মাধ্যমিক পাসে BSF গ্রুপ সি কর্মী নিয়োগ | 10 Pass Group-C Recruitment

 

বর্ডার সিকিউরিটি ফোর্সে (BSF) গ্রুপ-সি-তে মাধ্যমিক পাশে বিভিন্ন পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি পশ্চিমবঙ্গ তথা ভারতের যেকোনো স্থানে বাসিন্দা হলেই এখানে আবেদন করতে পারবেন। এখানে আপনাকে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য অফিশিয়াল নোটিফিকেশন নিচে দেওয়া আছে যেগুলো ভালো করে পড়ে আবেদন করতে পারেন।


যেসব পদে কর্মী নিয়োগ করা হবে :

ASI (DM Gde-III)

HC (কার্পেন্টার)

HC (প্লাম্বার)

কনস্টেবল (নিকাশি)

কনস্টেবল (জেনারেটর অপারেটর)

কনস্টেবল (জেনারেটর মেকানিক)

কনস্টেবল (লাইনম্যান)


মোট শূন্যপদ
: এখানে মোট 72 টি শুন্য পদ রয়েছে।


আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ

এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 15 নভেম্বর 2021 তারিখ থেকে এবং আবেদন প্রক্রিয়া চলবে 29 ডিসেম্বর 2021 তারিখ পর্যন্ত ।


আবেদনের মূল্য :

জেনারেল/ওবিসি প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনাকে আবেদনের জন্য আবেদনের ফি – ১০০ টাকা। SC/ST/Ex-Servicemen ক্যাটাগরির প্রার্থীদের কোনরকম আবেদন ফি দিতে হবে না।


নিয়োগ পদ্ধতি :

এখানে আপনাকে প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে। এরপর আপনার সমস্ত শিক্ষাগতযোগ্যতার ডকুমেন্টস ও অন্যান্য ডকুমেন্ট যাচাই করা হবে। তারপর আপনার শারীরিক টেস্ট ও মেডিকেল টেস্টের মাধ্যমে আপনার নিয়োগ হয়ে যাবে।

বয়স : আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে। আপনি যদি SC/ST ক্যাটাগরির হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় পাবেন। আপনি যদি OBC ক্যাটাগরির হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত তিন বছর বয়সে ছাড় পাবেন।


আবেদন পদ্ধতি:
আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনাকে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনারা আবেদন করতে পারবেন নিচের দেওয়া অফিশিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক থেকে-

অফিশিয়াল ওয়েবসাইট: ectt.bsf.gov.in
অফিশিয়াল নোটিফিকেশন:
 আপনারা চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য জানতে এবং কিভাবে আবেদন করবেন ও অন্যান্য সমস্ত কিছু অফিশিয়াল নোটিফিকেশন থেকে ভালো করে জেনে নিতে পারবেন।
APPLY NOW: CLICK HERE
চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

Leave a Comment