WB Primary Tet: 2017 তে পাস করা ক্যান্ডিডেটদের মধ্যে 3000 নিয়োগ ও 2022 এর নতুন টেটের বিজ্ঞপ্তি

 

ইতিমধ্যে 2017 সালে প্রাইমারি টেট এর রেজাল্ট বেরিয়ে গেছে এবং কিছুদিন পরে প্রাইমারি টেটের শিক্ষাবোর্ডের তরফ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি জারি করে নিয়োগের দরখাস্ত গ্রহণ করা শুরু হবে ।2017 প্রাইমারি টেট পাস করা ক্যান্ডিডেটদের মধ্যে 3000 শিক্ষক নিয়োগ করা হবে এমনটাই জানা গিয়েছে নবান্ন সূত্রে। প্রাইমারি টেট পরীক্ষার রেজাল্ট বেরোনোর পরে যারা পাস করেছে তারা সকলেই আশাবাদী প্রতিটি ক্যান্ডিডেট চাকরি পাবে। তবে নবান্ন সূত্রে জানানো হয়েছে 2014 সালের প্রাইমারি টেটের থেকে প্রায় সাড়ে 16 হাজার নিয়োগ করা হয়েছে এই মুহূর্তে রাজ্যের প্রাইমারি শিক্ষক পদ তুলনামূলকভাবে ফাঁকা নেই। তাই সামান্য সংখ্যক নিয়োগ করা হবে।

কিছুদিন আগে পর্ষদ সভাপতি মানিক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন টেট পাস করা মানেই চাকরি নয়। এই নিয়োগ করার জন্য পর্ষদ এখনো পর্যন্ত প্রস্তুত নয়। 2017 সালের প্রাইমারি টেট পাস করা ক্যান্ডিডেট হলো 9896 জন যার মধ্যে প্রথম পর্যায়ে নিয়োগ করা হবে 3000 জনকে। তবে এখনো অফিশিয়ালি ভাবে জানানো হয়নি এটি নবান্ন সূত্রে খবর পাওয়া গিয়েছে এবং যেটা সর্বপ্রথম জানা গিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে।

ইতিমধ্যেই রাজ্য সরকার জানিয়েছে প্রতিবছরই টেট পরীক্ষা নেওয়া হবে। তাই নতুন করে আবারও 2022 এর টেট পরীক্ষা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে যতদূর জানা গিয়েছে 2022 সালের মধ্যেই আবার নতুন করে টেট এর ফরম ফিলাপ হবে। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি 2017 সালে প্রাইমারি টেট পরীক্ষায় বসতে পারেনি বহু চাকরিপ্রার্থী যারা d.el.ed ট্রেনিং সম্পূর্ণ করেছিল। তাই তারা আইনের দ্বারস্থ হয়েছিল এবং সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে পশ্চিমবঙ্গের 2022 সালের শেষের দিকে নতুন করে আবার টেটের বিজ্ঞপ্তি বের করতে হবে।

এ বছর নতুন টেটে d.el.ed চাকরিপ্রার্থীরা বসতে পারবে। তবে b.ed রা রাজ্যের টেটে বসতে পারবে কিনা তা নিয়ে বিরাট সংশয় রয়েছে এবং যেটি আইনিভাবে ঝুলে রয়েছে কোর্টে। b.ed রা নতুন টেটে বসতে পারবে কিনা সেটা কোর্টের নির্দেশ আসলেই জানতে পাওয়া যাবে। তবে NCTE নিয়ম অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এখন থেকে d.el.ed ও b.ed সকলেই প্রাইমারি টেট পরীক্ষায় বসার সুযোগ পাবে।

বর্তমান পশ্চিমবঙ্গের যেসব চাকরির আবেদন চলছে বিস্তারিত জানুন:CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

Leave a Comment