এবছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মার্কশিটে প্রচুর পরিমানের নাম্বার দেওয়া হবে বলে জানা যাচ্ছে

 

ইতিমধ্যেই আমরা সকলেই জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করে দিয়েছেন পশ্চিমবঙ্গের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল হয়ে গিয়েছে । তবে এখন সকলের মনে একটি প্রশ্ন নাম্বার কি করে দেওয়া হবে এবং কাকে কত নাম্বার দেওয়া হবে ।

তবে সব থেকে বড় খুশির খবর হলো এবছর যেহেতু পরীক্ষা হয়নি তাই কাউকে ফেল করা হবে না । ছাত্র-ছাত্রীদের এ বছর প্রচুর পরিমাণে নাম্বার দেওয়া হবে যাতে তারা কোন অবজেকশন করতে না পারে । বেশিরভাগ অ্যাভারেজ স্টুডেন্টদের 60% এর উপরে নাম্বার দেওয়া হবে এবং যারা একটু ভালো ছাত্র তাদের 80% থেকে 90% পার্সেন্ট এর উপরে নাম্বার দেওয়া হবে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এছাড়াও যারা ইস্কুলের টপ অর্থাৎ খুব ভাল ছাত্র তারা 100% নাম্বার পেয়ে যেতে পারে।

এবছর যেহেতু পরীক্ষা হয়নি তাই সমস্ত ছাত্র-ছাত্রীদের নাম্বার স্কুল থেকে পাঠানো হবে। ইস্কুলের স্যার ম্যাডামরা যেরকম নাম্বার পাঠাবে বোর্ডের মার্কশিট সেইরকম নাম্বারে উঠে আসবে। আর সমস্ত স্কুল থেকে যেহেতু নাম্বার পাঠানো হবে তাই স্কুলের স্যার ম্যাডামরা তাদের স্কুলের বদনাম কখনোই চাইবে না তাই সমস্ত ছাত্র-ছাত্রীদের যত খুশি বেশি নাম্বার দিতে চাইবে তারা।

পরীক্ষা না হওয়ার জন্য অনেক ছাত্রছাত্রী খুশি হয়েছে । আবার অনেক ভালো ছাত্র ছাত্রীদের মন খারাপ । কিন্তু কারো মন খারাপ করে লাভ নেই । এ বছর প্রচুর পরিমাণে নাম্বার আসবে মার্কশিটে এমনটাই জানা যাচ্ছে।ছাত্র-ছাত্রীরা যাতে পরে অবজেকশন করতে না পারে সেদিকে নজর রেখে সরকারের তরফ থেকে এবার প্রচুর পরিমানের নাম্বার দেওয়া হবে বলে জানা যাচ্ছে ।তবে খুশির খবর এটাই যে এই বছর বেশিরভাগই স্টুডেন্ট ফার্স্ট ডিভিসনএ পাস করবে।

Leave a Comment