পশ্চিমবঙ্গের কর্মতীর্থ প্রকল্পের মাধ্যমে নিজের এলাকায় কাজের সুযোগ | WB Karma Tirtha Scheme Direct Recruitment 2022

 

পশ্চিমবঙ্গ সরকার কর্মতীর্থ প্রকল্পের মাধ্যমে বেকার যুবক-যুবতীদের কাজের সন্ধান করে দেওয়ার জন্য আবেদনপত্র গ্রহণ প্রক্রিয়া শুরু করেছে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং বেকার হয়ে ঘুরে বেড়ান কাজের সন্ধানে তাহলে এটি আপনার জন্য অবশ্যই দারুন একটি সুখবর। পশ্চিমবঙ্গের 23 টি জেলার এই প্রকল্প চালু হয়েছে। আপনি এখানে কাজের সুযোগ পাবেন নিজের জেলাতেই এমনকি নিজের এলাকাতে। কর্মতীর্থ প্রকল্পের মাধ্যমে আপনি যদি কাজে যুক্ত হন বা কাজ করতে চান তাহলে আপনার কাজের উন্নতির জন্য সমস্ত রকম আর্থিক সাহায্য ও অন্যান্য সাহায্য করবে পশ্চিমবঙ্গ সরকার সম্পূর্ণ বিনামূল্যে, এমন কি নানান ধরনের সুযোগ সুবিধা দিবে।

কর্মতীর্থ প্রকল্পের উদ্দেশ্য

রাজ্য সরকার আপনাকে স্বনির্ভর করে তোলার জন্য বা আপনি যদি কোন দোকান বা কোন অফিস খুলে কোন কাজে যুক্ত হতে চান তাহলে আপনাকে সরাসরি রাজ্য সরকার আর্থিক সাহায্য দিয়ে আপনাকে দোকানের জন্য স্টল বা অফিস করে দিবে রাজ্য সরকার। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতেই এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার বেকার যুবক-যুবতীদের আর্থিক সাহায্য দান করছেন। আপনি যদি এই প্রকল্পের সুবিধা করতে চান তাহলে আপনিও এটি করতে পারেন।

কর্মতীর্থগুলি যে যে কাজে ব্যবহার করা যাবে, তা হল

  • ক্ষুদ্র ও ছােট শিল্পোদ্যোগী/রেডিমেড পােশাক (ব্যক্তি অথবা ক্লাস্টার) নির্মাতা/স্বনির্ভর গােষ্ঠী/সমবায় বা শিল্প সমবায় সমিতি- এদের যে কোনও বাণিজ্যিক উৎপাদন বা বিক্রির কাজের জন্য।
  • কোনও ক্লাস্টার/স্বনির্ভর গােষ্ঠী/সমবায় সমিতি/শিল্প সমবায় সমিতি/গ্রামীণ স্ব-উদ্যোগী সংস্থা- এদের অফিস ঘরের জন্য ।
  • কোনও দাহ্য এবং বিস্ফোরক বস্তু কর্মতীর্থে রাখা যাবে না।

আবেদন পদ্ধতি

আপনি যদি এখানে আবেদন করতে আগ্রহী হন তাহলে আপনি অনলাইনে বা অফলাইনে দুটো পদ্ধতিতেই আবেদন করতে পারেন । এখানে আবেদন করতে হলে আপনাকে নির্দিষ্ট ফরম্যাটে আবেদনপত্র শুধুমাত্র কর্মতীর্থ পাের্টালে অনলাইনে (www.wbkarmatirtha.org) অথবা, অফলাইনে মুখবন্ধ খামে ভরে ব্লক ডেভলপমেন্ট অফিসারকে জমা দিতে হবে। আবেদনপত্র ওয়েবসাইট থেকে ডাউনলােড করা যাবে অথবা সরাসরি বিডিও অফিস থেকে সংগ্রহ করা যাবে।


আবেদন গ্রহণের শেষ তারিখ: 
অফিশিয়াল নোটিফিকেশনে এখানে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল 24-12-2021 কিন্তু সেটা বৃদ্ধিপ্রাপ্ত করা হয়েছে এবং বর্তমানে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 24 জানুয়ারি 2022 ।



জেলায় কর্মতীর্থগুলিতে কোথায় কত ফাঁকা স্টল আছে, তা জানা যাবে কর্মতীর্থ পাের্টাল (www.wbkarmatirtha.org এগিয়ে বাংলা (www.wb.gov.in) এবং www.myenterprisewb.in পাের্টালে।

এই ব্যাপারে আরও বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য আপনারা নিচের দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন টা ডাউনলোড করে ভালো করে জেনে নিতে পারবেন। নিচে অফিশিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক দেওয়া আছে যেখানে ক্লিক করে আপনার বিস্তারিত তথ্য সংগ্রহ করে নিতে পারবেন।
OFFICIAL NOTICE: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE

Leave a Comment