বিভিন্ন ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ | Bank Job Recruitment 2021

 

আপনি কি সরকারি চাকরি খুঁজছেন তাহলে চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর। আপনি যদি পশ্চিমবঙ্গে অথবা ভারতের যে কোন ব্যাংকে চাকরি করতে চান তাহলে আপনার জন্য রয়েছে বিরাট সুখবর। আপনি যদি ব্যাংকের চাকরি করতে আগ্রহী হন তাহলে এই খবরটি শেষ পর্যন্ত দেখুন, কারন ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে। এটির নিয়োগ করা হবে IBPS এর তরফে। আপনি সমগ্র পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বাসিন্দা হলেই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। এছাড়া আপনি যদি নেপালের বা ভুটানের বাসিন্দা হন তাহলে আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারবেন।


যেসব পোস্টে কর্মী নিয়োগ করা হবে
: এখানে বিভিন্ন ধরনের পোস্টে বিভিন্ন যোগ্যতা অনুযায়ী কর্মী নিয়োগ করা হবে। নিচে এক একে চাকরির পোস্ট ও তার যোগ্যতা সম্পর্কে আলোচনা করা হলো।

1. IT OFFICER

শূন্য পদ :
এখানে মোট শূন্যপদ রয়েছে 220 টি।


যোগ্যতা:
আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে পোস্ট গ্রাজুয়েশন পাস হতে হবে সঙ্গে সামঞ্জস্য কোর্স করা থাকলে আবেদন করতে পারবেন।


বয়স:
20-30 বছরের মধ্যে বয়স হতে হবে। সংরক্ষিত প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া থাকবে।


2. AGRICULTURAL FIELD OFFICER


মোট শূন্যপদ:
এখানে মোট 884 টি শুন্য পদ রয়েছে।


যোগ্যতা :
এগ্রিকালচার বিষয়ের উপরে ডিগ্রী কোর্স করা থাকলে তবেই আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারবেন । 


বয়স:
20-30 বছরের মধ্যে বয়স হতে হবে। সংরক্ষিত প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া থাকবে।


3. RAJBHASHA ADHIKARI


মোট শূন্যপদ:
এখানে মোট 84 শূন্যপদ রয়েছে।


যোগ্যতা :
হিন্দি অথবা সংস্কৃতিতে পোস্ট গ্যাজুয়েট করা থাকলে আপনি চাকরির জন্য আবেদন করতে পারবেন সঙ্গে আপনাকে ইংরেজিতে দক্ষ হতে হবে।


বয়স:
20-30 বছরের মধ্যে বয়স হতে হবে। সংরক্ষিত প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া থাকবে।


 4. LAW OFFICER


মোট শূন্যপদ:
এখানে মোট 44 টি শূন্যপদ রয়েছে।


যোগ্যতা :
আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনাকে LLB কোর্স করে থাকতে হবে। 


বয়স:
20-30 বছরের মধ্যে বয়স হতে হবে। সংরক্ষিত প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া থাকবে।


5. HR/PERSONNEL OFFICER


মোট শূন্যপদ:
এখানে মোট 61 টি শুন্যপদ রয়েছে রয়েছে।

যোগ্যতা :
আপনাদের এখানে চাকরি করতে চান তাহলে আপনার যে কোনো ডিগ্ৰী , পোস্ট গ্রাজুয়েট ,ডিপ্লোমা ,HR ,সোশ্যাল কাজে যুক্ত ,LABOUR LAW করা থাকতে হবে তাহলে আপনি চাকরিতে আবেদন করতে পারবেন ।


বয়স:
20-30 বছরের মধ্যে বয়স হতে হবে। সংরক্ষিত প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া থাকবে।


6. MARKETING OFFICER


মোট শূন্যপদ:
এখানে মোট 535 টি শুন্যপদ রয়েছে।


যোগ্যতা :
আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনার যে কোনো ডিগ্ৰী সঙ্গে MMS /MBA /PGDBA /PGDBM /PGPM /PGDM (MARKETING ) করা থাকতে হবে তাহলে আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারবেন।


বয়স:
20-30 বছরের মধ্যে বয়স হতে হবে। সংরক্ষিত প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া থাকবে।


আবেদন মূল্য :
  আপনি যদি চাকরির জন্য আবেদন করতে চান এবং আপনি যদি সংরক্ষিত প্রার্থী অর্থাৎ SC /ST/PWD হয়ে থাকেন তাহলে আবেদন ফি হিসেবে আপনাকে ১৭৫ টাকা দিতে হবে এবং এবং আপনি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনাকে ৮৫০ টাকা আবেদন ফি হিসেবে দিতে হবে। 


আবেদন পদ্ধতি : 
এখানে আপনি সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ।

আবেদনের শেষ তারিখ:
আপনি এখানে আবেদন করতে পারবেন ০৩.১১.২০২১ থেকে ২৩.১১.২১ পর্যন্ত এবং আবেদন ফী জমা দেওয়ার শেষ তারিখ হলো ২৩.১১.২১ পর্যন্ত। 


পরীক্ষা পদ্ধতি : 
এখানে আপনাকে প্রথমেই অনলাইনের মাধ্যমে প্রিলিমিনারী পরীক্ষা হবে। এই প্রিলিমিনারী পরীক্ষা হবে ২৬.১২.২১ তারিখে এবং এই পরীক্ষার রেজাল্ট রেজাল্ট বের হবে ২০২২ এর জানুয়ারি মাসে । 

আপনি যদি প্রিলিমিনারি পরীক্ষায় পাস করেন তাহলে আপনাকে MAIN পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষাটি হবে ৩০.০১.২২ তারিখে এবং আপনি যদি মেন পরীক্ষায় পাশ করেন তাহলে আপনাকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউ শুরু হবে ফেব্রুয়ারি ২০২২ থেকে। 


আপনাকে যে সব ব্যাংকে নিয়োগ করা হবে :


  1. ব্যাঙ্ক অফ বরোদা

  2. ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

  3. ব্যাংক অফ মহারাষ্ট্র

  4. কানাডা ব্যাংক

  5. সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

  6. ইন্ডিয়া ব্যাংক

  7. ইউকো ব্যাংক

  8. ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

  9. পাঞ্জাব এন্ড সিন্ড ব্যাঙ্ক

  10. পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক
OFFICIAL WEBSITE: CLICK HERE

MORE JOB NEWS: CLICK HERE

চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

Leave a Comment