পশ্চিমবঙ্গের রূপশ্রী প্রকল্পে চাকরির জন্য কর্মী নিয়োগ | WB Rupashree prakalpa DEO Job Recruitment

 

পশ্চিমবঙ্গের জেলায় জেলায় শুরু হয়েছে রূপশ্রী প্রকল্পে চাকরির জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। রাজ্যের বিভিন্ন জেলায় এই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে। ইতিমধ্যেই রাজ্যের একটি জেলায় রুপশ্রী প্রকল্পের জন্য প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে অবশ্যই এই খবরটি শেষ পর্যন্ত দেখুন। এখানে শুধুমাত্র একটি জেলায় চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং রাজ্যের প্রায় প্রতিটি জেলাতে এই নিয়োগের বিজ্ঞপ্তি চালু হবে কিছুদিনের মধ্যেই। নিচে এই চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নোটিফিকেশন দেওয়া হলো, আবেদন করার আগে আপনারা অবশ্যই এগুলো ভালো করে দেখে নিবেন।


পদের নাম:
রূপশ্রী প্রকল্পের জন্য একাউন্টেন্ট ও ডাটা এন্ট্রি অপারেটর কর্মী নিয়োগ।


আবেদনের তারিখ:
আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে 6.12.2021 তারিখের মধ্যে আবেদনপত্রটি জমা করবেন।


বয়স:
চাকরি প্রার্থীর বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। আপনি যদি SC/ST ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় পাবেন এবং আপনি যদি OBC ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনি অতিরিক্ত 3 বছর বয়সের ছাড় পাবেন।


নিয়োগ স্থান:
এই চাকরির জন্য নিয়োগ করা হবে মুর্শিদাবাদ জেলায়।


মোট শূন্যপদ:
এখানে মোট 37 টি শূন্য পদ রয়েছে।


শিক্ষাগত যোগ্যতা:
আপনি যদি ডাটা এন্ট্রি পদে আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই গ্রাজুয়েশন পাস(B.A/B.SC) হতে হবে সঙ্গে আপনার কম্পিউটারের নলেজ থাকতে হবে।

আপনি যদি একাউন্টেন্ট হিসেবে কাজে যুক্ত হতে চান তাহলে অবশ্যই আপনাকে কমার্সে গ্রাজুয়েশন পাস(B.COM) করতে হবে এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে।


বেতন:
ডাটা এন্ট্রি অপারেটরের বেতন প্রতি মাসে 11000/- টাকা এবং একাউন্টেন্টের বেতন প্রতি মাসে 15000/- টাকা।


আবেদন পদ্ধতি:
এখানে আপনাকে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে আবেদনের ফরম দেওয়া আছে সেটি ডাউনলোড করে ভালো করে ফিলাপ করে তার সঙ্গে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস ও পাসপোর্ট সাইজের ফটো দিয়ে খামে ভরে SDO অফিসে জমা দিতে হবে।


কি কি ডকুমেন্ট জমা দেবেন:
আপনার নিম্নলিখিত ডকুমেন্টগুলো সেল্ফ অ্যাটেস্টেড করে ফরমের সঙ্গে জমা দিবেন-

  • মাধ্যমিকের এডমিট কার্ড
  • ভোটার কার্ড /আধার কার্ড /রেশন কার্ড
  • আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট
  • কম্পিউটার সার্টিফিকেট
  • দুটো পাসপোর্ট সাইজের ফটো
  • প্রয়োজনীয় ডাকটিকিট সহ দুটি স্ব-ঠিকানা খাম আবেদনপত্রের সাথে জমা দিতে হবে


সিলেকশন পদ্ধতি:
ডাটা এন্ট্রি অপারেটরের (DEO) জন্য আপনাকে প্রথমে 40 নাম্বারের একটি লিখিত পরীক্ষা দিতে হবে। এরপর আপনার 50 নম্বরের কম্পিউটার টেস্ট দিতে হবে এবং 10 নাম্বারের ইন্টারভিউ দিতে হবে। এরপর আপনাকে আপনার Rank অনুযায়ী অনুযায়ী short-listed করে সিলেকশন করা হবে।

Accountant জন্য আপনাকে প্রথমে 50 নাম্বারের একটি লিখিত পরীক্ষা দিতে হবে। এরপর আপনার 40 নম্বরের কম্পিউটার টেস্ট দিতে হবে এবং 10 নাম্বারের ইন্টারভিউ দিতে হবে। এরপর আপনাকে আপনার Rank অনুযায়ী অনুযায়ী short-listed করে সিলেকশন করা হবে।

আপনারা বিস্তারিত সিলেবাসটি অফিশিয়াল নোটিফিকেশন থেকে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা বিস্তারিত তথ্য অফিশিয়াল নোটিফিকেশন থেকে জেনে নিতে পারবেন।

OFFICIAL NOTICE: CLICK HERE

APPLICATION FORM: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE

MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

Leave a Comment