পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং উচ্চমাধ্যমিক পাশ বা গ্রাজুয়েশন পাস করে থাকেন তাহলে আপনার চাকরির বিরাট বড় সুযোগ রয়েছে। ভারতীয় পাট কর্পোরেশনের পশ্চিমবঙ্গে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে সমস্ত প্রার্থীরাই চাকরির জন্য আবেদন করতে পারবেন। আপনি যদি এখানকার বাসিন্দা হয়ে থাকেন এবং চাকরির খোঁজ করে থাকেন তাহলে এটি আপনার জন্য অবশ্যই বিশাল বড় সুখবর। আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে যাত্রী সম্বন্ধে বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নোটিফিকেশন নিচে দেওয়া আছে যেখান থেকে আপনার বিস্তারিত জেনে নিতে পারবেন।
প্রতিটি পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স ও বেতন
1. পদের নাম: জুনিয়ার ইন্সপেক্টর
শিক্ষাগত যোগ্যতা: আপনি যদি জুনিয়র ইন্সপেক্টর পদে চাকরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে।
বয়স: এখানে চাকরি করতে হলে আপনার বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। আপনি যদি OBC প্রার্থী হয়ে থাকেন তাহলে অতিরিক্ত 3 বছর বয়সের ছাড় পাবেন। আপনি যদি SC/ST প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় পাবেন। আপনি যদি p.w.d. প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত 10 বছর বয়সের ছাড় পাবেন।
বেতন: আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে আপনি প্রতিমাসে 21,500/- টাকা থেকে 86,500/- টাকা পর্যন্ত বেতন পাবেন।
2. পদের নাম: জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট
শিক্ষাগত যোগ্যতা: আপনি যদি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে গ্রাজুয়েশন পাস হতে হবে। সঙ্গে আপনার কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
বয়স: এখানে চাকরি করতে হলে আপনার বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। আপনি যদি OBC প্রার্থী হয়ে থাকেন তাহলে অতিরিক্ত 3 বছর বয়সের ছাড় পাবেন। আপনি যদি SC/ST প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় পাবেন। আপনি যদি p.w.d. প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত 10 বছর বয়সের ছাড় পাবেন।
বেতন: আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে আপনি প্রতিমাসে 21,500/- টাকা থেকে 86,500/- টাকা পর্যন্ত বেতন পাবেন।
3. পদের নাম: একাউন্টেন্ট
শিক্ষাগত যোগ্যতা: আপনি যদি একাউন্টেন্ট পদে চাকরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে M.COM পাস হতে হবে।
বয়স: এখানে চাকরি করতে হলে আপনার বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। আপনি যদি OBC প্রার্থী হয়ে থাকেন তাহলে অতিরিক্ত 3 বছর বয়সের ছাড় পাবেন। আপনি যদি SC/ST প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় পাবেন। আপনি যদি p.w.d. প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত 10 বছর বয়সের ছাড় পাবেন।
বেতন: আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে আপনি প্রতিমাসে 28,600/- টাকা থেকে 1,15,500/- টাকা পর্যন্ত বেতন পাবেন।
আবেদনের তারিখ: এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 24-12-2021 তারিখে এবং আবেদন প্রক্রিয়া চলবে 13-01-2022 তারিখ পর্যন্ত।
আবেদন প্রক্রিয়া: আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে অনলাইনে আবেদন করার লিংক দেওয়া আছে যেখানে ক্লিক করে আপনার সরাসরি আবেদন করতে পারেন।
আবেদন মূল্য: এখানে আবেদন করতে হলে আপনি যদি জেনারেল বা ওবিসি প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনাকে আবেদন ফি হিসেবে 200 টাকা দিতে হবে। আপনি যদি অন্যান্য সংরক্ষিত প্রার্থী হন তাহলে আপনাকে কোন রকম আবেদন মূল্য দিতে হবে না।
আবেদন করতে হলে আপনাকে যে সব ডকুমেন্ট দিতে হবে:
i. Valid E-Mail ID
ii. Valid Mobile No.
iii. Personal and Educational qualification details.
iv. Details of Debit Card/Credit Card/Net Banking for making fee ₹200/-, wherever applicable.
v. Scanned Copy of Recent Photograph (not more than 3 weeks old in jpg/jpeg format)
vi. Scanned Copy of Signature with Black/Blue ink pen.
vii. Scanned Copies of documents (in pdf format), as follows:
a) Documentary proof of Date of Birth (Matriculation/10th/12th /HSC/Birth Certificate)
b) Final/Provisional Degree/Certificate for H.S/Graduation/Post Graduation, as applicable
c) Appropriate Certificate in respect of reserved categories in prescribed format (OBC Non-Creamy Layer, SC, ST, EWS)
আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য আপনার নিচের দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন টি ডাউনলোড করে জেনে নিতে পারবেন ।