অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল প্রাইমারি ও আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের । খুব দ্রুতই নিয়োগ করতে যাচ্ছে রাজ্য সরকার এমনটাই আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমে জানিয়ে দিল। 2017 সালে আবেদন করা হলেও তার পরীক্ষা নেওয়া হয় 2021 সালের 31 জানুয়ারি ।অন্যদিকে আপার প্রাইমারির পরীক্ষা 2015 সালে হলেও সেটি আইনি জটিলতায় আটকে ছিল দীর্ঘ 6 বছর অবশেষে নিয়োগ করতে যাচ্ছে প্রাইমারি ও আপার প্রাইমারির চাকরিপ্রার্থীদের রাজ্য সরকার।
দীর্ঘদিন পরীক্ষা নেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করার পর অবশেষে সরকার চাকরি প্রার্থীদের প্রতী সহৃদয় হয় এবং 31 জানুয়ারি পরীক্ষা নেয়। কিন্তু সকলেই এবার রেজাল্ট দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানায় এবং সরকার সেটা আজ ঘোষণা করে দিল খুব দ্রুতই এর রেজাল্ট দিয়ে 2022 সালের মার্চের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করে দেবে এবং পুজোর পরেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে যেখানে নিয়োগ করা হবে 7500 ক্যান্ডিডেট।পুজোর আগে আরও 10,500 প্রাইমারি ক্যান্ডিডেট নিয়োগ করা হবে বলে জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।অন্যদিকে পুজোর আগেই 14000 প্রাইমারি টিচার নিয়োগ করা হবে এটাও জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।দীর্ঘ আইনি জটিলতায় আটকে ছিল এই প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া যেখানে পরীক্ষা হয়েছিল 2015 সালে কিন্তু 2021 সালে এসেও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় চাকরিপ্রার্থীরা দুঃখী ছিলো । অবশেষে মুখ্যমন্ত্রীর জানিয়ে দিল 14000 আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ করা হবে।
মুখ্যমন্ত্রীর স্পষ্ট জানিয়ে দিলেন পুজোর আগেই আপার প্রাইমারির 14000 ও প্রাইমারি 14500 শিক্ষক নিয়োগ করা হবে এবং পুজোর পরে আরও 7500 শিক্ষক নিয়োগ করা হবে মোট প্রাইমারি আপার প্রাইমারির মিলিয়ে 32 হাজার শিক্ষক নিয়োগ করা হবে।