকে প্রশিক্ষণ নেবেন তাদের বেশিরভাগই চাকরি পেয়ে যাবেন। এই চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে আপনারা উপরের দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভালো করে খোঁজখবর নেবেন।

খবরের সূত্র: “নিউজ 18 বাংলা” নিউজ পোর্টাল থেকে সংগৃহীত।


MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL:  CLICK HERE


Leave a Comment