মাধ্যমিক পাসে পশ্চিমবঙ্গের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এর প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ | WB MTS (GROUP-C) Recruitment 2022

 

মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এ কর্মী নিয়োগ। এখানে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। প্রচুর বেতনে আপনি যদি সরকারি চাকরির খোঁজ করে থাকেন তাহলে মাধ্যমিক যোগ্যতায় এখানে চাকরি করতে পারেন। এখানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার প্রতিটি বাসিন্দা আবেদন করার সুযোগ পাবেন। পুরুষ ও মহিলা সকলেই এখানে আবেদনযোগ্য। ইতিমধ্যেই এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং আবেদন চলবে 18 ই এপ্রিল 2022 তারিখ পর্যন্ত । আপনি যদি এখানে আবেদন করতে আগ্রহী হন তাহলে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নোটিফিকেশন গুলো নিচে দেওয়া হল যে গুলো ভালো করে দেখে নেবেন।


নিয়োগকারী সংস্থা:
incometaxindia.gov.in


পদের নাম:
এখানে যেসব পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল –

1. Multi-Tasking Staff

2.Income Tax Inspector

3.Tax Assistant

1. Multi-Tasking Staff (MTS)


শিক্ষাগত যোগ্যতা:
এখানে চাকরি করতে হলে চাকরিপ্রার্থীকে শুধুমাত্র মাধ্যমিক পাস হতে হবে।


বয়স:
এখানে চাকরি করতে হলে আপনার বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।


বেতন:
আপনি যদি এখানে চাকরি করেন তাহলে আপনাকে প্রতিমাসে Rs. 5,200 – 20,200/- টাকা করে বেতন দেওয়া হবে।

2.Income Tax Inspector


শিক্ষাগত যোগ্যতা:
এখানে চাকরি করতে হলে চাকরিপ্রার্থীকে শুধুমাত্র গ্রাজুয়েশন পাস হতে হবে।


বয়স:
এখানে চাকরি করতে হলে আপনার বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।


বেতন:
আপনি যদি এখানে চাকরি করেন তাহলে আপনাকে প্রতিমাসে Rs. 9,300 – 34,800/- টাকা করে বেতন দেওয়া হবে।

3.Tax Assistant


শিক্ষাগত যোগ্যতা:
এখানে চাকরি করতে হলে চাকরিপ্রার্থীকে শুধুমাত্র গ্রাজুয়েশন পাস হতে হবে।


বয়স:
এখানে চাকরি করতে হলে আপনার বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।


বেতন:
আপনি যদি এখানে চাকরি করেন তাহলে আপনাকে প্রতিমাসে Rs. 9,300 – 34,800/- টাকা করে বেতন দেওয়া হবে।


আবেদনের শেষ তারিখ:
ইতিমধ্যেই এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং আবেদন চলবে 18 এপ্রিল 2022 তারিখ পর্যন্ত।


আবেদন পদ্ধতি:
এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনারা আবেদনপত্রটি অফিশিয়াল নোটিফিকেশন এর মধ্যে পেয়ে যাবেন। অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে আবেদনের ফরমটি প্রিন্ট আউট করে ভালো করে ফিলাপ করে এর সঙ্গে আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট ও অন্যান্য ডকুমেন্ট সংযুক্ত করে সেটি নিচের দেওয়া ঠিকানায় পাঠাতে হবে। আপনারা স্পিড পোস্ট বা রেজিস্ট্রার পোস্টের মাধ্যমে আবেদন পত্রটি পাঠাতে পারেন।


আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
Additional Commissioner of Income Tax, Headquarters (Personnel & Establishment), Ist Floor, Room No. 14, Aayakar Bhawan, P-7, Chowringhee Square, Kolkata- 700069


আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্ট জমা দেবেন:

1.মাধ্যমিকের এডমিট কার্ড

2. আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট

3. পাসপোর্ট সাইজের ফটোকপি

4. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)

5. আধার কার্ড অথবা ভোটার কার্ড

6. ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার

এখানে চাকরি করতে আগ্রহী হলে আরও বিস্তারিত তথ্য আপনাদের নিচের দেওয়া অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে জেনে নিতে পারবেন।
OFFICIAL NOTICE: CLICK HERE
OFFICIAL WEBSITE: incometaxindia.gov.in
MORE JOB NEWS: CLICK HERE

Leave a Comment