পশ্চিমবঙ্গে এই বছরেই 1 লক্ষ 16 হাজার প্রাইমারি , আপার প্রাইমারির ও হাইস্কুলে শিক্ষক নিয়োগ | WB 1 lakh 16 thousand teacher RECRUITMENT 2022

 

পশ্চিমবঙ্গের দীর্ঘদিন ধরে কোন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। এই পরিস্থিতিতে সমগ্র পশ্চিমবঙ্গের বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগের শূন্যপদ ফাঁকা রয়েছে। দীর্ঘ সাত বছর ধরে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া ঝুলে রয়েছে অন্যদিকে দীর্ঘ পাঁচ বছর ধরে SLST মাধ্যমিক লেভেল ও উচ্চ মাধ্যমিক লেভেলের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বন্ধ রয়েছে। পশ্চিমবঙ্গের প্রাইমারি স্কুলে প্রচুর শূন্য পদ রয়েছে। এই পরিস্থিতিতে সমগ্র পশ্চিমবঙ্গে স্কুলে ছাত্র ও শিক্ষক অনুপাত এর উপর একটি সমীক্ষা করা হয় সমগ্র পশ্চিমবঙ্গের প্রায় 1 লক্ষ 16 হাজার শিক্ষক নিয়োগ শূন্যপদ ফাঁকা রয়েছে। পশ্চিমবঙ্গে অতি দ্রুতই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে।

সমগ্র পশ্চিমবঙ্গের প্রায় 10 লাখেরও বেশি ছাত্র-ছাত্রী d.el.ed ও b.ed ট্রেনিং সম্পন্ন করেছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকার প্রাইমারি হাই স্কুল গুলোতে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করে নতুন করে প্রচুর শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে খুব দ্রুতই এমনটাই জানা গিয়েছে।

11 লক্ষ শূন্যপদ ফাঁকা

ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি পশ্চিমবঙ্গে কোন শিক্ষক নিয়োগের পরীক্ষা হলে তা কোনো না কোনোভাবে আইনি জটিলতায় জড়িয়ে পড়ে এবং দীর্ঘদিন ধরে আটকে থাকে নিয়োগ প্রক্রিয়া। এই পরিস্থিতিতে সমগ্র পশ্চিমবঙ্গের প্রত্যেকটি স্কুলেই ইউনেস্কো আমাদের সমগ্র ভারতবর্ষের উপর একটি সমীক্ষা করেছে। সমীক্ষা করা হয়েছে প্রতিটি স্কুলের ছাত্র-ছাত্রী সংখ্যা এবং শিক্ষকের সংখ্যার উপরে। ইউনেস্কো প্রকাশিত সংস্থাটি যে সমীক্ষা করেছিল তার নাম ছিল নো টিচারস, নো ক্লাস’  এখানে দেখা যাচ্ছে সমগ্র ভারতবর্ষে প্রায় 11 লক্ষেরও বেশি শিক্ষকের পদ ফাঁকা রয়েছে। যার মধ্যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ শিক্ষক নিয়োগের শূন্যপদের নিরিখে রয়েছে তৃতীয় স্থানে। যেখানে মোট শূন্যপদ রয়েছে 1 লক্ষ 16 হাজার। আমাদের দেশে এখনো এমন অনেক স্কুল রয়েছে যেখানে শুধুমাত্র একটি শিক্ষক রয়েছে। শূন্যপদের নিরিখে আমাদের পশ্চিমবঙ্গ রয়েছে তৃতীয় স্থানে, প্রথম স্থানে রয়েছে উত্তর প্রদেশ ও দ্বিতীয় স্থানে রয়েছে বিহার। NCTE নিয়ম অনুযায়ী প্রাইমারি ও আপার প্রাইমারিতে প্রতি 30 জন ছাত্র পিছু একজন শিক্ষক এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে প্রতি 40 জন ছাত্র পিছু একজন শিক্ষকের প্রয়োজন।

পশ্চিমবঙ্গে 1 লক্ষ 16 হাজার শিক্ষক নিয়োগ 

সমীক্ষায় দেখা যাচ্ছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে মোট স্কুল রয়েছে 97828 টি। যেখানে সব মিলিয়ে মোট শূন্যপদ রয়েছে 1,16,000 হাজারের বেশি। এত পরিমাণে শিক্ষকের ঘাটতি রয়েছে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার দিনের পর দিন পিছিয়ে পড়ছে। ইতিমধ্যে আরও দেখা যাচ্ছে গ্রাম অঞ্চলের স্কুলগুলোতে শিক্ষকের শূন্য পদের সংখ্যা বেশি। গ্রাম অঞ্চল গুলি থেকে শিক্ষক-শিক্ষিকারা ট্রানস্ফার নিয়ে শহর অঞ্চলে চলে আসায় গ্রাম অঞ্চল গুলোতে শিক্ষক এর ঘাটতি আরো বেশি হয়েছে। এই বিপুল পরিমান শিক্ষকের ঘাটতি মেটানোর জন্য 2022 সালে প্রাইমারি ও নতুন করে SLST শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হবে বলে জানা যাচ্ছে।

খুব দ্রুতই হবে নিয়োগ 

শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক কিংকর অধিকারী বলেন- কিছুদিন আগে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী ঘোষণা করেছিলেন রাজ্যে এবার থেকে প্রতিবছরই শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে এবং প্রতি বছরই নিয়োগ করা হবে। এই ঘোষনা দীর্ঘদিন হয়ে গেলেও রাজ্য প্রচুর পরিমাণে শিক্ষক নিয়োগের শূন্যপদ ফাঁকা রয়েছে এবং শিক্ষক নিয়োগ নিয়ে কোনো উদ্যোগ দেখাচ্ছেনা রাজ্য সরকার। তিনি আরো বলেন আমরা জোরালো ভাবে রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছি, প্রতিবছর রাজ্যে স্বচ্ছতার সঙ্গে নিয়মিত শিক্ষক শিক্ষা কর্মী নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে।

তবে জানা যাচ্ছে রাজ্যে খুব শীঘ্রই আবারো রাজ্যের নতুন করে প্রাইমারি টেট ও SLST শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হবে খুব তাড়াতাড়ি। আপনি যদি পশ্চিমবঙ্গের প্রাইমারি, আপার প্রাইমারি বা হাই স্কুলের শিক্ষক হতে চান তাহলে অবশ্যই আপনি আপনার প্রস্তুতি চালিয়ে যান ।

MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

Leave a Comment