পশ্চিমবঙ্গে খাদ্য দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হবে। জানানো হয়েছে সব মিলিয়ে পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তর এর তরফে প্রায় 1200 পদে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে। যে সমস্ত চাকরিপ্রার্থী পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে সরকারি চাকরির খোঁজ করছেন তাদের জন্য অবশ্যই একটি বিশাল বড় একটি সুখবর। এখানে পুরুষ ও মহিলা সকল চাকরি প্রার্থী আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের 23 টি জেলার যেকোন স্থানের বাসিন্দারাই এখানে আবেদন করার সুযোগ পাবেন। ইতিমধ্যেই এই সংখ্যক কর্মী নিয়োগের ঘোষণা জন্য নবান্নের চিঠি পাঠানো হয়েছে সংশ্লিষ্ট দপ্তরের তরফ থেকে। যে সমস্ত প্রার্থী এখানে চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই বিস্তারিতভাবে এই সুখবরটি জেনে নেবেন।
কোথায় কোথায় নিয়োগ করা হবে: পশ্চিমবঙ্গের ভূমি দপ্তর ও খাদ্য দপ্তরে এই কর্মী নিয়োগ করা হবে।
কোথায় কত শূন্য পদ রয়েছে: ল্যান্ড রেকর্ড ও সার্ভে ডিরেক্টরেট অফিসের সর্বমোট ৮৪৫ জন কর্মী নিয়োগ করা হবে এবং জানানো হয়েছে খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ করা হবে ৩৪২ জন। জানানো হয়েছে ভূমি দপ্তর এর মোট ৩৪৬ টি ব্লক অফিসে দুজন করে কর্মী নিয়োগ করা হবে, ৬৫ টি মহাকুময় একজন করে ও ২২টি জেলায় মোট চারজন করে কর্মী নিয়োগ করা হবে।
আবেদন করতে যে সমস্ত ডকুমেন্টস রেডি করে রাখতে হবে:
1.মাধ্যমিকের এডমিট কার্ড
2.সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
3.কাস্ট সার্টিফিকেট
4.পরিচয় পত্র হিসেবে আধার কার্ড অথবা ভোটার কার্ড
5.বয়সের প্রমাণপত্র
6.পাসপোর্ট সাইজের ফটোকপি
7. কম্পিউটার সার্টিফিকেট
শিক্ষাগত যোগ্যতা: এখানে উচ্চ মাধ্যমিক পাস হলেই চাকরি প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন তবে চাকরিপ্রার্থীদের অবশ্যই কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে।
কোন কোন কাজের দায়িত্ব দেওয়া হবে: ভূমি দপ্তরের যতসব কম্পিউটারের কাজ হয়ে থাকে সমস্ত কিছুই এদের দায়িত্বে দেওয়া হবে। এছাড়াও খাদ্য দপ্তরে রেশন কার্য পরিচালনা করার জন্য অফিসে ও অন্যান্য আরো যে সমস্ত কার্য রয়েছে সেগুলো কম্পিউটারের মাধ্যমে তথ্য সংগ্রহ থেকে শুরু করে অন্যান্য যাবতীয় কাজের দায়িত্ব থাকবে।
ইতিমধ্যেই এখানে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি তবে খুব দ্রুত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এটি বিশেষ সূত্র মারফত এবং একটি চাকরি সংক্রান্ত নিউজ পোর্টাল থেকে সংগ্রহ করা হয়েছে। ইতিমধ্যেই নবান্ন শূন্য পদের তালিকা জমা করা হয়েছে এবং নবান্ন থেকে সবুজ সংকেত আসা মাত্রই খুব দ্রুতই এখানে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে।