West Bengal data entry staff Recruitment | পশ্চিমবঙ্গের ডাটা এন্ট্রি পদে প্রচুর কর্মী নিয়োগ

 

আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনার জন্য এসেছে বিরাট বড় একটি সুখবর। পশ্চিমবঙ্গ ব্লগ ডেভলপমেন্ট অফিসে (BDO) ডাটা এন্ট্রি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে আপনাকে কোন রকম লিখিত পরীক্ষা দিতে হবে না সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। আপনি পশ্চিমবঙ্গের যেকোন স্থানের বাসিন্দা হলেই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিয়োগ-পদ্ধতি যোগ্যতা বেতন ইত্যাদি চাকরির সম্বন্ধীয় খুঁটিনাটি নিচে আলোচনা করা হলো।


পদের নাম:
ডাটা এন্ট্রি অপারেটর


শিক্ষাগত যোগ্যতা:
এখানে চাকরি করতে হলে আপনাকে অবশ্যই গ্রাজুয়েশন পাশ করতে হবে ও সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও আপনি যদি কম্পিউটারের কোন কাজ করে থাকেন তাহলে অগ্রাধিকার পাবেন।


বয়স:
এখানে চাকরি করতে হলে আপনার বয়স হতে হবে অবশ্যই 18 থেকে 40 বছরের মধ্যে। আপনার বয়স হিসাব করা হবে 1.10.2021 তারিখ হিসেবে।


বেতন:
এখানে প্রতি মাসে বেসিক পে 13000 টাকা দেওয়া হবে।


আবেদন পদ্ধতি: এখানে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। আবেদন করার আগে আপনার অবশ্যই একটি বৈধ মোবাইল নাম্বার ও একটি ইমেইল আইডির প্রয়োজন। আপনারা যদি সরাসরি আবেদন করতে চান তাহলে আমাদের নিচের লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারেন অথবা অফিশিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে অফিশিয়াল ওয়েবসাইট ও অফিশিয়াল নোটিশ দেখে নিতে পারেন।


নিয়োগ পদ্ধতি:
এখানে আপনাকে নিয়োগ করা হবে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে।


আবেদন মূল্য:
এখানে আবেদনের জন্য আপনাকে কোন রকম টাকা দিতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে আপনি আবেদন করতে পারবেন।


অফিশিয়াল নোটিশ: CLICK HERE


আবেদন করুন:CLICK HERE


চাকরির সম্বন্ধীয় আরো বিস্তারিত খবরা খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন:CLICK HERE

আরো পড়ুন: খুব সহজেই সফলতা ও চাকরি পান | মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের হাতের লেখা বই পড়লেই পাবেন সফলতা জানালেন তিনি

পরীক্ষা ছাড়াই পশ্চিমবঙ্গে নতুন প্রাথমিক শিক্ষক নিয়োগ

 

Bandhan Bank recruitment| প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ| আবেদন করলেই চাকরি 

Bandhan Bank recruitment| প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ| আবেদন করলেই চাকরি

WB ICDS Anganwadi Recruitment 2021-2022 (icdswb.in) Total 20000 Vacancies apply now

 

Leave a Comment