পশ্চিমবঙ্গের সরকারি স্কুলের গ্রুপ ডি ও শিক্ষক পদে কর্মী নিয়োগ | WB School Group-D and Teacher Recruitment 2022

 

পশ্চিমবঙ্গের স্কুলের সরাসরি শিক্ষক ও গ্রুপ ডি পদে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কর্মী নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের সরকার প্রসিত বাংলা মিডিয়াম স্কুলে। এখানে পশ্চিমবঙ্গের 23 টি জেলার প্রতিটি বাসিন্দা আবেদন করতে পারবেন। আপনি যদি পুরুষ অথবা মহিলা চাকরিপ্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি এখানে চাকরি করার সুযোগ পাবেন। এখানে গ্রুপ ডি পদে চাকরি করতে গেলে আপনাকে অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং আপনি যদি স্কুলের শিক্ষক হতে চান তাহলে আপনাকে শিক্ষক হওয়ার সমস্ত যোগ্যতা অর্জন করতে হবে। আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নোটিফিকেশন গুলো নিচে ভালো করে দেওয়া হলো যেগুলো দেখে নেবেন।


পদের নাম:
হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা নিয়োগ এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ।

গ্রুপ ডি নিয়োগ


শিক্ষাগত যোগ্যতা:
এখানে চাকরি করতে হলে আপনাকে অবশ্যই অষ্টম শ্রেণী পাস হতে হবে।


বয়স:
এখানে চাকরি করতে হলে আপনার বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। রিজাভ ক্যাটাগরির প্রার্থীরা সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।


বেতন:
রোপা 2019 অনুযায়ী যে সরকারি বেতন কাঠামো আছে সেই অনুযায়ী আপনাদের এখানে বেতন দেওয়া হবে।

বাংলা শিক্ষক নিয়োগ


শিক্ষাগত যোগ্যতা:
এখানে চাকরি করতে হলে আপনাকে বাংলা বিষয়ের উপরে গ্রাজুয়েশন পাস অথবা এমএ পাস করতে হবে এবং আপনাকে অবশ্যই b.ed ডিগ্রী করা থাকতে হবে।


বয়স:
এখানে চাকরি করতে হলে আপনার বয়স হতে হবে 20 থেকে 40 বছরের মধ্যে। রিজাভ ক্যাটাগরির প্রার্থীরা সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।


বেতন:
রোপা 2019 অনুযায়ী যে সরকারি বেতন কাঠামো আছে সেই অনুযায়ী আপনাদের এখানে বেতন দেওয়া হবে।

ইংরেজি শিক্ষক নিয়োগ


শিক্ষাগত যোগ্যতা:
এখানে চাকরি করতে হলে আপনাকে ইংরেজি বিষয়ের উপরে গ্রাজুয়েশন পাস অথবা এমএ পাস করতে হবে এবং আপনাকে অবশ্যই b.ed ডিগ্রী করা থাকতে হবে।


বয়স:
এখানে চাকরি করতে হলে আপনার বয়স হতে হবে 20 থেকে 40 বছরের মধ্যে। রিজাভ ক্যাটাগরির প্রার্থীরা সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।


বেতন
: রোপা 2019 অনুযায়ী যে সরকারি বেতন কাঠামো আছে সেই অনুযায়ী আপনাদের এখানে বেতন দেওয়া হবে।

ইতিহাস শিক্ষক নিয়োগ


শিক্ষাগত যোগ্যতা:
এখানে চাকরি করতে হলে আপনাকে ইতিহাস বিষয়ের উপরে গ্রাজুয়েশন পাস অথবা এমএ পাস করতে হবে এবং আপনাকে অবশ্যই b.ed ডিগ্রী করা থাকতে হবে।


বয়স
: এখানে চাকরি করতে হলে আপনার বয়স হতে হবে 20 থেকে 40 বছরের মধ্যে। রিজাভ ক্যাটাগরির প্রার্থীরা সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।


বেতন
: রোপা 2019 অনুযায়ী যে সরকারি বেতন কাঠামো আছে সেই অনুযায়ী আপনাদের এখানে বেতন দেওয়া হবে।


আবেদন পদ্ধতি
: স্কুলের সেক্রেটারি নিকট আপনাকে 15 দিনের মধ্যে আবেদনপত্রটি পাঠাতে হবে। আবেদনপত্রটি আপনারা পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে পারেন।


আবেদন করার সময় আপনারা যে সব ডকুমেন্ট জমা দেবেন:
আবেদনপত্রের সঙ্গে নিচের দেওয়া ডকুমেন্টসগুলো সেল্ফ অ্যাটেস্টেড করে জমা দিতে হবে-

আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস
মাধ্যমিকের এডমিট কার্ড
আধার কার্ড/ভোটার কার্ড
আপনার পাসপোর্ট সাইজের ফটো
এছাড়া অন্যান্য সার্টিফিকেট থাকলে জমা দিতে পারেন।


আবেদনপত্র জমা দেওয়ার স্থান:
Ushagram Boys’ High School (H.S.), Ushagram, Asansol-713 303, Dist.-Paschim Bardhaman, Mob.7717782152

এখানে চাকরি করতে হলে আপনি নিচের দেওয়া বিজ্ঞপ্তিতে ভালো করে পড়ে তবেই আবেদন করবেন।

OFFICIAL NOTICE:CLICK HERE


MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

Leave a Comment