Wb Primary Teacher Recruitment 2022 | রাজ্যে প্রচুর প্রাইমারি, আপার প্রাইমারি ও SLST স্কুলের শিক্ষক নিয়োগ

 

দীর্ঘ প্রতীক্ষার অবসান ও নানান আন্দোলন এবং অনশনের পর অবশেষে রাজ্যে হয়তো আসতে চলেছে ভালো খবর। আমাদের রাজ্যে প্রচুর পরিমাণে শিক্ষক পদ ফাঁকা রয়েছে এবং খুব শীঘ্রই এসব শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আজ ফেসবুক পেজে লাইভে এসে প্রাইমারি, আপার প্রাইমারি, SLST 9/10-11/12 বিষয়ে আলোকপাত করেন।

    প্রাইমারিতে নতুন করে 1700 শিক্ষক নিয়োগ

    প্রাথমিকে ইতিমধ্যেই 4000 শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে পুজোর আগেই এবং তিনি জানিয়েছেন নভেম্বর মাসে বিভিন্ন ছুটি রয়েছে । এই ছুটিগুলো পার হলেই আবার নতুন করে 1700 শিক্ষক নিয়োগ দেওয়া হবে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের যেমন নির্দেশ দিয়েছে তারা সেই নির্দেশ পালন করার চেষ্টা করছে।

    31 জানুয়ারি প্রাইমারি টেট এর রেজাল্ট

    আজ 2017 সালে আবেদনকারী প্রাইমারি টেট প্রার্থীরা কমেন্টের ঝড় তুলেছিল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ফেসবুক লাইভে। কিন্তু 2017 প্রাইমারি টেট এর রেজাল্ট সম্বন্ধে তেমন কিছু বলেনি আজকের লাইভে। তবে যতদূর জানা যাচ্ছে প্রাইমারি টেট এর রেজাল্ট হয়তো খুব তাড়াতাড়ি বের হতে পারে। সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ খুব তাড়াতাড়ি প্রাইমারি টেট এর রেজাল্ট বের করে আবারও নতুন করে প্রাইমারি টেট নিতে হবে 2022 সালের মধ্যে। তবে সঠিক কবে রেজাল্ট বের করবে সে ব্যাপারে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু সঠিক কোনো ধারণা দেয় নি।

    উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া

    শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে আজ অনেক কথা বলেছেন। তিনি জানিয়েছেন ব্রাজ্জের উচ্চ প্রাথমিক স্কুল গুলোতে প্রায় 12 হাজারেরও বেশি শূন্যপদ ফাঁকা রয়েছে। এইসব শূন্যপদে নিয়োগের জন্য সরকার অনেক চেষ্টা করছে কিন্তু কোর্ট কেসে বারবারই নিয়োগ প্রক্রিয়া আটকে যাচ্ছে। তবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন হাজার বাধা আসলেও তারা এই নিয়োগ প্রক্রিয়া খুব তাড়াতাড়ি সম্পন্ন করে ফেলবেন। তবে তিনি এও জানিয়েছেন আদালতের যে নির্দেশ হবে তার পরিপ্রেক্ষিতেই স্বচ্ছভাবে ও মেধার উপর ভিত্তি করেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।

    শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন কিছু ছাত্রছাত্রীরা দেখা যাচ্ছে রাস্তায় নেমে আন্দোলন করছেন আবার কিছু ছাত্র ছাত্রী বারবারই কোর্টে কেস করতে চলে যাচ্ছেন। ফলে পুরো নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে। আদালতের নির্দেশ মেনে কাজ করছে কমিশন এবং আদালতের নির্দেশেই স্বচ্ছভাবে সঠিক উপায়ে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে খুব তাড়াতাড়ি।

    SLST 9/10 ও 11/12 শিক্ষক নিয়োগ

    শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু /10 ও 11/12 শিক্ষক নিয়োগ প্রসঙ্গে বলেন সমস্ত ডিআই দের কাছ থেকে হিসাব নেওয়া হচ্ছে। তবে খুব শীঘ্রই 4000 থেকে 5000 শিক্ষক নিয়োগ করা হবে।

     

    6 thoughts on “Wb Primary Teacher Recruitment 2022 | রাজ্যে প্রচুর প্রাইমারি, আপার প্রাইমারি ও SLST স্কুলের শিক্ষক নিয়োগ”

    Leave a Comment