রাজ্যে 2 কোটি রেশন কার্ড বাতিল, বন্ধ হল রেশন দেওয়া | WB Ration Card Big Update

By bengalpravakar.com

Published on:

 

রাজ্যে প্রায় 2 কোটি রেশন কার্ড বাতিল করা হলো ফলস্বরূপ আর পাওয়া যাবে না রেশন। শুরু হয়ে গিয়েছে আধার লিংক রেশন কার্ডের সঙ্গে যার দরুন রাজ্যের দু’লক্ষ রেশন কার্ড বাতিল করা হয়েছে। বারবার আধার লিঙ্ক করার পরেও অনেক রেশন কার্ড বাতিল বলে গণ্য হচ্ছে। এছাড়াও অনেক রেশন কার্ড হয়েছে যেগুলো একদমই ভুয়ো। সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের তরফ থেকে করা পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং বাতিল করে দেওয়া হচ্ছে রেশন কার্ড এর দরুন রাজ্যের বাসীরা আর রেশন পাবে না। রাজ্যের দু কোটি রেশন কার্ড বাতিল করা হয়েছে ফলে করি জনসাধারণের দু’কোটি রেশন কার্ডের রেশন দেওয়া হবে না যার ধরুন রাজ্য কোষাগারে প্রায় 3500 কোটি টাকা জমা হল।

দেখা যাচ্ছে রাজ্যে অনেক রেশন কার্ড ভুল রয়েছে বা অনেক রেশন কার্ডে আধার কার্ডের সঙ্গে কোন মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। এছাড়াও অনেক রেশন কার্ডের রেশন পাচ্ছিল যেগুলোতে রেশন কার্ডের ওয়ারিশের কোন হাদিস নেই। এই সমস্ত কারণে রাজ্য সরকার বাধ্য হয়ে রেশন কার্ড বাতিল করলেন এবং রাজ্যে এই সমস্ত বন্ধ রেশন কার্ডের রেশন দেওয়া বাদ দিয়ে দিলেন । ইতিমধ্যে প্রশাসনের নজরে এসেছে এ রেশন কার্ডের ব্যাপারটা এবং তার পরিপ্রেক্ষিতেই রেশন কার্ডগুলো বাতিল করা হয়েছে।

রাজ্যে দেখা যাচ্ছে বিভিন্ন উপায়ে প্রস্তুতি করে রেশন কার্ড বানিয়ে নিয়ে রেশন চলছে রাজ্যের জনসাধারণ । এছাড়াও বিভিন্ন ধরনের করচুপি করে একই নামে বহু রেশন কার্ড বানিয়ে রেশন তোলা হচ্ছে। এই সমস্ত পোস্টকের কারণে রাজ্য সরকারের প্রশাসনের নজরে এসেছে ব্যাপারটি এবং তার পরবর্তীকালে পদক্ষেপ নিয়ে দুই কোটি রেশন কার্ড বাতিল করা হয়েছে রাজ্যে।

এই সমস্ত ভোর রেশন কার্ডের ধরুন অবশেষে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজ্যের গরিব জনসাধারণ। গরিব মানুষজন তাদের প্রাপ্য রেশন ঠিকঠাক মতো পাচ্ছে না। বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে রাজ্যের উচ্চ স্তরের মানুষজনেরাই একাধিক রেশন কার্ড বানিয়ে একাধিকবার রেশন তুলছেন কিন্তু রাজ্যের গরিব মানুষদের এখনো অনেকের রেশন কার্ড নেই। এর দরুন রাজ্যের গরীব মানুষেরা তাদের প্রাপ্য রেশন পাচ্ছে না। এই ঘটনার পরবর্তীকালেই আধার কার্ড কে হাতিয়ার করে আধার লিঙ্ক করা হচ্ছে রেশন কার্ডের সঙ্গে এবং যার দরুন বাতিল করা হচ্ছে একের পর এক রেশন কার্ড।

আদার লিংক এর আগে রাজ্যে প্রায় ১০ কোটি ৭০ লক্ষ রেশন কার্ড ছিল কিন্তু আধার লিঙ্ক হওয়ার পরে দু কোটি রেশন কার্ড বাতিল হয়ে গিয়েছে। এই সমস্ত দুর্নীতির কারণে রাজ্য সরকারের প্রচুর ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং যার দরুন রাজ্য সরকার রেশন দেওয়া বন্ধ করে দিল। এর ফলে যে সমস্ত রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক নেই সে সমস্ত রেশন কার্ডের রেশন দেওয়া হচ্ছে না।

এই পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে আর রাজ্যে দু কোটি রেশন কার্ড বাতিল করার ফলে রাজ্য সরকারের প্রায় ৩৫০০ থেকে ৩৬০০ কোটি টাকার সঞ্চয় হচ্ছে। তবে দেখা যাচ্ছে অনেক সাধারণ পরিবারের মানুষজনদের রেশন কার্ড বাতিল হয়ে যাচ্ছে তাদের সবকিছু ঠিকঠাক থাকার পরেও তারা রেশন পাচ্ছে না।

এই রেশন কার্ড বাতিলের ফলে প্রচুর মানুষের সমস্যার সম্মুখীন হচ্ছে এবং অনেকে বারবার আঁধার লিঙ্ক করার পরেও তাদের সমস্যার সমাধান হচ্ছে না। রেশন বন্ধ হয়ে গেলে প্রচুর মানুষ সমস্যায় পড়বে এবং গরিব মানুষদের অসুবিধা হবে।

MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL:  CLICK HERE

Leave a Comment