পশ্চিমবঙ্গে পোস্ট অফিসে গ্রুপ সি ও গ্রুপ-ডি কর্মী নিয়োগ | Post Office Group-C and Group-D Recruitment

 পশ্চিমবঙ্গ সহ ভারতের আরো বিভিন্ন রাজ্যে পোস্ট অফিসে প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে। কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। এখানে নিয়োগ করা হবে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে। শুধুমাত্র মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। আপনি যে পোস্ট অফিসে চাকরি করতে চান তাহলে নিচে বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নোটিফিকেশন দেওয়া আছে, ভালো করে পড়ে তবে আবেদন করবেন।


কোন কোন পদে নিয়োগ করা হবে: 
এখানে যেসব বিষয় নিয়োগ করা হবে সেগুলি হল

  • পোস্টাল অ্যাসিস্ট্যান্ট
  • পোস্টম্যান
  • MTS
  • সর্টিং অ্যাসিস্ট্যান্ট


নিয়োগ স্থান:
তিনটি রাজ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ, বিহার ও জম্বু কাশ্মীরের। আপনি যে স্থানের বাসিন্দা সেখানেই আবেদন করতে পারেন। আপনি পশ্চিমবঙ্গে আবেদন করলে পশ্চিমবঙ্গে আপনার চাকরি হবে, আপনি যদি পশ্চিমবঙ্গের বাইরে আবেদন করতে চান তাহলে আপনার পশ্চিমবঙ্গের বাইরে চাকরি হবে।


মোট শূন্যপদ:
পশ্চিমবঙ্গে মোট শূন্যপদ রয়েছে-148টি।

বিহারে মোট শূন্যপদ রয়েছে-60টি।


বেতন:


পোস্টাল অ্যাসিস্ট্যান্ট/ 
সর্টিং অ্যাসিস্ট্যান্ট:
এখানে আপনাকে 25500/- টাকা থেকে 81100/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।


পোস্টম্যান:
আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনাকে 21700/- টাকা থেকে 69100/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।


MTS:
আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনাকে 18000/- টাকা থেকে 56900/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।


শিক্ষাগত যোগ্যতা:
MTS পদের জন্য আপনাকে মাধ্যমিক পাস হতে হবে এবং অন্যান্য সব পদগুলির জন্য আপনাকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।


নিয়োগ পদ্ধতি:
আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনাকে কোনরকম লিখিত পরীক্ষা দিতে হবে না। আপনাকে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে এবং আপনার যোগ্যতা বিচার করেই নিয়োগ করা হবে।


বয়স:


পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, পোস্টম্যান, সর্টিং অ্যাসিস্ট্যান্ট:
আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার বয়স 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। আপনি যদি SC/ST ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনাকে অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় দেওয়া হবে এবং আপনি যদি OBC ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনাকে অতিরিক্ত 3 বছর বয়সের ছাড় দেওয়া হবে।


MTS:
আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। আপনি যদি SC/ST ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনাকে অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় দেওয়া হবে এবং আপনি যদি OBC ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনাকে অতিরিক্ত 3 বছর বয়সের ছাড় দেওয়া হবে।

আবেদনের শেষ তারিখ: আপনি যদি পশ্চিমবঙ্গ থেকে আবেদন করতে চান তাহলে আপনাকে 24 ডিসেম্বর 2021 তারিখের মধ্যে আবেদন করতে হবে। আপনি যদি বিহারে আবেদন করতে চান তাহলে আপনাকে 30 ডিসেম্বর 2021 তারিখের মধ্যে আবেদন করতে হবে।

 এখানে চাকরি সম্বন্ধীয় ও অাবেদন সম্বন্ধীয় আরও বিস্তারিত তথ্য আপনারা অফিশিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। আপনারা যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে অফিশিয়াল নোটিফিকেশন গুলো ডাউনলোড করে ভালো করে পড়ে তবে আবেদন করবেন।


পশ্চিমবঙ্গ অফিশিয়াল নোটিফিকেশন: CLICK HERE

অন্যান্য রাজ্যের অফিশিয়াল নোটিফিকেশন:CLICK HERE

অফিশিয়াল ওয়েবসাইট:CLICK HERE


RECENT MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

2 thoughts on “পশ্চিমবঙ্গে পোস্ট অফিসে গ্রুপ সি ও গ্রুপ-ডি কর্মী নিয়োগ | Post Office Group-C and Group-D Recruitment”

Leave a Comment