সুখবর! পশ্চিমবঙ্গের স্কুলে অষ্টম শ্রেণী পাশে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ | WB 8 pass Group-D, Lab attended Recruitment

 পশ্চিমবঙ্গের স্কুলে সরাসরি অষ্টম শ্রেণী পাশে গ্রুপ-ডি কর্মী নিয়োগ করা হচ্ছে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং শুধুমাত্র অষ্টম শ্রেণি পাশ করে থাকেন বা তার বেশি যোগ্যতা থেকে থাকে তাহলেও আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের স্কুলে এই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে পুরুষ ও মহিলা সকল চাকরি প্রার্থী আবেদন করার সুযোগ পাবেন। যে সমস্ত চাকরিপ্রার্থী অষ্টম শ্রেণি পাসে গ্রুপ ডি পদে চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই বিস্তারিত ভাবে এই খবরটি জেনে নেবেন। নিচে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য দেওয়া হল।


পদের নাম:
গ্রুপ-ডি কর্মী- যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলি হল-

 
1.Group-D,

2.Lab Attendant


শিক্ষাগত যোগ্যতা:
আপনি অষ্টম শ্রেণী পাস বা তার বেশি যোগ্যতা থাকলেও এখানে আবেদন করতে পারবেন। গ্রুপ ডি পদের ক্ষেত্রে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস অথবা মাধ্যমিক পাস যোগ্যতা গণ্য হবে।


আবেদন পদ্ধতি:
যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। চাকরি প্রার্থীরা সুন্দর একটি বায়ো ডাটা বানিয়ে এর সঙ্গে চাকরিপ্রার্থীদের প্রয়োজনীয় সমস্ত যোগ্যতার ডকুমেন্টগুলো সংযুক্ত করে সেটি খামে ভরে নিচের দেওয়া ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে।


আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্ট জমা দেবেন:

1 মাধ্যমিকের এডমিট কার্ড

2. শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস

3.পাসপোর্ট সাইজের ফটোকপি

4. আধার কার্ড অথবা ভোটার কার্ড

5. কাস্ট সার্টিফিকেট যদি থাকে

6. বায়ো ডাটা

7. অন্যান্য


বয়স:
যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে চাকরি করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে অবশ্যই 20 থেকে 40 বছরের মধ্যে।


বেতন:
এখানে চাকরি করলে চাকরিপ্রার্থীদের রোপা পে 2019 অনুযায়ী সরকারি যে বেতন কাঠামো আছে সেই অনুপাতে চাকরিপ্রার্থীদের বেতন দেওয়া হবে।


আবেদনের শেষ তারিখ:
ইতিমধ্যেই এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং আবেদন চলবে 09/06/2022 তারিখ পর্যন্ত। অর্থাৎ আপনাকে 9 জুন এর আগেই আবেদনপত্রটি জমা করতে হবে।


আবেদনপত্র জমা করার ঠিকানা:
United Missionary Girls’ High School (Ha), 3, Ashutosh Mukherjee Road, Kolkata -700020, Ph. No  2475-2135।


নিয়োগ পদ্ধতি:
নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি তবে যত সম্ভব পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। নিয়োগ পদ্ধতি সম্পর্কে পরবর্তীকালে অফিশিয়াল ওয়েবসাইটে বিস্তারিত ভাবে জানিয়ে দেওয়া হবে।

Source: banglanewslive.co.in
MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

Leave a Comment