1973 সালে বর্তমান উত্তরাখণ্ডের গাড়ােয়াল জেলার মন্ডল গ্রাম গাছ কাটার বিরুদ্ধে এই অহিংস আন্দোলনটি হয়।
চিপকো’ কথার অর্থ হল – জড়িয়ে ধরা বা চেপে ধরা।
এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন শ্রী সুন্দরলাল বহুগুণ।
এছাড়া এই আন্দোলনের সদস্যরা হলেন – চন্ডী প্রসদ ভাট, সরলা বেন, মিরা বেন প্রমূখ।
এই আন্দোলনের স্লোগান ছিল, ‘What do the forest bear ? Soil, water and pure air
অ্যাপিক্কো আন্দোলন
1983 খ্রিস্টাব্দে কনটিকে সিরসী অঞ্চলে গাছ কাটার বিরুদ্ধে এই আন্দোলন গড়ে উঠেছিল।
অ্যাপিক্কো শব্দের অর্থ- জড়িয়ে থাকা।
এই আন্দোলনের নেতৃত্ব দেন-পান্ডুরাও হেগড়ে। ।
এই আন্দোলনের স্লোগান ছিল- ‘Five Fs’ অর্থাৎ Food, Fodder, Fuel, Fibre, Fertilizer
সাইলেন্ট ভ্যালি আন্দোলন
কেরালার পালঘাট জেলায় কান্ধীপূজা নদী উপত্যকায় জলবিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে একটি পরিকল্পনা গ্রহণ করা হয় এবং তার জন্য 850 হেক্টর বনাঞ্চল ধ্বংস করা হবে। । এরই প্রতিবাদে এই আন্দোলন হয়।
এই আন্দোলনটি করে কেল্পলার একটি বামপন্থী স্বেচ্ছাসেবী বিজ্ঞান সংস্থা ও কেরালা শাস্ত্র সাহিত্য পরিষদ।
ভারতের প্রথম সংঘটিত ব্যাপক পরিবেশ আন্দোলন এটি।
1983 সালে জলবিদ্যুৎ এর পরিকল্পনা পরিবর্তন করে এটি জাতীয় পার্ক এর মর্যাদা দেওয়া
নর্মদা বাঁচাও আন্দোলন
নর্মদা নদীতে সর্দার সরোবর ড্যাম আরাে বেশি উচু করার জন্য ছাড়পত্র পেয়েছিল।
এরই প্রতিবাদে মেধা পাটেকর, বাবা আমটে ও অরুন্ধতী রায় হলেন এই আন্দোলন করেন
বালিয়াপাল আন্দোলন।
ভারত সরকার 1979 সালে উড়িষ্যার বালেশ্বর জেলার সমুদ্র উপকূলবর্তী বালিয়াপাল অঞ্চলে সামরিক ঘাঁটি (ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘাঁট) তৈরীর বিরুদ্ধে প্রতিবাদ হয়েছিল।
মিট্ট বাঁচাও আন্দোলন
মধ্যপ্রদেশের হােসাঙ্গাবাদ জেলায় তাওয়া নদীতে 1977 সালে ড্যাম তৈরি হয় কৃষিকাজ জমিতে সেচের জল বাড়ানাের উদ্দেশ্যে।
কিন্তু সেচের জল বাড়ানাের ফলে মাটির উর্বশী কমে যায়।
এই আন্দোলন ভারতে ব্ল্যাক কটন সয়েল এলাকার বড় সেচ প্রকল্পের ক্ষতিকারক দিক সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল।
ভারতের পরিবেশ আইন
বন্যপ্রাণী সুরক্ষা আইন, 1972
জল দূষণ ও নিয়ন্ত্রণ আইন, 1974
বন সংরক্ষণ আইন, 1980
বায়ু দূষণ ও নিয়ন্ত্রণ আইন, 1981
পরিবেশ রক্ষা আইন, 1986
ভারতীয় বন আইন, 1927
তেজস্ক্রিয় রক্ষা আইন, 1971
কীটনাশক আইন, 1986
মন্ট্রিল চুক্তি
1987 সালের 16 সেপ্টেম্বর 11 টি দেশ মিলে কানাডার মন্ট্রিল শহরে এই চুক্তি স্বাক্ষরিত করে,
বলবৎ হয় 1989 সালের 1 জানুয়ারি থেকে।
CFC জাতীয় গ্যাসের ব্যাবহার 2000 সালের মধ্যে সম্পূর্ণ বন্ধ করতে হবে।
মিথাইল ক্লোরােফর্ম ব্যাবহার 2005 এর মধ্যে বন্ধ করতে হবে।
কিয়ােটো চুক্তি
1997 সালের ডিসেম্বর মাসে জাপানের কিয়ােটো শহরে গ্রিন হাউস গ্যাস (GHGS) নিয়ন্ত্রণ করার জন্য এই চুক্তি স্বাক্ষরিত হয়।
আমেরিকা ও অস্ট্রেলিয়া এই চুক্তিতে স্বাক্ষর করতে অস্বীকার করেছে।
এই চুক্তি কার্যকর হয়েছে 2005 সালের 15 ফেব্রুয়ারি থেকে।