WB ICDS, PRIMARY and Upper Primary Teachers Recruitment | পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি, প্রাইমারি ও আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ

পশ্চিমবঙ্গে ডিজিটাল পদ্ধতিতে পড়াশোনার জন্য পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে প্রায় 19500 শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের উন্নতির জন্য এবং পড়াশুনার গতি আরও এগিয়ে নিয়ে যেতে ICDS, PRIMARY ও UPPER PRIMARY লেভেলের ছাত্র-ছাত্রীদের ক্লাস করানোর জন্য এই শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে “IS EDUCATION” এই সংস্থার তরফে। এখানে আপনি যদি নির্বাচিত হন তাহলে আপনাকে সংস্থা থেকে ল্যাপটপ দেওয়া হবে। এখানে আপনাকে ট্রেনিং করিয়ে তারপর সরাসরি চাকরি দেওয়া হবে । এই খবরটি প্রথম প্রকাশিত হয়েছে সংবাদ প্রতিদিন নিউজ পেপার এর প্রথম পাতায় 12 ই নভেম্বর। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং এই চাকরি করতে আগ্রহী হন তাহলে নিচে এই চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য দেওয়া আছে সেটি জেনে নিন।


নভেম্বর মাসে রাজ্যে কি কি চাকরির আবেদন চলছে


যেসব পোস্টে কর্মী নিয়োগ করা হবে :


পোস্ট এর নাম
– ICDS

আবেদন প্রার্থী :
এখানে শুধুমাত্র মহিলা প্রার্থীর আবেদন করতে পারবেন।

যোগ্যতা:
এখানে চাকরি করতে হলে আপনাকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে। সঙ্গে অবশ্যই আপনার একটি কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে।

বেতন:
আপনি যদি এখানে চাকরি করেন তাহলে আপনাকে এখানে প্রতি মাসে বেতন 5200/- টাকা দেওয়া হবে।

ট্রেনিং:
চাকরি পাওয়ার আগে আপনাকে নিজস্ব জেলায় 15 দিনের ট্রেনিং করতে হবে। সঙ্গে 3 মাস Demonstration এ থাকতে হবে।


পোস্ট এর নাম-
PRIMARY

আবেদন প্রার্থী :
পুরুষ ও মহিলা সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন।

যোগ্যতা:
এখানে চাকরি করতে হলে আপনাকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাস হতে হবে। সঙ্গে অবশ্যই আপনার একটি কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে।

বেতন:
আপনি যদি এখানে চাকরি করেন তাহলে আপনাকে এখানে প্রতি মাসে বেতন 8500/- টাকা দেওয়া হবে।

ট্রেনিং:
চাকরি পাওয়ার আগে আপনাকে নিজস্ব জেলায় 15 দিনের ট্রেনিং করতে হবে। সঙ্গে 3 মাস Demonstration এ থাকতে হবে।


পোস্ট এর নাম-
UPPER PRIMARY

আবেদন প্রার্থী :
পুরুষ ও মহিলা সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন।

যোগ্যতা:
এখানে চাকরি করতে হলে আপনাকে অবশ্যই স্নাতক পাস হতে হবে। সঙ্গে অবশ্যই আপনার অবশ্যই ইংরেজিতে দক্ষতা থাকতে হবে।

বেতন:
আপনি যদি এখানে চাকরি করেন তাহলে আপনাকে এখানে প্রতি মাসে বেতন 9500/- টাকা দেওয়া হবে।

ট্রেনিং:
চাকরি পাওয়ার আগে আপনাকে নিজস্ব জেলায় 15-20 দিনের ট্রেনিং করতে হবে। সঙ্গে 3 মাস Demonstration এ থাকতে হবে।


আবেদন পদ্ধতি: এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনারা আবেদন করতে পারবেন www.iseducation.org.in এই ওয়েবসাইটে। আপনি যদি এই চাকরির জন্য আবেদন করেন তাহলে ডিসেম্বর মাসের মধ্যে আপনার নামের তালিকা প্রকাশিত হবে উপরোক্ত ওয়েবসাইটে।

এছাড়াও আপনারা চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও আপনাদের কি কি কাজ করতে হবে সে ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন।


বিস্তারিত তথ্য জানুন :  CLICK HERE


Official Website: CLICK HERE

APPLY NOW: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

8 thoughts on “WB ICDS, PRIMARY and Upper Primary Teachers Recruitment | পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি, প্রাইমারি ও আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ”

Leave a Comment