2017 প্রাইমারি টেট এর রেজাল্ট সম্বন্ধে বিস্তারিত আপডেট জেনে নিন

 

অবশেষে শেষ পর্যন্ত অবসান ঘটল প্রাইমারি টেটের রেজাল্টের দিন । সরাসরি অফিশিয়াল ভাবে এখনো জানা যায়নি কবে প্রাইমারি টেট এর রেজাল্ট কবে বেরোবে । তবে যতদূর অনুমান করা যাচ্ছে খুব তাড়াতাড়ি প্রাইমারি বোর্ড এর তরফ থেকে নোটিফিকেশন জারি করে জানিয়ে দেওয়া হবে রেজাল্ট কবে বেরোবে। আপনি যদি 2017 প্রাইমারি টেট দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি প্রাইমারি টেটের রেজাল্টের অপেক্ষা করে আছেন । এবার আপনার অপেক্ষার দিন শেষ কারণ খুব তাড়াতাড়ি সম্ভবত এ বছর টেটের রেজাল্ট বেরিয়ে যেতে পারে।

দীর্ঘ প্রতীক্ষা ও দীর্ঘ টালবাহানার পর অবশেষে নিষ্পত্তি ঘটতে যাচ্ছে 2017 প্রাইমারি টেটের। আনঅফিশিয়ালি ভাবে জানা গেল প্রাইমারি টেটের রেজাল্ট এই মাসের শেষের দিকে  বেরিয়ে যাবে, এমনটাই আশা করা যাচ্ছে। তবে ঠিক কবে বের হবে তা এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না, যতক্ষণ না পর্যন্ত প্রাইমারি শিক্ষা বোর্ড থেকে কোন নোটিফিকেশন জারি করা হচ্ছে।

2017 সালের প্রাইমারি টেট এর রেজাল্ট ও নিয়োগ সমন্ধে  বিস্তারিত তথ্য জেনে নিন! Wb Primary TET Result 2017-2021 Update

2021 সালের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে দিতে চাইছে সরকার। সরকার কোনরকম গাফিলতি রাখেনি প্রশ্ন ভুলের জন্য। আর কোন মামলা হবে না, কারণ প্রশ্ন ভুল নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে যত রকম কনফিউশন ছিল সেগুলো প্রাইমারি শিক্ষা বোর্ড দূর করে দিয়েছে নতুন করে অ্যানসার কি আপলোড করার মাধ্যমে।

www.wbbpe.org check your result

 তড়িঘড়ি প্রাইমারি টেটের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার পরে আবার 2022 সালের  মধ্যে নতুন করে প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি জারি হবে যেখানে ডিএলএড ও বিএড করা সকল প্রার্থীরাই চাকরির পরীক্ষার জন্য বসতে পারবে।

 পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট এর জন্য কোন কোন বই পড়বেন (West Bengal Primary TET 2022 Best Book List)

WB Primary TET syllabus and Exam Pattern 2022 (বাংলায় )! wbbpe.org

2017 WB primary tet result

1 thought on “2017 প্রাইমারি টেট এর রেজাল্ট সম্বন্ধে বিস্তারিত আপডেট জেনে নিন”

Leave a Comment