তিনদিন ধরে পার্শ্বশিক্ষকরা বিকাশ ভবনের সামনে অনশন করে যাচ্ছেন কিন্তু সরকার এখনও পার্শ্বশিক্ষকদের কথা কানেই তুলেনি। তীব্র ঠান্ডার মধ্যে পার্শ্বশিক্ষকেরা অনশন করে যাচ্ছেন কিন্তু রাজ্য সরকার এদিকে ভোটের প্রচার করতে ব্যস্ত তিনি যেন এদের কথা কানেই নিচ্ছেন না।অন্যদিকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে একটা ভাষণে বলেছেন সরকারের প্রতিশ্রুতি মানেই ভাওতাবাজি। তারমানে 2011 সালে পার্শ্বশিক্ষকদের যে প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিয়েছিলেন সেটাও ভাঁওতাবাজির নাকি।এদিকে তিনি বড় বড় ভাষণ দিয়ে বেড়াচ্ছেন কিন্তু শিক্ষাক্ষেত্রে মুখ্যমন্ত্রী ভ্রুক্ষেপও করছেন না।এবার পার্শ্বশিক্ষকরা স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের দাবি না মেটা পর্যন্ত তারা এই অনশন থেকে উঠবেন না।
বিগত বছরে তারা 31 দিন অনশন করার পর শিক্ষা মন্ত্রীর প্রতিশ্রুতিতে তারা অনশন ভঙ্গ করেছিলেন কিন্তু তাদের প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় এবছর তারা আবার অনশনে নেমেছেন। এবছর তারা সেই দাবি পাকাপাকিভাবে গৃহীত হওয়ার পরেই এই অনশন ভঙ্গ করবেন।আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যদি মানবিক হতেন তাহলে এই শীতের মধ্যে পার্শ্ব শিক্ষকদের অনশন কোনমতেই করতে দিতেন না বরং তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতা করে সমস্ত দাবি মিটিয়ে দিতেন কিন্তু সরকার কোনো ভ্রুক্ষেপ না করে তাদের কথা কানেই নিচ্ছেন না।তাই পার্শ্বশিক্ষকরাও তাদের দাবিতে অটল হয়ে বসে আছেন। এবার দেখার বিষয় কার জয় হয়, রাজ্য সরকারের নাকি এই পার্শ্ব শিক্ষকদের।