মাধ্যমিক পাশে ভারতীয় রেলওয়ের প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং মাধ্যমিক পাশ করে চাকরি করতে চান তাহলে আপনি এই খবরটি বিস্তারিত ভাবে জেনে নেবেন। এখানে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য অফিশিয়াল নোটিফিকেশন গুলো নিচে দেওয়া হল। এখানে পুরুষ ও মহিলা সকল চাকরি প্রার্থীর আবেদন করতে পারবেন আপনি পশ্চিমবঙ্গের যে কোন জেলার স্থায়ী বাসিন্দা হল এখানে আবেদন করে ফেলুন।
বিজ্ঞপ্তি নাম্বার: ECoR/RRC/ Act Appr/2021
পদের নাম: মাধ্যমিক পাশে এখানে যেসব পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-
ফিটার,
ওয়েল্ডার,
ইলেকট্রিশিয়ান,
মেশিনিস্ট,
রেফ্রিজারেশান অ্যান্ড A.C. মেকানিক,
ওয়ারম্যান, কার্পেন্টার,
শীট মেটাল ওয়ার্কার,
পেইন্টার,
মেকানিক MV,
টার্নার,
D/MAN (MECH.),
D/MAN (Civil),
ইলেকট্রনিক Mech,
প্লাম্বার,
মেসন
বয়স: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার বয়স হতে 15 থেকে 24 বছরের মধ্যে। ST, SC চাকরি প্রার্থীরা 5 বছর বয়সের ছাড় পাবেন এবং OBC শ্রেনির চাকরি প্রার্থীরা অতিরিক্ত 3 বছর বয়সের ছাড় পাবে।
আবেদন পদ্ধতি: এখানে আপনাকে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করলে হবে লাল করে লগইন করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন মূল্য: জেনারেল ও ওবিসি চাকরিপ্রার্থীদের এখানে আবেদন মূল্য হিসেবে 100 টাকা দিতে হবে। এছাড়া ST, SC, PWD চাকরিপ্রার্থীদের এখানে কোনরকম আবেদন মূল্য দিতে হবে না।
শিক্ষাগত যোগ্যতা: আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে আপনাকে শুধুমাত্র মাধ্যমিক পাশ হতে হবে। এছাড়াও আপনাকে উক্ত বিষয়ে যথেষ্ট জ্ঞান থাকতে হবে বা আইটিআই থাকতে হবে।
মোট শূন্যপদ: এখানে মোট 756 টি শুন্য পদ রয়েছে।
যেসমস্ত ইউনিটে নিয়োগ করা হবে:
(1) CARRIAGE REPAIR WORKSHOP, MANCHESWAR, BHUBANESWAR.
(2) KHURDA ROAD DIVISION
(3) WALTAIR DIVISION
(4) SAMBALPUR DIVISION
আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ: এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 08.02.2022 তারিখ থেকে এবং আবেদন চলবে 07.03.2022 তারিখ পর্যন্ত।
আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে পড়ে তারপর আবেদন করবেন।