মাধ্যমিক পাস বেকার চাকরিপ্রার্থীদের জন্য ফের একটি নতুন নিয়োগের ঘোষণা। কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে পরিচালিত বিখ্যাত এক সংস্থার তরফ থেকে ওই সংস্থারই এক শাখায় মাধ্যমিক পাস যোগ্যতায় একাধিক গ্ৰুপ ‘সি’ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে স্থায়ী পদে মাসিক উচ্চ বেতনে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল নোটিফিকেশন থেকে জানা গিয়েছে। ভারতের একজন স্থায়ী নাগরিক হলেই এবং ন্যুনতম মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই বেকার চাকরিপ্রার্থীরা এখানে সংশ্লিষ্ট শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন জানানোর যোগ্য। এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বাকি সব গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত ভাবে জানতে সঙ্গে থাকুন।
নিয়োগকারী সংস্থা:-
কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ হেলথ রিসার্চ, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি এর অধীনস্থ সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) এর তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
আবেদন পদ্ধতি:-
ICMR এর অধীনে সংশ্লিষ্ট শূন্যপদ গুলিতে অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা দিতে হবে। সেক্ষেত্রে নিম্নলিখিত আবেদন পদ্ধতি অনুসরণ করে আবেদন করতে হবে-
• আবেদনের শুরুতেই ICMR এর অফিসিয়াল ওয়েবসাইট www.icmr.nic.in বা www.nireh.icmr.org.in এ প্রবেশ করে সেখান থেকে এই নিয়োগের আবেদন পত্র ডাউনলোড করে তার প্রিন্ট আউট বের করে নিতে হবে।
• তারপর সেখানে প্রয়োজন মতো তথ্য দিয়ে নির্ভুলভাবে আবেদন পত্র পূরণ করতে হবে।
• এরপর সকল প্রকার জরুরি কাগজপত্রের এক কপি করে জেরক্স বের করে সেগুলো সেলফ অ্যাটেস্টেড করতে হবে।
• সবশেষে এই পূরন করা আবেদন পত্র, প্রতিটি সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি ও ৩০০ টাকার একটি ডিমান্ড ড্রাফ্ট একসাথে যুক্ত করে একটি মুখবন্ধ খামের ভেতর ঢুকিয়ে নির্দিষ্ট ঠিকানায় স্পীড পোস্ট বা রেজিস্ট্রার্ড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। তাহলেই আবেদন হয়ে যাবে।
প্রার্থী বাছাই পদ্ধতি:-
এক্ষেত্রে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর সংশ্লিষ্ট শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদেরকে লিখিত পরীক্ষার মাধ্যমে বেছে নিয়ে চাকরিতে নিয়োগ করা হবে।
শূন্যপদ গুলির নাম:-
এখানে মূলত দুই ধরনের শূন্যপদে গ্ৰুপ ‘সি’ ক্যাটাগারির কর্মী নেওয়া হবে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বেছে নেওয়া কর্মীদের যে দুটি পদে নিয়োগ করা হবে সেগুলি হল-
• Multi Tasking Staff (MTS)
• Technician I
নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা:-
উপরিউক্ত শূন্যপদ দুটিতে চাকরির জন্য আবেদন করতে হলে পদ বিশেষে যে পদের ক্ষেত্রে যে ধরনের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তা হল-
Multi Tasking Staff (MTS)-
এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে মাধ্যমিক পাস।
Technician I-
এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে সায়েন্স বিভাগে অন্তত পক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ উচ্চমাধ্যমিক পাস। তার পাশাপাশি যে কোনো সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি/কম্পিউটার/স্ট্যাটিক্সটিক্স এ ডিপ্লোমা কোর্স Complete করে থাকতে হবে।
নির্ধারিত বয়সসীমা ও বেতনের পরিমাণ:-
Multi Tasking Staff পদে চাকরির জন্য আবেদন জানানোর ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৫/০৭/২০২৩ অনুযায়ী সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে। এই পদে নিয়োজিত কর্মীদের প্রতি মাসে ১৮,০০০-৫৬,৯০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
অন্যদিকে, Technician I পদে চাকরির জন্য আবেদন জানানোর ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৫/০৭/২০২৩ অনুযায়ী সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে। এই পদের জন্য নিয়োজিত কর্মীদের প্রতি মাসে ১৯,৯০০-৬৩,২০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
উভয় পদের ক্ষেত্রেই SC, ST প্রার্থীদের ৫ বছর, OBC প্রার্থীদের ৩ বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে সরকারি নিয়ম অনুযায়ী।
প্রয়োজনীয় ডকুমেন্টস:-
আবেদন পত্রের সঙ্গে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি সহ আবেদন পত্র জমা দিতে হবে সেগুলি হল-
• মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এর এক কপি সেলফ অ্যাটেস্টেড জেরক্স (বয়সের প্রমানপত্র হিসেবে)।
• আধার অথবা ভোটার কার্ড এর এক কপি সেলফ অ্যাটেস্টেড জেরক্স (পরিচয় পত্র হিসেবে)।
• মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও ডিপ্লোমা কোর্সের মার্কসীট ও সার্টিফিকেট এর এক কপি করে সেলফ অ্যাটেস্টেড জেরক্স (শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র হিসেবে)।
• কাস্ট সার্টিফিকেট এর এক কপি সেলফ অ্যাটেস্টেড জেরক্স (যাদের থাকবে)।
• কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট (যাদের থাকবে)।
• দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো সেলফ অ্যাটেস্টেড করা।
• এছাড়াও যদি আরও কোনো প্রয়োজনীয় ডকুমেন্টস থাকে তাহলে সেই সব কিছুর এক কপি করে সেলফ অ্যাটেস্টেড জেরক্স।
আবেদনের সময়সীমা:-
ICMR এর তরফে প্রকাশিত হওয়া সংশ্লিষ্ট শূন্যপদ গুলিতে কর্মী নিয়োগের জন্য আবেদন পত্র জমা নেওয়া বর্তমানে চলছে এবং তা শেষ হবে আগামী ১৫/০৭/২০২৩ তারিখে। তাই যারা আবেদন করতে আগ্রহী ও যোগ্য তারা নিম্নলিখিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন পত্র পাঠিয়ে দিন। আবেদন পত্র পাঠানোর ঠিকানা হল-
To,
The Diarector,
ICMR-National Institute for
Research in Environmental Health,
Bhauri Bypass Road, Bhopal-
462030.
OFFICIAL NOTICE:CLICK HERE
OFFICIAL WEBSTE: CLICK HERE