রাজ্যে DM অফিসের তরফে নতুন করে প্রচুর পরিমাণে গ্রুপ-সি নিয়োগ | WB Group-C Recruitment

 

যে সমস্ত চাকরিপ্রার্থী দীর্ঘদিন ধরে সরকারি চাকরির খোঁজ করছেন তাদের জন্য চলে এলো নতুন করে গ্রুপ সি চাকরির বিরাট বড় সুযোগ। এখানে প্রচুর পরিমাণে শূন্যপদ রয়েছে। ইতিমধ্যেই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের ডিসটিক ম্যাজিস্ট্রেট (DM) অফিসের তরফ থেকে। পুরুষ ও মহিলা সকল ধরনের চাকরিপ্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন। এখানে কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমেই নিয়োগ করা হবে। যে সমস্ত চাকরিপ্রার্থীরা পশ্চিমবঙ্গের ডিএম অফিসে গ্রুপ সি পদে চাকরি করতে চান তারা তাহলে আর দেরি কেন করছেন? চলুন বিস্তারিতভাবে সম্পূর্ণ খবরটি জেনে নেওয়া যাক। খবরটির যাচাই করতে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে পড়বেন।

পদের নাম: এখানে যে পদের জন্য নিয়োগ করা হবে সেটি হলো গ্রুপ-সি চাকরি।

বয়স: এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর বয়স হতে হবে অবশ্যই 64 বছরের কম।

মোট শূন্যপদ: এখানে মোট 20 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

বেতন: যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে চাকরি করবেন তাদের প্রতি মাসে 10,000/- টাকা করে বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি: যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যারা যারা এখানে আবেদন করতে চান তাদের সুবিধার্থে নিচে Step-by-step আবেদন পদ্ধতি আলোচনা করা হলো-

1. এখানে আবেদন করতে হলে প্রথমেই চাকরিপ্রার্থীদের অফিসিয়াল নোটিফিকেশন থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট করতে হবে।

2. এরপর চাকরিপ্রার্থীদের আবেদন পত্রটি নির্ভুলভাবে ফিলাপ করতে হবে।

3. আবেদনপত্রের উপরে ডানদিকে পাসপোর্ট সাইজের একটি রঙিন ফটোকপি লাগাতে হবে এবং নিচে চাকরি প্রার্থীর একটি নিজস্ব সিগনেচার করতে হবে।

4. এরপর চাকরিপ্রার্থীদের প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টস এর দরকার সেগুলো আবেদন পত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

5. এরপর চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ দিন ইন্টারভিউ স্থানে উপস্থিত হয়ে আগে আবেদন পত্রটি জমা করে দিতে হবে এবং পরবর্তীকালে ইন্টারভিউ দিতে হবে।

ইন্টারভিউর গুরুত্বপূর্ণ তারিখ: এখানে সরাসরি ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে 01/09/2022 তারিখে।

ইন্টারভিউ দিন ও আবেদন পত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্ট নিয়ে যাবেন: নিচের দেওয়া ডকুমেন্টগুলো জেরক্স করে সেল্ফ অ্যাটেস্টেড করে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে ও অরিজিনাল ডকুমেন্টগুলো ইন্টারভিউ সময় দেখাতে হবে-

1.সমস্ত ধরনের শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস

2.পাসপোর্ট সাইজের ফটোকপি

3.আধার কার্ড অথবা ভোটার কার্ড

4.চাকরি প্রার্থীর অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে

5. কাস্ট সার্টিফিকেট

6.বয়সের প্রমাণপত্র

7. চাকরিপ্রার্থী নিজস্ব সিগনেচার

8. কম্পিউটার সার্টিফিকেট যদি থাকে

9. PPO

ইন্টারভিউ ঠিকানা : District Magistrate and Collector, Purba Medinipur, Ganapatinagar, PO- Uttar Sonamui, PS- Tamluk, 721648

নিয়োগ পদ্ধতি: এখানে ইন্টারভিউ ও কম্পিউটার টেস্ট এর মাধ্যমে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে।

আপনারা এই চাকরির সম্বন্ধীয় বিস্তারিত জানতে এবং  এই চাকরি সম্বন্ধীয় আরো বিস্তারিত তথ্য সংগ্রহ করতে অবশ্যই নিচের দেওয়া অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে পড়বেন।

OFFICIAL NOTICE:CLICK HERE

OFFICIAL WEBSTE:CLICK HERE

MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL:  CLICK HERE

Leave a Comment