পশ্চিমবঙ্গের প্রাইমারি স্কুল ও হাইস্কুলে সরাসরি শিক্ষক নিয়োগ | WB Primary and High school Direct Teacher Recruitment

 

কিছুদিন ধরেই পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে একের পর এক প্রাইমারি আপার প্রাইমারি ও হাইস্কুলে প্রচুর শিক্ষক নিয়োগ করা হচ্ছে। আবারো আজ নতুন একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে যেখানে বলা হয়েছে প্রাইমারি স্কুল ও সেকেন্ডারি স্কুল অর্থাৎ হাই স্কুলে বিভিন্ন বিষয়ে টিচার নিয়োগ করা হবে । আপনি পশ্চিমবঙ্গের যেকোন স্থানের বাসিন্দা হলেই এখানে আপনি আবেদন করার সুযোগ পাবেন। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং স্কুলে চাকরি করা সমস্ত যোগ্যতা অর্জন করে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করুন। এখানে d.el.ed ও b.ed সকলেই আবেদনযোগ্য।


পদের নাম :
এখানে প্রাইমারি ও হাইস্কুলে শিক্ষক নিয়োগ করা হবে।

যেসব বিষয়ের শিক্ষক নিয়োগ করা হবে:


প্রাইমারি (i to v):
এখানে নার্সারি থেকে শুরু করে প্রাইমারি প্রতিটি বিষয়েই শিক্ষক নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনাকে অবশ্যই গ্রাজুয়েশন পাস করতে হবে। এছাড়াও এখানে চাকরি করতে হলে আপনার অবশ্যই d.el.ed বা b.ed ডিগ্রী থাকতে হবে।


বয়স:
আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার বয়স হতে হবে 20 থেকে 40 বছরের মধ্যে।


SECONDARY SCHOOL (হাই স্কুল) :
এখানে যেসব বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে সেগুলি হল-
ফিজিক্যাল সাইন্স


শিক্ষাগত যোগ্যতা:
আপনি যদি এখানে শিক্ষক হতে চান তাহলেও আপনাকে গ্রাজুয়েশন পাস ও মাস্টার ডিগ্রী পাস থাকতে হবে এবং আপনার অবশ্যই b.ed ডিগ্রী থাকতে হবে।


বেতন:
এখানে আপনাকে আপনার কাজের যোগ্যতা অনুযায়ী উপযুক্ত বেতন দেওয়া হবে।


নিয়োগ স্থান:
SETH SOORAJMULL JALAN BALIKA VIDYALAYA, Chittaranjan Avenue, Barabazar, Kolkata- 700007

আপনি যদি এখানে আবেদন করতে আগ্রহী হন তাহলে আবেদন করার আগে অবশ্যই আপনি নিচের কন্টাক্ট নাম্বার গুলোতে ফোন করে আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারেন। আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে আপনি অবশ্যই বিস্তারিত তথ্য গুলো জেনে নিবেন। বিজ্ঞপ্তিতে আবেদন পদ্ধতি ও নিয়োগ পদ্ধতি সম্বন্ধে তেমন কিছু বলা হয়নি তাই আপনি ফোন করলে অবশ্যই কিভাবে আবেদন করতে হবে এবং কিভাবে নিয়োগ হবে সে সম্বন্ধেও বিস্তারিত তথ্য সংগ্রহ করে নিবেন।


Contact-03322413749/6289324511(Primary)
9674352506(Secondary)


Email Id-
hr.jalanschoolprimary@gmail.com / ssjbvsec@gmail. com

Source: aisamay Newspaper 
MORE JOB NEWS: CLICK HERE

Leave a Comment