পশ্চিমবঙ্গের সরকারি স্কুলে সরাসরি শিক্ষক নিয়োগ | WB School Teacher Recruitment

 

পশ্চিমবঙ্গের সরকারি স্কুলে শিক্ষক নিয়োগ করা হচ্ছে। শিক্ষক হওয়ার সুযোগ দিচ্ছে রাজ্যের একটি সরকারি স্কুল। আপনি যদি স্কুলে শিক্ষক হতে চান এবং শিক্ষক হওয়ার জন্য সমস্ত ডিগ্রী অর্জন করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে বিশাল বড় একটি সুখবর। পশ্চিমবঙ্গের একটি স্কুলে নিয়োগ হতে যাচ্ছে আংশিক সময়ের জন্য শিক্ষক। আপনি পশ্চিমবঙ্গের যে কোনো স্থানের বাসিন্দা হলেই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নোটিফিকেশন নিচে দেওয়া আছে সেখান থেকে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন।


পদের নাম:
বিভিন্ন বিষয়ের শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ।


যেসব বিষয়ে শিক্ষক নিয়োগ হবে:
এখানে তিনটি বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে। যেসব বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে সেগুলি হল –

  • জীবন বিজ্ঞান
  • ইংরেজি
  • কম্পিউটার


শিক্ষাগত যোগ্যতা:


ইংরেজি:
আপনি যদি ইংরেজির শিক্ষক হতে চান তাহলে অবশ্যই আপনাকে ইংরেজিতে গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশন করতে হবে এবং সঙ্গে আপনার b.ed ট্রেনিং থাকতে হবে।


জীবন বিজ্ঞান:
আপনি যদি জীবন বিজ্ঞানের শিক্ষক হতে চান তাহলে অবশ্যই আপনাকে জীবন বিজ্ঞান বা বায়োলজিতে অনার্স অথবা পোস্ট গ্রাজুয়েশন থাকতে হবে এবং সঙ্গে আপনার আপনার b.ed ট্রেনিং থাকতে হবে।


কম্পিউটার:
আপনি যদি কম্পিউটারের শিক্ষক হতে চান তাহলে অবশ্যই আপনাকে কম্পিউটার বিষয়ে অনার্স/ পিজি/এম.সি.এস./ বি.টেক/এম. টেক. এই সমস্ত ডিগ্রি গুলোর মধ্যে যেকোনো একটি ডিগ্রী থাকলেই আপনি এই কোর্সে আবেদন করতে পারবেন।


বয়স:
আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার বয়স অবশ্যই 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।


বেতন :
ROPA 2019 অনুযায়ী যে বেতন কাঠামো আছে আপনাকে ঠিক সেরকম বেতন দেওয়া হবে ।

 

স্কুলের নাম:
নিউ ব্যারাকপুর কলোনি বয়েজ হাই স্কুল(H.S)


আবেদন পদ্ধতি:
আবেদন করতে ইচ্ছুক প্রার্থীকে সমস্ত ডকুমেন্টস জেরক্স সেল্ফ অ্যাটেস্টেড করে স্কুলে ঠিকানায় পাঠাতে হবে আপনি সরাসরি স্কুলে গিয়ে অথবা পোস্ট অফিস এর মাধ্যমেও আপনার ডকুমেন্টস পাঠাতে পারেন।


আবেদনের শেষ তারিখ:
আবেদনপত্রটি পাঠাতে হবে 3 ডিসেম্বর 2021 তারিখ এর মধ্যে।


আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
নিউ ব্যারাকপুর কলোনি বয়েজ হাই স্কুল(H.S), পোঃ নিউ ব্যারাকপুর, জেলা: উত্তর 24 পরগনা।


স্কুলের ওয়েবসাইট:
www.nbcboys.org



স্কুলের ইমেইল আইডি:
nbcboys@gmail.com


ফোন নাম্বার:
2537-8228


নিয়োগ পদ্ধতি :
আপনি যদি এখানে আবেদন করেন তাহলে আপনাকে ইন্টারভিউর মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে ।

এছাড়াও আপনারা বিস্তারিত তথ্য নিচের দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন থেকে জেনে নিতে পারবেন । অফিশিয়াল নোটিফিকেশনটি অবশ্যই ডাউনলোড করে ভালো করে পড়ে নিবেন।

OFFICIAL NOTICE: CLICK HERE

MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

Leave a Comment