পশ্চিমবঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে গ্রুপ ডি ও গ্রুপ সি পদে কর্মী নিয়োগ | WB GROUP-C and Group-D Recruitment 2022

 পশ্চিমবঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় সুখবর । মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে রাজ্যে গ্রুপ ডি গ্রুপ ও সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি যদি সরকারি চাকরির খোঁজ করে থাকেন তাহলে আপনি অবশ্যই এই খবরটি শেষ পর্যন্ত পড়ুন। এখানে মাধ্যমিক পাশে বিভিন্ন পদে গ্রুপ ডি ও উচ্চ মাধ্যমিক পাশে গ্রুপ-সি পদে কর্মী নিয়োগ করা হবে। আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নোটিফিকেশন গুলো নিচে দেওয়া থাকবে যেখান থেকে আপনারা ভালো করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন।


পদের নাম:
এখানে প্রচুর পরিমাণে গ্রুপ ডি ও গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে। গ্রুপ ডি ও গ্রুপ সি পদে যেসব কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-

1.ট্যালি ক্লার্ক (Tally Clerk)

2.MTS ওয়াচম্যান (MTS- Watchman)

3.MTS সাফাইওয়ালা (MTS Safaiwala)

4.রাধুনি (Cook) 

5. হাউস কিপার (House Keeper)

1.ট্যালি ক্লার্ক (Tally Clerk)


শিক্ষাগত যোগ্যতা:
এখানে চাকরি করতে হলে আপনাকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। সঙ্গে আপনার কম্পিউটারে দক্ষ হতে হবে অথবা কম্পিউটারে জ্ঞান থাকতে হবে। আপনাকে ট্যালির কাজ জানতে হবে।


বেতন:
আপনি যদি এখানে চাকরি করেন তাহলে আপনাকে প্রতিমাসে পে লেবেল 2 অনুযায়ী 19,900/- 63,200/-টাকা করে বেতন দেওয়া হবে।

2.MTS ওয়াচম্যান (MTS- Watchman)


শিক্ষাগত যোগ্যতা:
এখানে চাকরি করতে হলে আপনাকে মাধ্যমিক পাশ হতে হবে।


বেতন
: আপনি যদি এখানে চাকরি করেন তাহলে আপনাকে প্রতিমাসে 18,000/- টাকা থেকে 56,900/- টাকা করে বেতন দেওয়া হবে।

3.MTS সাফাইওয়ালা (MTS Safaiwala)


শিক্ষাগত যোগ্যতা:
এখানে চাকরি করতে হলে আপনাকে শুধুমাত্র মাধ্যমিক পাস হতে হবে।


বেতন
: আপনি যদি এখানে চাকরি করেন তাহলে আপনাকে প্রতিমাসে 18,000/- টাকা থেকে 56,900/- টাকা করে বেতন দেওয়া হবে।

4. হাউসকিপার


শিক্ষাগত যোগ্যতা:
এখানে চাকরি করতে হলে আপনাকে শুধুমাত্র মাধ্যমিক পাস হতে হবে।


বেতন
: আপনি যদি এখানে চাকরি করেন তাহলে আপনাকে প্রতিমাসে 18,000/- টাকা থেকে 56,900/- টাকা করে বেতন দেওয়া হবে।

5. রাধুনী


শিক্ষাগত যোগ্যতা:
এখানে চাকরি করতে হলে আপনাকে মাধ্যমিক পাশ হতে হবে। সঙ্গে আপনার রান্নার কাজ জানতে হবে।


বেতন:
আপনি যদি এখানে চাকরি করেন তাহলে আপনাকে প্রতিমাসে 19,900/- টাকা থেকে 63,200/- টাকা করে বেতন দেওয়া হবে।


বয়স:
আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। আপনি যদি SC/ST ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত 5 বছর বয়সে ছাড় পাবেন। আপনি যদি OBC ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত 3 বছর বয়সের ছাড় পাবেন।


নিয়োগ পদ্ধতি:
এখানে আপনাকে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।


আবেদন পদ্ধতি:
আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে আবেদন করার আগে আপনারা অফিশিয়াল নোটিফিকেশন টা ডাউনলোড করবেন অফিশিয়াল নোটিফিকেশন এর মধ্যে আবেদনের ফরম টি পেয়ে যাবেন। আবেদনের ফরম টি ভালো করে ফিলাপ করে তার সঙ্গে আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট সংযুক্ত করে সেটির নিচের দেওয়া ঠিকানায় পাঠাতে হবে।


আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
Commandant Embarkation Headquarters, 246 AJC Bose Road, Alipore, Kolkata-700027. 


আবেদনের শেষ তারিখ:
আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনাকে 25 ফেব্রুয়ারি 2022 তারিখের মধ্যে আবেদন করে ফেলতে হবে।

আপনি যদি এখানে আবেদন করতে আগ্রহী হন তাহলে অবশ্যই নিচের দেওয়া বোস এর নোটিফিকেশন টা ডাউনলোড করে ভালো করে পড়ুন তারপর আবেদন করুন।

OFFICIAL NOTICE:CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
APPLICATION FORM:CLICK HERE
চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

Leave a Comment