আপনি কি মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাশ করে সরকারি চাকরির খোঁজ করছেন? তাহলে আপনার জন্য রয়েছে বিরাট বড় একটি সুখবর। মাধ্যমিক পাশে ও উচ্চ মাধ্যমিক পাশে প্রচুর পরিমাণে গ্রুপ ডি ও গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইতিমধ্যেই এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং আবেদন চলবে 7 মার্চ 2000 22 তারিখ পর্যন্ত। এখানে পুরুষ ও মহিলা সকলেই আবেদনযোগ্য। আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য, যেমন- আবেদন পদ্ধতি, বেতন, বয়স, পদের নাম ইত্যাদি ও অফিশিয়াল নোটিফিকেশন গুলো নিচে দেওয়া হল যেগুলো ভালো করে জেনে নেবেন।
বিজ্ঞপ্তি নাম্বার: Davp-10610/11/0012/2122
এখানে যেসব পদে কর্মী নিয়োগ করা হবে: এখানে যেসব পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-
(1) স্টেনোগ্রাফার গ্রেড II
(2) লোয়ার ডিভিশন ক্লার্ক
(3) ট্যালি ক্লার্ক
(4) কুক
(5) MTS সাফাইওয়ালা
(6) অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট
(7) MTS ওয়াচম্যান
(8) MTS মেসেঞ্জার
(9) কার্পেন্টার
(10) রেগুলার লেবারার
(1) পদের নাম- স্টেনোগ্রাফার গ্রেড II
শিক্ষাগত যোগ্যতা: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনাকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং কম্পিউটারে জ্ঞান থাকতে হবে।
বেতন: এখানে প্রতি মাসে পে লেভেল 4 অনুযায়ী 25,500 – 81,100 টাকা করে বেতন দেওয়া হবে।
(2) পদের নাম- লোয়ার ডিভিশন ক্লার্ক
শিক্ষাগত যোগ্যতা: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনাকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং কম্পিউটারে জ্ঞান থাকতে হবে।
বেতন: এখানে প্রতি মাসে পে লেভেল 2 অনুযায়ী 19,900 – 63,200 টাকা করে বেতন দেওয়া হবে।
(3) পদের নাম- ট্যালি ক্লার্ক
শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে আপনাকে শুধুমাত্র মাধ্যমিক পাশ হতে হবে।
বেতন: এখানে প্রতি মাসে পে লেভেল 2 অনুযায়ী 19,900 – 63,200 টাকা করে বেতন দেওয়া হবে।
(4) পদের নাম- কুক
শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে আপনাকে শুধুমাত্র মাধ্যমিক পাশ হতে হবে।এছাড়াও এখানে চাকরি করতে হলে চাকরিপ্রার্থী অবশ্যই রান্নার কাজে দক্ষ হতে হবে।
বেতন: এখানে প্রতি মাসে পে লেভেল 2 অনুযায়ী 19,900 – 63,200 টাকা করে বেতন দেওয়া হবে।
(5) পদের নাম- MTS সাফাইওয়ালা
শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে আপনাকে শুধুমাত্র মাধ্যমিক পাশ হতে হবে।
বেতন: এখানে প্রতি মাসে পে লেভেল 1 অনুযায়ী 18,000 – 56,900 টাকা করে বেতন দেওয়া হবে।
(6) পদের নাম- অ্যাসিস্ট্যান্ট একাউন্ট
শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে চাকরিপ্রার্থীকে b.com ডিগ্রী পাস করতে হবে
বেতন: এখানে প্রতি মাসে পে লেভেল 4 অনুযায়ী 25,500 – 81,100 টাকা করে বেতন দেওয়া হবে।
(7) পদের নাম- MTS ওয়াচম্যান
শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে আপনাকে শুধুমাত্র মাধ্যমিক পাশ হতে হবে।
বেতন: এখানে প্রতি মাসে পে লেভেল 1 অনুযায়ী 18,000 – 56,900 টাকা করে বেতন দেওয়া হবে।
(8) পদের নাম- MTS মেসেঞ্জার
শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে আপনাকে শুধুমাত্র মাধ্যমিক পাশ হতে হবে।
বেতন: এখানে প্রতি মাসে পে লেভেল 1 অনুযায়ী 18,000 – 56,900 টাকা করে বেতন দেওয়া হবে।
(9) পদের নাম- কার্পেন্টার
শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে আপনাকে শুধুমাত্র মাধ্যমিক পাশ হতে হবে। এছাড়াও উক্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: এখানে প্রতি মাসে পে লেভেল 1 অনুযায়ী 18,000 – 56,900 টাকা করে বেতন দেওয়া হবে।
(10) পদের নাম- রেগুলার লেবারার
শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে আপনাকে শুধুমাত্র মাধ্যমিক পাশ হতে হবে।
বেতন: এখানে প্রতি মাসে পে লেভেল 1 অনুযায়ী 18,000 – 56,900 টাকা করে বেতন দেওয়া হবে।
বয়স: এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। এছাড়াও রিজাভ ক্যাটাগরি চাকরিপ্রার্থীরা সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। SC/ST চাকরিপ্রার্থীরা অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় পাবেন। OBC চাকরিপ্রার্থীরা অতিরিক্ত তিন বছর বয়সের ছাড় পাবেন। PWD জেনারেল চাকরিপ্রার্থীরা অতিরিক্ত 10 বছর বয়সের ছাড় পাবেন। PWD SC/ST চাকরিপ্রার্থীরা অতিরিক্ত 15 বছর বয়সের ছাড় পাবেন। PWD OBC চাকরিপ্রার্থীরা অতিরিক্ত 13 বছর বয়সের ছাড় পাবেন।
নিয়োগ পদ্ধতি: এখানে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে আপনার নিয়োগ হবে।
আবেদন পদ্ধতি: এখানে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনারা অফিশিয়াল নোটিফিকেশন টা ডাউনলোড করলে সেখানে আবেদনের ফরম টি পেয়ে যাবেন। সেটা ভালো করে প্রিন্ট আউট করে ফিলাপ করে দর্শন আপনার সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করে সেটি নিচের ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: আপনাকে নিচের দেওয়া ঠিকানায় আবেদনপত্রটি পাঠাতে হবে –
The Commandant, Embarkation Headquarters, 2nd Floor, Nav Bhavan Building, 10 R Kamani Marg, Ballard Estate, Mumbai-400 001.
আবেদনের শেষ তারিখ: আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনাকে 07.03.2022 তারিখের মধ্যে আবেদনপত্রটি জমা করে দিতে হবে।
এটি কেন্দ্র সরকারের স্থায়ী চাকরি তাই এখানে চাকরি করতে আগ্রহী হলে চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য আপনারা নিচের দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন টা ডাউনলোড করলে ভালো করে জেনে নিতে পারবেন।
বর্তমান পশ্চিমবঙ্গের যেসব চাকরির আবেদন চলছে বিস্তারিত জানুন:CLICK HERE