পশ্চিমবঙ্গের একটি স্কুলে প্রাইমারি থেকে শুরু করে হাই স্কুল পর্যন্ত সমস্ত বিষয়ে শিক্ষক-শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোন জায়গার বাসিন্দা হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে TGT(Trained Graduate Teacher) ও PGT(Post Graduate Teacher) শিক্ষক নিয়োগ করা হবে। এখানে শিক্ষক নিয়োগের সঙ্গে সঙ্গে আরও গ্রুপ সি ও গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের প্রথম শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত(Nursery to xii) শিক্ষক নিয়োগ করা হবে। আপনি যদি স্কুলের শিক্ষক হতে চান তাহলে এই চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য জেনে নিন।
পোস্টের নাম: গ্রাজুয়েট ও পোস্ট গ্রাজুয়েট শিক্ষক শিক্ষিকা নিয়োগ (প্রাইমারি-TGT ও হাইস্কুলের-PGT শিক্ষক)। এখানে বিভিন্ন বিষয়ে প্রচুর শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে।
যেসব বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে: এখানে যেসব বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে সেগুলি হল-
- ইংরেজি
- অংক
- ইতিহাস
- ভূগোল
- বিজ্ঞান( Physics, Chemistry, Biology)
- Computer Science
- Commerce
- Psychology
- Art
- Yoga
- Music
উপরোক্ত বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে। এর সঙ্গে আরও যেসব কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-
- Lab Technician
- Office Assistant
- Hostel Warden for Boys & Girls.
আবেদনের তারিখ: এখানে 17-12-2021 তারিখের মধ্যে আবেদনপত্রটি জমা করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: আপনি যদি প্রাইমারি শিক্ষক(TGT) হতে চান তাহলে আপনাকে গ্রাজুয়েট হতে হবে সঙ্গে আপনার d.el.ed বা b.ed ট্রেনিং থাকতে হবে।
আপনি যদি পোস্ট গ্রাজুয়েট(PGT) অর্থাৎ হাইস্কুলের শিক্ষক হতে চান তাহলে আপনাকে পোস্ট গ্র্যাজুয়েশন পাশ করতে হবে আপনার নির্দিষ্ট সাবজেক্ট এর উপরে এবং সঙ্গে b.ed ডিগ্রী থাকতে হবে।
দক্ষতা: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনাকে আপনার নির্দিষ্ট বিষয়ে যথেষ্ট জ্ঞান থাকতে হবে এবং পড়ানোর দক্ষতা থাকতে হবে।
বয়স: এখানে বয়সের কোনো উল্লেখ করা হয়নি। তবে স্কুলে চাকরির ক্ষেত্রে আপনার 20 বছর থেকে 40 বছরের মধ্যে বয়স হলেই আপনি চাকরির জন্য আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি: এখানে আপনাকে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনাকে সুন্দর একটি বায়ো ডাটা বানাতে হবে, এরপর এর সঙ্গে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফির লাগাতে হবে এবং সেল্ফ অ্যাটেস্টেড করে আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট কমার্স এর জেরক্স করে পিডিএফ তৈরি করে সেগুলো আপনাকে নিচের দেওয়া ইমেইল আইডির মাধ্যমে পাঠাতে হবে। এখানে আপনি যদি শর্ট লিস্টেড হন তাহলে আপনাকে আপনার ফোন নাম্বার বা ই-মেইল এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
Email ID- westendcbse@gmail.com অথবা,
westendhighschool.jhargram@rediff.com
আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে নিচের দেওয়া বিজ্ঞপ্তিটি দেখে নিন।