বর্তমান দিনের সরকারি চাকরি পাওয়া খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। মানুষ একটি সরকারি চাকরির জন্য বছরের পর বছর হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে। বিশেষ করে করণা পরিস্থিতিতে লকডাউন এর জন্য আর্থিক মন্দা দেখা দিয়েছে সমগ্র পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতে তাই চাকরির বাজার আরো মন্দা। এই পরিস্থিতিতে একটা সরকারি চাকরি জোগাড় করা মানে এক কঠিন প্রতিকূলতা ও বাধাকে উপেক্ষা করা। কিন্তু যত বড়ই বাধা আসুক না কেন আপনার ইচ্ছাশক্তি থাকলে আপনি যে কোন বাধা খুব সহজেই উপেক্ষা করে যেতে পারবেন । আপনি যদি সরকারের চাকরি খুঁজে থাকেন তাহলে আজ আমরা আপনাদের কিছু টিপস দিবো যেগুলো জানলে আপনার সরকারি চাকরি পাওয়া আরো সহজ হয়ে দাঁড়াবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনি খুব সহজেই একটি সরকারি চাকরি জোগাড় করে নিতে পারবেন।
টিপস নাম্বার -1 : সরকারি চাকরি পেতে গেলে প্রথমেই আপনার মন থেকে নেগেটিভ সমস্ত চিন্তাভাবনা দূরে সরিয়ে দিতে হবে। অনেকেই আপনাকে বলবে টাকা ছাড়া আজকাল আর সরকারি চাকরি হয় না এসব মানুষদের যতটা পারবেন এড়িয়ে চলবেন। আপনি সব সময় মনে করবেন আপনার মধ্যে সমস্ত কিছুই আছে যার মাধ্যমে আপনি একটি সরকারি চাকরি ছিনিয়ে নিতে পারবেন। এইজন্য আপনাকে একটি লক্ষ্য স্থির করে এগোতে হবে। আপনি প্রথমেই একটি চাকরি স্থির করে নিন যে আপনি ওই চাকরিটি করবেন। এরপর আপনি ওই একটি চাকরির জন্য পড়াশোনা শুরু করুন অন্য চাকরির দিকে পিছন ঘুরে ও তাকাবেন না তাহলেই দেখবেন আপনি খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি সফল পেয়ে যাবেন। আপনি যদি আজ একটি চাকরির জন্য কাল আবার অন্য চাকরির জন্য পড়াশোনা করেন তাহলে আপনি কিন্তু চাকরি থেকে অনেকটা পিছিয়ে যাবেন।
টিপস নাম্বার 2: প্রথমেই আপনাকে সরকারি স্কুলের বইগুলো পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত ভালো করে পড়ে নিতে হবে। এই জন্য অনেকে কেন্দ্র সরকারের বই NCTE ফলো করে । আপনি রাজ্য সরকারের বইগুলো পড়তে পারেন । তবে আপনাকে এমন ভাবে পড়তে হবে যাতে যে কোন বিষয়ে আপনার মাথার মধ্যে গেঁথে থাকে।
টিপস নাম্বার 3: প্রতিদিন আপনাকে কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে হবে । এজন্য আপনি প্রতিদিন পেপার পড়তে পারেন। এছাড়াও আপনি যে সমস্ত বই গুলো পড়েছেন তার মধ্যে নতুন নতুন বিষয় সংযোজন করুন এবং বর্তমান যেসব ঘটনা হচ্ছে তার সঙ্গে আপনার পুরনো বিষয়গুলো রিলেট করে পড়াশোনা করুন । শুধুমাত্র সিলেবাসে যেগুলো আছে সেগুলো পড়ে গেলে হবে না সিলেবাসের বাইরে থেকেও কিছু আউট নলেজ আপনাকে নিয়ে যেতে হবে। সিলেবাস অনুযায়ী তো সকলেই পড়বে কিন্তু আপনাকে সকলের থেকে আলাদা হতে হবে তাহলেই আপনি খুব তাড়াতাড়ি চাকরিটি ছিনিয়ে নিতে পারবেন।
টিপস নাম্বার 4: চতুর্থ ধাপে আপনাকে যে বিষয়টি বলা হবে সেটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন সেই চাকরির বিগত বছরের প্রশ্নগুলো আপনি অবশ্যই আগে থেকে হাতের জোগাড় করে রাখবেন এবং বারবার দেখতে থাকবেন যে সেই কোশ্চেন গুলো কোন জায়গা থেকে এসেছে। আপনি বিগত বছরের প্রশ্নগুলো নিজে নিজে পরীক্ষা দিন এবং দেখুন আপনি কত পারছেন এভাবেই আপনি আস্তে আস্তে বিগত বছরের প্রশ্নগুলো শেষ করে করে প্রতিদিন মক টেস্ট দিতে থাকুন। এবং প্রতিদিন প্যাকটিস করতে থাকুন-” practice make a man perfect”.
টিপস নাম্বার 5: আপনি আপনার নিজের ইচ্ছামত চাকরি পছন্দ করুন, যেই চাকরিটা করার মাধ্যমে ভবিষ্যতে আপনাকে আনন্দ দিবে বা আপনি যেই চাকরিটি করলে কখনো বোরিং হবেন না এমন চাকরি সিলেক্ট করবেন। হতে পারে সেটা ব্যাংকের চাকরি বা রেলের চাকরি বা সরকারি কোন ডিপার্টমেন্টে চাকরি বা স্কুলের চাকরি। তবে আপনি যে চাকরি টি সিলেক্ট করবেন সেই চাকরিটিকেই আপনার লক্ষ্য স্থির করে সামনের দিকে এগোবেন। এদিক-ওদিক না ছুটে একটি চাকরির পিছনে ছুটুন সফলতা খুব তাড়াতাড়ি আপনার সামনে এসে ধরা দেবে।
বিশেষ দ্রষ্টব্য: আপনি যেই চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন সেটি আমাদের কমেন্ট করে জানান। পরবর্তীকালে আপনার সেই চাকরির জন্য কিভাবে প্রস্তুতি নিবেন তার ওপরে আপনাদের টিপস দেব। চাকরির সম্বন্ধীয় যাবতীয় মেটেরিয়ালস ও নোটস আপনাদের বিনামূল্যে আমাদের ওয়েবসাইট থেকে দেওয়া হবে।
WB TET Result 2017 Date, www.wbbpe.org.পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট 2017 রেজাল্ট ডেট CLICK HERE