পশ্চিমবঙ্গের সরকারি দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ | WB Finance Department DEO Recruitment 2022

 

পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের সরকারি দপ্তরে বিশেষ করে পশ্চিমবঙ্গের ফাইনাল ডিপার্টমেন্টেই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পশ্চিমবঙ্গের 23 টি জেলার যেকোনো বাসিন্দাই আবেদন করার সুযোগ পাবেন। পুরুষ ও মহিলা সকল চাকরিপ্রার্থী এখানে আবেদন করতে পারবেন। যে সমস্ত চাকরিপ্রার্থীদের জগতের বাসিন্দা এবং সরকারি চাকরির খোঁজ করছেন তারা অবশ্যই এই খবরটি বিস্তারিত ভাবে জেনে নিতে পারেন। নিচে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নোটিফিকেশন দেওয়া হবে যেগুলো ভালো করে দেখে নেবেন।


পদের নাম:
 ডাটা এন্ট্রি অপারেটর(DEO)


বেতন: 
আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে এখানে প্রতি মাসে আপনাকে 11000/- টাকা করে বেতন দেওয়া হবে।


নিয়োগ পদ্ধতি:
নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য অফিশিয়াল নোটিফিকেশন এখনো বলা হয়নি। তবে আবেদন করার পরে অফিসিয়াল ওয়েবসাইট এ নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে।


আবেদন পদ্ধতি:
এখানে চাকরি পায় থেকে অফলাইনে এর মাধ্যমে আবেদনপত্রটি জমা করতে হবে। যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে আবেদন করতে ইচ্ছুক তারা নিচের দেওয়া step-by-step পদ্ধতি গুলো ফলো করবেন এবং আবেদন করবেন।


Step-1
প্রথমে আপনাকে অফিশিয়াল নোটিফিকেশন টা ডাউনলোড করতে হবে।


Step-2
এরপর আপনি অফিশিয়াল নোটিফিকেশন এর নিচে আবেদনের ফরম টি পেয়ে যাবেন সেটি ডাউনলোড করে নেবেন।


Step-3
আবেদনের ফরম টি ডাউনলোড করার পর আপনারা আবেদনের ফরমটি প্রিন্ট আউট করে বের করে নেবেন।


Step-4
আবেদনের ফরম টি ভালো করে ফিলাপ করে এর সঙ্গে আপনার সমস্ত প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট সংযুক্ত করে রাখবেন।


Step-5
এরপর আপনাকে আবেদনের ফরম টি নিচের দেওয়া ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমে জমা দিতে হবে।


আবেদনপত্র জমা দেওয়ার স্থান:
The District Magistrate,Chairman District Selection Committee, Dooars Kanya,2nd Floor, Room No. 212, Alipurduar, 736122.


কি কি ডকুমেন্ট জমা দেবেন:
নিচের দেওয়া ডকুমেন্টগুলো অরিজিনাল কপি জেরক্স কপি সঙ্গে করে নিয়ে যাবেন-

1.আধার কার্ড/ ভোটার কার্ড

2.মাধ্যমিকের এডমিট কার্ড,

3.আপনার সমস্ত শিক্ষাগতযোগ্যতার ডকুমেন্টস

4.গ্রাজুয়েশনের মার্কসিট ও

5.কম্পিউটার সার্টিফিকেট

6. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)


আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ:
এখানে আবেদন চলবে 07.05.2022 তারিখ পর্যন্ত।


শিক্ষাগত যোগ্যতা: 
আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে আপনাকে অবশ্যই যেকোন শাখা থেকে গ্রাজুয়েশন পাস করতে হবে সঙ্গে আপনার একটি কম্পিউটার সার্টিফিকেট দরকার।


বয়স সীমা:
 আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার বয়স অবশ্যই 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত চাকরিপ্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী এখানে বয়সের ছাড় পাবেন।

আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে চাকরি সম্বন্ধে ও অাবেদন সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য আপনি নিচের দেওয়া অফিসের নোটিফিকেশন টা ডাউনলোড করে ভালো করে জেনে নিতে পারবেন।

OFFICIAL NOTICE: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE

Leave a Comment