পশ্চিমবঙ্গে আবারো বন্ধন ব্যাংকের নতুন করে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে সমস্ত চাকরি প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এমনকি পশ্চিমবঙ্গের পুরুষ ও মহিলা সকল চাকরিপ্রার্থী এখানে আবেদন করতে পারবেন। এখানে নিয়োগ পদ্ধতি খুবই সোজা। এখানে চাকরি করতে হলে কোনরকম লিখিত পরীক্ষা দিতে হয় না চাকরিপ্রার্থীদের। প্রথমে চাকরিপ্রার্থীদের আবেদন করতে হয় অথবা বায়োডাটা জমা করতে হয়, তারপর সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হয়। বিপুলসংখ্যক কর্মী নিয়োগ করা হবে এখানে। ইতিমধ্যেই বন্ধন ব্যাংকে কিছুদিন পর পর নিয়োগ করা হয় কারণ প্রতিনিয়ত বন্ধন ব্যাংক এ প্রচুর পরিমাণে কর্মীর প্রয়োজন হয়। এই পরিস্থিতিতে বন্ধন ব্যাংকে আবারো নতুন করে কর্মী নিয়োগ করা হবে। যারা যারা বন্ধন ব্যাংকে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই বিস্তারিতভাবে এই সুখবরটি জেনে নেবেন। আপনারা বন্ধন ব্যাংক এর নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত এখান থেকে জেনে নিতে পারবেন। অন্য কোথাও আপনারা বন্ধন ব্যাংকের নিয়োগ পদ্ধতি সম্পর্কে খুঁজলেও জানতে পারবেন না। বন্ধন ব্যাংকে চাকরি করতে চাইলে অবশ্যই বিস্তারিত খবরটি মনোযোগ সহকারে পড়ুন।
পদের নাম: বন্ধন ব্যাংকে মূলত দুটি সেক্টর রয়েছে। একটি হচ্ছে লোন ডিপার্টমেন্ট যাকে ব্যাংকিং ইউনিট বলা হয়ে থাকে। এখান থেকে মহিলাদের লোন দেওয়া হয় ও বিভিন্ন দোকানে দোকানে লোন দেওয়া হয়। এখানে মূলত যে পদের জন্য কর্মী নিয়োগ করা হয় সেটি হল
i. RO(Relationship Officer ) এবং
ii. RO-SS(Relationship Officer – Super Server)
এছাড়াও আরো বন্ধন ব্যাংকের আরেকটি ডিপার্টমেন্ট রয়েছে যেটি হল ব্যাংকিং সেক্টর। এখানে ব্যাংকিং সেক্টরে বিশেষ করে ব্যাংকের যাবতীয় কাজকর্ম করা হয় এছাড়াও এখান থেকে বিজনেসের জন্য ও অন্যান্য উদ্দেশ্যের জন্য বড় বড় লোন দেওয়া হয়। এখানে যে সমস্ত পদের জন্য কর্মী নিয়োগ করা হয় সেগুলি হল-
1. ব্যাংকিং অপারেশন এবং কাস্টমার সার্ভিস
2. ব্রাঞ্চ ব্যাংকিং
3. ডিজিটাল ব্যাংকিং
4. মার্কেটিং
5. কৃষি ব্যাংকিং
6. আউটডোর কালেকটার
7.ইনডোর স্টাপ
8. এছাড়াও ব্যাংকিং সেক্টরে আরো প্রচুর ধরনের কাজ রয়েছে যেগুলোর জন্য কর্মী নিয়োগ করা হয়।
যোগ্যতা: এখানে চাকরির জন্য আপনাকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাস বা গ্রাজুয়েশন পাস হতে হবে। এছাড়াও মাধ্যমিক পাসে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। মাধ্যমিক পাশের যেসব পোস্ট রয়েছে তাদের মূলত ব্যাংকিং কোনো পরিষেবায় কাজ দেওয়া হয়না, এদের গ্রুপ ডি পোস্ট এর জন্য বিভিন্ন ধরনের কাজে নিযুক্ত করা হয়।
কাজের ধরন: এখানে চাকরি পেলে আপনি স্থায়ী এবং পার্মানেন্টলি ভাবে কাজ করার সুযোগ পাবেন। আপনি যদি এখানে কাজ করেন সৎ ভাবে তাহলে আপনাকে কখনোই বন্ধন ব্যাংক কাজ থেকে বহিষ্কার করবে না, পার্মানেন্টলি ভাবে নিশ্চিন্তে কাজ করতে পারবেন। বন্ধন ব্যাংকে মূলত প্রচুর টাকার লেনদেন হয় , তবে আপনি যদি টাকা-পয়সার নয়-ছয় করেন তাহলে আপনার চাকরি যাওয়ার সম্ভাবনা আছে নচেৎ আপনাকে কখনো চাকরি থেকে বের করা হবে না।
কি কি কাজ করতে হবে?
আপনি যদি RO অর্থাৎ রিলেশনশিপ অফিসার হন তাহলে আপনাকে বন্ধন ব্যাংকের যে ব্রাঞ্চে চাকরি করবেন সেই ব্রাঞ্চের আন্ডারে যেসব মহিলাদের লোন দেওয়া আছে অর্থাৎ গ্রুপ কালেকশন সেগুলোর দায়িত্ব দেওয়া হবে। তবে চিন্তার কোন কারণ নেই কাজের নিযুক্ত করার আগে আপনাকে সমস্ত ধরনের কাজ শিখিয়ে তারপরে কাজে নিযুক্ত করা হবে।
আপনি যদি RO-SS অর্থাৎ রিলেশনশিপ অফিসার- সুপার সেভার হন তাহলে আপনাকে বন্ধন ব্যাংকের যে ব্রাঞ্চে চাকরি করবেন সেই ব্রাঞ্চের আন্ডারে যেসব দোকানে লোন দেওয়া আছে অর্থাৎ দোকান কালেকশন সেগুলোর দায়িত্ব দেওয়া হবে। তবে চিন্তার কোন কারণ নেই কাজের নিযুক্ত করার আগে আপনাকে সমস্ত ধরনের কাজ শিখিয়ে তারপরে কাজে নিযুক্ত করা হবে। তবে একটি কথা জানিয়ে রাখা ভালো যারা RO-SS পদে চাকরি পাবেন তাদের প্রমোশনের সুবিধাটা একটু বেশি এবং এরা যদি ভালো করে কাজ করে তাহলে খুব তাড়াতাড়ি উপর পোস্টে promotion পেতে পারে।
আপনার যদি ব্যাংকিং কোনো পরিষেবায় কাজ হয় তাহলে আপনাকে ব্যাংকের মধ্যে কাজ করার দায়িত্ব দেবে। এখানে চাকরি পেলে বেশিরভাগ কাজ indoor মধ্যেই হবে।
আবেদন পদ্ধতি: এখানে আপনি অনলাইনের মাধ্যমে বা অফলাইনে এর মাধ্যমে আবেদন করতে পারেন। তবে অফলাইনে আবেদন করলে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা টা একটু বেশি থাকে।
বন্ধন ব্যাংক এ কিভাবে আবেদন করবেন তার তথ্য জেনে নিন :
অফলাইনে আবেদন পদ্ধতি:
বন্ধন ব্যাংকে অফলাইনে আবেদন করলে খুব তাড়াতাড়ি ইন্টারভিউয়ের জন্য ডাক পাওয়া যায়। অফলাইনে আবেদন করতে হলে প্রথমেই সুন্দর একটি বায়োডাটা বানাতে হবে। এরপর আপনার প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট, যেমন – শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস, পাসপোর্ট সাইজের ফটোকপি, আধার কার্ড ও ভোটার কার্ড, মাধ্যমিকের এডমিট কার্ড, এছাড়াও যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন সেগুলো জেরক্স করে বায়োডাটা সঙ্গে সংযুক্ত করে সেটি একটি খামে ভরে জমা দিতে হবে। আপনি জমা দিতে পারেন আপনার নিকটবর্তী কোন বন্ধন ব্রাঞ্চের ব্যাংকিং ইউনিটে। এছাড়াও আপনি বন্ধন ব্যাংকের ডিভিশন অফিসে গিয়েও আপনার বায়ো ডাটা সহ সমস্ত ডকুমেন্টস জমা দিয়ে আসতে পারেন। আপনি পোষ্টের মাধ্যমে এই ডকুমেন্ট পাঠাতে পারবেন না, আপনাকে হাতে হাতেই গিয়ে ডকুমেন্ট দিয়ে আসতে হবে। বায়ো ডাটা মধ্যে আপনি অবশ্যই আপনার ফোন নাম্বার লিখবেন এবং জমা দেওয়ার কিছুদিন পরেই আপনার সেই ফোন নাম্বারে ফোন করা হবে ইন্টারভিউ এর জন্য। এখানে আপনাকে কোনরকম লিখিত পরীক্ষা দিতে হবে না।
অনলাইনে আবেদন পদ্ধতি:
Step-1: NCS অর্থাৎ ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিসের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
Step-2: এরপর আইডি নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ফরম ফিলাপ করতে হবে।
Step-3: এখানে প্রয়োজনীয় তথ্য ও ফটো আপলোড করতে হবে।
Step-4: এরপর ফাইনাল সাবমিট গঠনে ক্লিক করে আবেদন পত্রটি সম্পন্ন করতে হবে।
নিয়োগ পদ্ধতি: এখানে মূলত লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হয়। যারা যারা এখানে আবেদন করবেন তাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। ভালোভাবে ইন্টারভিউ দিলেই চাকরিপ্রার্থীদের সিলেকশন করা হবে এবং যারা যারা সিলেক্টেড হবেন তাদের পরবর্তীকালে ট্রেনিং করানো হবে এবং ট্রেনিং শেষে সরাসরি জয়নিং করানো হবে।
বয়স: আপনার বয়স যদি 18 থেকে 40 বছরের মধ্যে হয় তাহলে আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারেন।
আবেদন মূল্য; এখানে আবেদন করতে আপনাকে কোন রকম টাকা দিতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারেন।