সুখবর! আধার দপ্তরে প্রচুর পরিমাণে গ্রুপ সি কর্মী নিয়োগ | Adhaar Department UIDAI Group C Reqruitment

 

চাকরিপ্রার্থীদের জন্য নতুন করে বিশাল বড় একটি চাকরির সুখবর। যে সমস্ত চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে চাকরির খোঁজ করছেন তারা অবশ্যই এই সুখবরটি বিস্তারিতভাবে জেনে নিতে পারেন। আকার দপ্তরের সরকারি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইতিমধ্যেই কেন্দ্র সরকার তথা ভারত সরকারের তথ্য ও প্রযুক্তি মন্ত্রক মারফত কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে চাকরি পাবেন তাদের UIDAI দপ্তরে অর্থাৎ এক কথায় বলতে গেলে আধার দপ্তরের তরফে কাজ করতে হবে। এখানে রাজ্য তথা দেশের যেকোন স্থানের বাসিন্দারাই আবেদন জানাতে পারবেন ও চাকরি করার সুযোগ পাবেন। যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই বিস্তারিতভাবে এই খবরটি জেনে নেবেন নিচে চাকরির সম্বন্ধে বিস্তারিত তথ্য ও অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া হল।

পদের নাম: অফিসিয়াল নোটিফিকেশনে জানানো হয়েছে মোট চার ধরনের শূন্য পদে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হবে এখানে যে চার ধরনের শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-

1. ডেপুটি ডিরেক্টর (DY. DIRECTOR)

2. সেকশন অফিসার (SECTION OFFICER)

3. সিনিয়র অ্যাকাউন্ট অফিসার (SENIOR ACCOUNT OFFICER)

4. হিসাব রক্ষক  (ACCOUNTANT)

আবেদন পদ্ধতি: এখানে চাকরিপ্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের প্রথমে নিচের দেওয়া অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে আবেদন পত্রটি প্রিন্ট আউট করতে হবে। এরপর আবেদন পত্রটি নির্ভুলভাবে ফিলাপ করতে হবে এবং আবেদনপত্রের সঙ্গে নিচের দেওয়া ডকুমেন্টসগুলো জেরক্স করে নির্দিষ্ট সময়ের মধ্যেই জমা দিতে হবে।

আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্ট জমা দেবেন:

• সমস্ত ধরনের শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্ট
•  পাসপোর্ট সাইজের ফটোকপি
•  আধার কার্ড
• কাস্ট সার্টিফিকেট যদি থাকে
•  অভিজ্ঞতার সার্টিফিকেট
• বয়সের প্রমাণপত্র
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা: TO The Director (HR),Unique Identification Authority of India, Regional office (UIDAI), First Floor, RIADA Central office Building, Namkum Industrial Area, Near STPI Lowadih, Ranchi – 834010. 

নিয়োগ পদ্ধতি: এখানে কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। এখানে চাকরিপ্রার্থীরা আবেদন করার পরে তাদের সমস্ত প্রাসঙ্গিক ডকুমেন্টস ও শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট ভেরিফিকেশন করে মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই লিস্টের উপর ভিত্তি করে চাকরিপ্রার্থীদের পরবর্তীকালে নিয়োগ করা হবে।

বয়স: এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর বয়স হতে হবে অবশ্যই 56 বছরের কম।

শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে চাইলে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে শুধুমাত্র স্নাতক পাস। এছাড়াও সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।

আবেদনের শেষ তারিখ: যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে চাকরি করতে ইচ্ছুক এবং আবেদন জানাতে চান তারা 26 শে আগস্ট 2022 তারিখের মধ্যেই আবেদন পত্রটি জমা করে দেবেন।

এই আবেদন সম্পর্কে তার বিস্তারিত তথ্য আপনারা সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ভালোভাবে জেনে নিতে পারবেন। অফিশিয়াল ওয়েবসাইটটি হলো-
www.uidai.gov.in

এই চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে চাকরি বাকীরা অবশ্যই নিচের দেওয়া অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে পড়বেন।


OFFICIAL NOTICE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL:  CLICK HERE

Leave a Comment