ভারতীয় রেলে মাধ্যমিক পাস যোগ্যতায় 9000 শূন্যপদে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ | Railway RPF Recruitment 2023

দেশের প্রতিটি প্রান্তের বেকার চাকরিপ্রার্থীদের জন্য বিরাট নিয়োগের সুখবর। ভারতীয় রেলের অধীনে আবারও একসঙ্গে কয়েক হাজার শূন্যপদে কর্মী নিয়োগ হতে চলেছে। কিছুদিন আগেই Railway Protection Force(RPF) এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এবং সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে এখানে সংশ্লিষ্ট পদে ন্যুনতম দশম শ্রেণী উত্তীর্ণ হয়ে থাকলেই আবেদন করা যাবে। আর যেহেতু সারা দেশ জুড়ে এই নিয়োগ চলবে তাই দেশের যে কোনো জায়গা থেকে পুরুষ মহিলা উভয় চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। শূন্যপদের নাম, যোগ্যতার মাপদন্ড, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি সহ আরও সব বিষয়ে বিস্তারিত ভাবে জানতে এই নিবন্ধটি পড়ুন।

শূন্যপদের নাম ও সংখ্যা:-

ভারতীয় রেলের অধীনে থাকা Railway Protection Force(RPF) হল ভারতীয় রেলের নিরাপত্তা বাহিনী। এই RPF এর তরফ থেকেই সম্প্রতি ৯,০০০ এরও অধিক শূন্যপদে “Constable” নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 

শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা:-

সারা দেশের যে কোনো প্রান্ত থেকে দশম শ্রেণী উত্তীর্ণ অর্থাৎ মাধ্যমিক পাস বেকার চাকরিপ্রার্থীরা RPF Constable পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। তার পাশাপাশি চাকরিপ্রার্থীকে শারীরিক ভাবে পুরোপুরি সক্ষম ও বলিষ্ঠ চেহারার অধিকারী হতে হবে।

নির্ধারিত বয়সসীমা:-

RPF Constable পদে চাকরির জন্য আবেদন করার সর্বনিম্ন বয়সসীমা হল ১৮ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা হল ২৫ বছর। এছাড়াও SC, ST , OBC প্রার্থীরা সরকারি নিয়ম মাফিক বয়সের ছাড় পাবেন।

বেতনের পরিমাণ:-

RPF Constable পদের কর্মীদের মাসিক গড় সর্বাধিক বেতনের পরিমাণ হল ২৬,০০০-৩২,০০০ টাকা। অন্যদিকে মাসিক গড় সর্বনিম্ন বেতনের পরিমাণ হল ৫,২০০-২০,২০০ টাকা। তার সঙ্গে ২,০০০ টাকা গ্ৰেড পে। 

যোগ্য প্রার্থী বাছাই পদ্ধতি:-

RPF Constable পদের জন্য যোগ্য কর্মীদের লিখিত পরীক্ষা ও ফিজিক্যাল টেস্টের মাধ্যমে বেছে নিয়ে স্থায়ী পদে চাকরিতে নিয়োগ করা হবে।

আবেদন করার নিয়মাবলী:-

RPF constable পদে চাকরির জন্য আবেদন জানাতে হলে ভারতীয় রেলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। সেক্ষেত্রে যা যা করতে হবে সেগুলি হল-

• প্রথমেই ভারতীয় রেলের অফিসিয়াল ওয়েবসাইট rpf.indianrailways.gov.in এ যান।

• তারপর সেখান থেকে হোমপেজের “Career” অপশনে ক্লিক করুন।

• তারপর যে নতুন পেজ খুলবে সেখান থেকে “Apply Online” লিঙ্কে ক্লিক করুন।

• তারপর “New Registration” লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

• তারপর অনলাইন আবেদন পত্রের সঠিক স্থানে সঠিক তথ্য বসিয়ে নির্ভুলভাবে ফর্মটিকে ফিলাপ করুন।

• তারপর আপনি যে জায়গার পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে চান সেটিকে এবং যে ভাষায় পরীক্ষা দিতে চান সেটিকে নির্বাচন করুন।

• এরপর সকল প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করুন ও সেইসঙ্গে নির্দিষ্ট পরিমাণ আবেদন মূল্য অনলাইনে জমা করুন।

• এরপর সাবমিট বাটনে ক্লিক করে দিন তাহলেই আপনার আবেদন হয়ে যাবে।

• সবশেষে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফিলাপ করা অ্যাপ্লিকেশান ফর্মের ও অ্যাপ্লিকেশন ফি এর রিসিপ্ট কপির একটি করে প্রিন্ট আউট বের করে নিজেদের কাছে রেখে দিন।

প্রয়োজনীয় নথীপত্র:-

আবেদনের সময় যে সব প্রয়োজনীয় নথী গুলি গুলি স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলি হল-

• বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট।

• দেশের নাগরিকত্বের প্রমান হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ড।

• মাধ্যমিক পাসের মার্কসীট ও সার্টিফিকেট এর সঙ্গে আরও যদি কোনো শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেই সব কিছুর মার্কসীট ও সার্টিফিকেট।

• এক কপি পাসপোর্ট সাইজের ফটো।

• কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।

• মেডিকেল ফিটনেস সার্টিফিকেট।

• আবেদনকারীর নিজস্ব সিগনেচার।

অ্যাপ্লিকেশন ফি এর পরিমাণ:-

অ্যাপ্লিকেশন ফি হিসেবে SC, ST, OBC, Ex Servicemen ও মহিলা ক্যাটাগরির প্রার্থীদের ২৫০ টাকা করে এবং বাকি সব ক্যাটাগরির প্রার্থীদের ৫০০ টাকা করে দিতে হবে।

আবেদনের সময়সীমা:-

RPF constable পদের জন্য অনলাইনে আবেদন পত্র জমা নেওয়া এখনো পর্যন্ত শুরু হয়নি। তবে এই জুন মাস থেকেই শুরু হবে বলে সরকারের তরফে জানানো হয়েছে।

OFFICIAL WEBSITE: CLICK HERE

MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন।
TELRGRAM CHANNEL:  CLICK HERE

Leave a Comment