আবারো পশ্চিমবঙ্গের হাই স্কুলে (v to xii) শিক্ষক নিয়োগ করা হচ্ছে। এখানে বিভিন্ন বিষয়ে সরাসরি শিক্ষক নিয়োগ করা হবে। আপনি যদি স্কুলে শিক্ষক হতে চান এবং শিক্ষক হওয়ার জন্য সমস্ত ডিগ্রী অর্জন করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে বিশাল বড় একটি সুখবর। পশ্চিমবঙ্গের নিয়োগ হতে যাচ্ছে শিক্ষক। আপনি পশ্চিমবঙ্গের যে কোনো স্থানের বাসিন্দা হলেই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের সরকার পোষিত বিভিন্ন হাই স্কুলে। আপনি যদি এখানে চাকরি পান তাহলে আপনি সম্পূর্ণ এসএসসি সমতুল্য মর্যাদা পাবেন । আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে দেওয়া আছে সেখান থেকে জেনে নিতে পারেন।
পদের নাম: বিভিন্ন বিষয়ের শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ।
যেসব বিষয়ে শিক্ষক নিয়োগ হবে:এখানে বিভিন্ন বিষয়ে শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ করা হবে। যেসব বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে সেগুলি হল –
- ইংরেজি
- বাংলা
- অংক
- কেমিস্ট্রি
- ফিজিকস
- বায়োলজি
- ইতিহাস
- কম্পিউটার
- ফিজিক্যাল এডুকেশন
- আরাবি
শিক্ষাগত যোগ্যতা: আপনি যদি শিক্ষক পদে আবেদন করতে চান তাহলে আপনাকে আপনার নির্দিষ্ট বিষয়ে BA/ B.COM/B.SC পাস হতে হবে সঙ্গে আপনার b.ed ডিগ্রী থাকতে হবে।
বয়স: আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার বয়স অবশ্যই 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
বেতন : ROPA 2019 অনুযায়ী যে বেতন কাঠামো আছে আপনাকে ঠিক সেরকম বেতন দেওয়া হবে ।
আবেদন পদ্ধতি : আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে ইমেইল আইডির মাধ্যমে আপনার বায়োডাটা ও আপনার অন্যান্য শিক্ষাগত যোগ্যতার মার্কশিট পিডিএফ করে পাঠাতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম টি নিচের ই-মেইলে জমা দিবেন –
Email ID: aammilonmore.eng2014@gmail.com
আবেদন সংক্রান্ত আরও তথ্য জানার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন নিচের এই ফোন নাম্বার গুলোতে-
ফোন নাম্বার : 7076097661/ 7001324609/ 8017281729
আবেদনপত্র জমা করার শেষ তারিখ: আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনাকে 7 ডিসেম্বর 2021 তারিখের আগে আপনার বায়ো ডাটা সহ আপনার সমস্ত ডকুমেন্টস ইমেইলের মাধ্যমে জমা করতে হবে।
আবেদন পত্রের সঙ্গে জমা করবেন : আপনি যদি চাকরি করতে আগ্রহী হন তাহলে আপনার সমস্ত শিক্ষাগতযোগ্যতার নাম্বার সহ আপনার ফটোকপি আপনার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড জেরক্স করে উপরিক্ত ঠিকানায় জমা করতে হবে।