ভারতীয় এক্সিস ব্যাংকে ১১০০০ শূন্য পদে কর্মী নিয়োগ | WB Axis Bank 11000 Job Recruitment 2022

  

আবারো পশ্চিমবঙ্গ বিভিন্ন জায়গায় ভারতীয় অ্যাক্সিস ব্যাংকের তরফে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে চাকরিপ্রার্থীকে কোনরকম লিখিত পরীক্ষা দিতে হয় না। সরাসরি এখানে ইন্টারভিউ এর মাধ্যমে চাকরিপ্রার্থীকে নিয়োগ করা হয়। এখানে চাকরি করলে চাকরিপ্রার্থীকে প্রচুর পরিমাণে বেতন দেওয়া হয়। এছাড়াও ব্যাংক এর যাবতীয় সুযোগ-সুবিধা চাকরিপ্রার্থীরা এখানে পাবেন। পুরুষ মহিলা সকল চাকরিপ্রার্থী এখানে চাকরি করার সুযোগ পাবেন। যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে আবেদন করতে ইচ্ছুক বা চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই নিচের দেওয়া বিস্তারিত তথ্য জেনে নেবেন এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া থাকবে যেখানে গিয়ে আপনারা চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারবেন।


পদের নাম: 
এখানে বিভিন্ন শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। যেসব শূন্যপদে এখানে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-

1.Banking unit RO

2.RB-LL

3.Officer sales SA

4.Relationship officer RO

5.Branch relationship officer

6.Regional business manager

7.Regional business officer

8.Customer sales manager

9.Officer sales

10.Business loan officer

11.CSO

12.Assistant manager

13.RL

14.SBB

15.Unit management officer


মোট শূন্যপদ: 
এখানে সব মিলিয়ে প্রায় 11,000 বেশি শূন্য পদ রয়েছে।


শিক্ষাগত যোগ্যতা: 
এখানে চাকরি করতে হলে আপনাকে উচ্চমাধ্যমিক পাশ থেকে শুরু করে গ্রাজুয়েশন পাশ করতে হবে । এখানে বিভিন্ন পদ অনুযায়ী বিভিন্ন যোগ্যতায় চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে। আপনারা যে পদে আবেদন করবেন সেই পদের যোগ্যতা দেখে তারপর সেই পদের জন্য আবেদন করবেন।


বয়স:
এখানে চাকরি করতে হলে চাকরিপ্রার্থীর বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।


আবেদন মূল্য: 
এখানে সম্পূর্ণ বিনামূল্যে চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন।


বেতন:
  যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে চাকরি করবেন তাদের প্রতি মাসে 15,000/- টাকা থেকে 20,000/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এছাড়াও প্রতিবছর বেতন বৃদ্ধির সুবিধা আছে ও যোগ্যতা এবং অভিজ্ঞতা অনুযায়ী প্রমোশনের সুবিধা আছে।


নিয়োগ পদ্ধতি : 
এখানে আবেদন করার পরে যে সমস্ত চাকরিপ্রার্থী উপযুক্ত হবে তাদের ফোন কলের মাধ্যমে অথবা ই-মেইল এর মাধ্যমে ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউয়ে পাস করার পরে চাকরিপ্রার্থীকে ট্রেনিং করানো হবে এবং ট্রেনিং শেষে নিয়োগ করা হবে।


আবেদন পদ্ধতি:
যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে চাকরি করতে ইচ্ছুক তাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে চাকরি করতে হলে চাকরিপ্রার্থীকে প্রথমে একটি বায়ো ডাটা বানাতে হবে এবং সেই বায়ো-ডাটা অনলাইনের মাধ্যমে অফিশিয়াল ওয়েবসাইট থেকে আপলোড করতে হবে। বায়ো ডাটা মধ্যে সমস্ত ডিটেইলস লিখতে হবে এবং বায়ো ডাটা আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার সমস্ত ডিটেইলস পূরণ হয়ে যাবে। আপনারা অ্যাক্সিস ব্যাংকের জন্য আবেদন করতে পারবেন Axis Bank Careers লিখে গুগলে সার্চ দিলে।

যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে চাকরি করতে ইচ্ছুক তারা অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন অথবা নিচের দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি আবেদন করুন।

APPLY ONLINE: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *